1.
বাংলাদেশের
সাংবিধানিক
নাম কি?
=গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
2.
বাংলাদেশের
আয়তন কত বর্গ মাইল?
=৫৬৯৭৬ বর্গ মাইল।
3.
আমাদের জাতীয়তা কি?
=বাংলাদেশী।
4.
বাংলাদেশের
প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি?
=গণভবন।
5.
বাংলাদেশের
রাষ্ট্রপতির
বাসভবনের
নাম কি?
=বঙ্গভবন।
6.
বাংলাদেশের
বিভাগ কয়টি ও কি কি?
=৮টি। যথাঃ ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।
7.
বাংলাদেশের
বৃহত্তম
শহর কোনটি?
=ঢাকা।
8.
বাংলাদেশের
বৃহত্তম
বিভাগ কোনটি?
=চট্টগ্রাম।
9.
বাংলাদেশের
ক্ষুদ্রতম
বিভাগের
নাম কি?
=সিলেট।
10.
বাংলাদেশের
বৃহত্তম
জেলা কোনটি?
=রাঙ্গামাটি।
11.
বাংলাদেশের
বৃহত্তম
উপজেলা কোনটি?
=শ্যামনগর (সাতক্ষীরা,খুলনা)।
12.
বাংলাদেশের
সর্বশেষ
বিভাগ কোনটি?
=ময়মনসিংহ।
13.
বাংলাদেশের
স্বাধীনতা
দিবস ও বিজয় দিবস কত তারিখে?
=২৬ শে মার্চ ও ১৬ ডিসেম্বর।
14.
আন্তর্জাতিক
মাতৃভাষা
দিবস কত তারিখে?
=২১ শে ফেব্রুয়ারি।
15.
বাংলাদেশের
স্মৃতিসৌধ
কোথায় অবস্থিত?
=সাভার, ঢাকা।
16.
স্মৃতিসৌধের
নকশা করেছেন কে?
=স্থপতি সৈয়দ মইনুল হাসান।
17.
জাতীয় শহীদ মিনার কোথায় অবস্থিত এবং এর নকশা করেছিলেন কে?
=ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্বে অবস্থিত এবং এটি নকশা করেন শিল্পী হামিদুর রহমান।
18.
বাংলাদেশের
সোনালী আঁশ কী?
=পাট।
19.
বাংলাদেশের
রুপালি আঁশ কী?
=তুলা।
20.
বাংলাদেশের
সাদাসোনা (white gold) কী?
=চিংড়ি মাছ।
21.
বাংলাদেশের
জনসংখ্যা
বৃদ্ধির
হার-
=শতকরা ১.৩৬% ভাগ।
22.
জনসংখ্যার
দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান-
=অষ্টম।
23.
বাংলাদেশের
মানুষের
গড় আয়ুষ্কাল-
=প্রায় ৭০.৭ বছর (পুরুষ-৬৯, মহিলা-৭০.৫)
24.
বাংলাদেশের
রাষ্ট্রভাষা-
=বাংলা।
25.
বাংলাদেশে
শিক্ষিতের
হার-
=শতকরা ৬৫ জন (১৫ বছরের উর্দ্ধে।)
26.
বাংলাদেশের
উপজেলা সংখ্যা-
=৪৯০ টি
27.
বাংলাদেশের
প্রশাসনিক
থানা-
=৬৩৭ টি। সর্বশেষ বাঙ্গরা (কুমিল্লা)।
28.
বাংলাদেশের
বন অঞ্চলের পরিমাণ-
=
২১৪০৩ বর্গ কিলোমিটার।
29.
রাষ্ট্রভাষা
আন্দোলনের
প্রথম সংগঠনের নাম-
=তমুদ্দিন মজলিশ।
30.
বাংলাদেশের
পূর্ব নাম-
=পূর্ব পাকিস্তান।
31.
স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র সর্বপ্রথম স্থাপিত হয়-
=চট্টগ্রামের কালুরঘাটে।
32.
বাংলাদেশ
পাকিস্তানের
অন্তরর্ভূক্ত
ছিল-
=২৪ বছর।
33.
বাংলাদেশ
স্বাধীনতা
লাভ করে-
=১৯৭১ সালে।
34.
বাংলাদেশ
কে প্রথম স্বীকৃতি দেয় যে দুটি দেশ-
=ভারত ও ভুটান।
35.
বাংলাদেশের
জাতীয় পতাকার মাপ-
=দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬।
36.
বাংলাদেশের
জাতীয় পতাকার রুপকার-
=শিল্পী কামরুল হাসান।
37.
বাংলাদেশের
জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তলোন করা হয়-
=ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়।
38.
জাতীয় পতাকা উত্তোলন দিবস-
=২ মার্চ (আনুষ্ঠানিক ভাবে ২৩ শে মার্চ)
39.
বাংলাদেশের
জাতীয় পতাকার সাথে যে দেশের পতাকার মিল রয়েছে-
=জাপান।
40.
বাংলাদেশের
জাতীয় ফুল-
=শাপলা।
41.
বাংলাদেশের
জাতীয় ফল-
=কাঁঠাল।
42.
বাংলাদেশের
জাতীয় পশু-
=বাঘ (রয়েল বেঙ্গল টাইগার)
43.
বাংলাদেশের
জাতীয় পাখি-
=দোয়েল।
44.
বাংলাদেশের
জাতীয় মাছ-
=ইলিশ।
45.
বাংলাদেশের
জাতীয় মসজিদ-
=বায়তুল মোকাররম, ঢাকা।
46.
বাংলাদেশের
জাতীয় বন-
=সুন্দরবন।
47.
বাংলাদেশের
জাতীয় গাছ-
=আমগাছ।
48.
বাংলাদেশের
জাতীয় উদ্যান-
=সোহরাওয়ার্দী উদ্যান।
49.
বাংলাদেশের
জাতীয় খেলা-
=কাবাডি।
50.
বাংলাদেশের
জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত-
=সাভারে।
51.
বাংলাদেশের
জাতীয় প্রতীকের ডিজাইনার-
=শিল্পি কামরুল হাসান।
52.
বাংলাদেশের
প্রথম রাষ্ট্রপতি-
=বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
53.
বাংলাদেশের
প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি-
=সৈয়দ নজরুল ইসলাম।
54.
বাংলাদেশের
প্রথম প্রধান মন্ত্রী-
=তাজউদ্দীন আহমেদ।
55.
বাংলাদেশের
প্রথম মহিলা প্রধানমন্ত্রী-
=বেগম খালেদা জিয়া।
56.
বাংলাদেশের
প্রথম বিরোধী দলীয় নেত্রী-
=শেখ হাসিনা।
57.
বাংলাদেশের
প্রথম নোবেল বিজয়ী-
=ডাঃ মুহম্মদ ইউনুস।
58.
বাংলাদেশে
প্রথম মুদ্রা প্রচলন হয়-
=৪ মার্চ ১৯৭২ সালে।
59.
বাংলাদেশের
শ্রেষ্ঠ
কবি-
=কাজী নজরুল ইসলাম।
60.
বাংলাদেশের
শ্রেষ্ঠ
স্থপতি-
=ফজলুল হক খাঁন।
61.
বাংলাদেশের
বৃহত্তম
থানা-
=শ্যামনগর, সাতক্ষীরা।
62.
বাংলাদেশের
ক্ষুদ্রতম
জেলা-
=নারায়নগঞ্জ।
63.
বাংলাদেশের
ক্ষুদ্রতম
থানা-
=ওয়ারি, ঢাকা।
64.
বাংলাদেশের
ক্ষুদ্রতম
ইউনিয়ন-
=হাজীপুর, ভোলা।
65.
ষাটগম্বুজ
মসজিদের
গম্বুজ সংখ্যা-
=৮১ টি।
66.
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা-
=বন্দর, নারায়নগঞ্জ।
67.
জনসংখ্যা
বৃদ্ধির
হার সর্বোচ্চ-
=গাজিপুর জেলায়।
68.
জনসংখ্যা
বৃদ্ধির
হার সর্বনিম্ন-
=বাগেরহাট জেলায়।
69.
সাক্ষরতার
হার সর্বোচ্চ-
=ঢাকা জেলায়।
70.
সাক্ষরতার
হার সর্বনিম্ন-
=সুনামগঞ্জ জেলায়।
71.
আন্তর্জাতিক
সাক্ষরতা
দিবস –
=৮ ই সেপ্টেম্বরে।
72.
এ পর্যন্ত বাংলাদেশী এভারেস্ট জয় করেন-
=৪ জন।
73.
দুই বার এভারেস্ট জয় করেন-
=এম এ মুহিত।
74.
এভারেস্ট
জয়ী প্রথম বাংলাদেশী নারী-
=নিশাত মজুমদার।
75.
বাংলাদেশের
যে শহরে রিক্সা নাই-
=রাঙ্গামাটি।
76.
আয়তনের দিক দিয়ে বাংলাদেশ-
=৯০ তম।
77.
বাংলাদেশ
ছাড়া আর যে দেশের জাতীয় পাখি দোয়েল-
=যুক্তরাজ্য।
78.
বাংলাদেশ
প্রথম বিচারপতির নাম-
=এস কে সিনহা।
79.
বিডিআর এর বর্তমান নাম-
=বিজিবি।
80.
ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান-
=৪র্থ তম।
81.
চাম্পিয়ন
অব দি আর্থ পেয়েছেন-
=প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
82.
বাংলাদেশের
বৃহত্তম
ব দ্বীপ-
=সুন্দরবন।