জেএসসি: কৃষি শিক্ষা
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL
& BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D
Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati
More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic
Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad,
P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911
450 131; E-mail:aboutdynamic@gmail.com
---------------------------------------------------------------------------------------
১। নড়াইলের কৃষক করিম টিভিতে ভারতের কৃষির উপর একটি সচিত্র প্রতিবেদন দেখছিলেন। প্রতিবেদনে বাংলাদেশের মতো জনসংখ্যা সমস্যায় জর্জরিত ভারতের কৃষিক্ষেত্রে অগ্রসরতা ও দেশটির কৃষি পরিবেশের বৈচিত্র সম্পর্কে দেখানো হচ্ছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক উল্লেখ করেন বাংলাদেশ আধুনিক কৃষি প্রযুক্তি যথাযথভাবে প্রয়োগ করতে না পারার কারণে। কৃষিক্ষেত্রে ভারতের চেয়ে পিছিয়ে আছে।
ক. ভারতীয় কৃষিজ পণ্যের অন্যতম
আমদানিকারক দেশ কোনটি?
খ. ভারতকে কেন বৈচিত্রপূর্ণ দেশ বলা হয়?
গ. কৃষিক্ষেত্রে ভারতের অগ্রসরতার কারণসমূহ ব্যাখ্যা কর।
ঘ. "বাংলাদেশ আধুনিক কৃষিপ্রযুক্তি যথাযথভাবে প্রয়োগ করতে না পারার কারণে কৃষিক্ষেত্রে ভারতের চেয়ে পিছিয়ে আছে।"- বিশ্লেষণ কর ।
খ. ভারতকে কেন বৈচিত্রপূর্ণ দেশ বলা হয়?
গ. কৃষিক্ষেত্রে ভারতের অগ্রসরতার কারণসমূহ ব্যাখ্যা কর।
ঘ. "বাংলাদেশ আধুনিক কৃষিপ্রযুক্তি যথাযথভাবে প্রয়োগ করতে না পারার কারণে কৃষিক্ষেত্রে ভারতের চেয়ে পিছিয়ে আছে।"- বিশ্লেষণ কর ।
২। গফুর মিয়া তার জমিতে আখ চাষ করতেন। কিন্তু কয়েক বছর যাবৎ তিনি আখের খুব একটা ভালো ফলন পাচ্ছিলেন না। তিনি উপজেলা কৃষি অফিসে এ নিয়ে কথা বললেন। উপজেলা কৃষি অফিসার তাকে মাঠ ফসলের বহুমুখীকরণ সম্পর্কে ধারণা দিলেন । গফুর মিয়া এবার তার জমিতে আখের সাথে আলুর চাষ করছেন।
ক. রিলে চাষ কী?
খ. মিশ্র ও সাথি ফসল চাষ লাভজনক কেন?
গ. গফুর মিয়ার জমিতে আখের ভালো ফলন না হওয়ার কারণ কী হতে পারে?
ঘ. গফুর মিয়ার আখের সাথে আলু চাষ করার সিদ্ধান্তটিকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?