জেএসসি: বিজ্ঞান

অধ্যায় : ৭ ॥ পৃথিবী ও মহাকর্ষ

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center
Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.

Contact : +88-01911 450 131; E-mail: aboutdynamic@gmail.com

০১। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কী বলে? 

উত্তর : মহাকর্ষ

০২। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান কীসের উপর নির্ভর করে?

উত্তর : বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর

০৩। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান কীসের উপর নির্ভর করে না?

উত্তর : এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর

০৪। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলের মান কেমন হয়?

উত্তর : বেশি হয়

০৫। বস্তুদ্বয়ের দূরত্ব বেশি হলে আকর্ষণ বলের মান কেমন হয়?

উত্তর : কম হয়

০৬। মহাকর্ষ সূত্রানুসারে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান কীসের সমানুপাতিক?

উত্তর : ভরের গুণফলের সমানুপাতিক

০৭। মহাকর্ষ সূত্রানুসারে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান কীসের ব্যস্তানুপাতিক?

উত্তর : বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের

০৮। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে?

উত্তর : এক চতুর্থাংশ

০৯। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে?

উত্তর : নয় ভাগের এক ভাগ

১০। নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল কত গুণ হবে?

উত্তর : ২ গুণ

১১। নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল তিনগুণ হলে বল কত গুণ হবে?

উত্তর : ৩ গুণ

১২। নিউটনের মহাকর্ষ সূত্রে যে ধ্রুবকটি আসে তার নাম কী?

উত্তর : মহাকর্ষ ধ্রুবক

১৩। মহাকর্ষ সূত্রটির গাণিতিক রূপ লিখ।

উত্তর : F = G m1m2 / d2

১৪। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত?

উত্তর : 6.673X10-11Nm2kg-2

১৫। ১২ কেজি ও ৫ কেজি দুটি বস্তুর ভরের গুণফল ১২০ কেজি হলে বলের কী পরিবর্তন হবে?

উত্তর : দ্বিগুণ হবে

১৬। মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর : এ দ্বারা

১৭। মহাকর্ষীয় ধ্রুবকের একক কী?

উত্তর : নিউটন মিটার ২ / কেজি ২

১৮। 1kg ভরের দুটি বস্তু 1m দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত হবে?


উত্তর : 6.673X10-11N

১৯। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : মহাকর্ষ

২০। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?

উত্তর : অভিকর্ষ

২১। পৃথিবী এবং তোমার বিজ্ঞান বই এর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষ

২২। অভিকর্ষকে এক বিশেষ ধরনের কী বলা হয়?

উত্তর : মহাকর্ষ

২৩। পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষ

২৪। একটি ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়লে তা আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কেন?

উত্তর : অভিকর্ষ বলের কারণে

২৫। গাছের ফল মাটিতে পড়ে কীসের কারণে?

উত্তর : অভিকর্ষ বলের কারণে