জেএসসি: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সৃজনশীল প্রশ্ন: (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
---------------------------------------------------------------------------------------
১.রিমার দাদা তার ছোট বেলার গল্প বলছিলেন। তখন জমিদারদের ধনসম্পদের কোনো অভাব ছিল না। রাজ্যে প্রচুর ফসল হতো। পুকুর ভরা মাছ ছিল কিন্তু জিনিসপত্র কেনার সামর্থ্য তাদের ছিল না।

ক. শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র কত সালে স্থাপিত হয়?
খ. বাংলায় নবজাগরণ কীভাবে ঘটেছিল?
গ. রিমার দাদার বর্ণিত ঘটনায় কার শাসনামলের চিত্র প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণিত পরিস্থিতির ফলে জনগণের মাঝে কী ধরনের পরিবর্তন ঘটে? বিশ্লেষণ কর।

২.
ক. সংস্কৃতি কী?
খ. ঢাকার ঐতিহ্যবাহী একটি স্থাপত্য কীর্তি ব্যাখ্যা কর।

৩.প্রবাসী জায়েদ বিন কাশিম সাহেবের আর্থিক সহায়তায় পশ্চাত্পদ নবীনপুরে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে এলাকার মানুষ শিক্ষা গ্রহণ করে সচেতন হয়ে ওঠে। শিক্ষিত যুবক অরণ্য নারীশিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সবাইকে সচেতন করতে সক্ষম হয়।

ক. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
খ. ‘ছিয়াত্তরের মন্বন্তরের’ কারণ বর্ণনা কর।
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার কোন পরিস্থিতির সাদৃশ্য আছে– ব্যাখ্যা কর।
ঘ. অরণ্যের মতো সমাজ সচেতন ব্যক্তিবর্গের ফলই ভারতের স্বাধীনতার পথ সুগম করেছে– স্বপক্ষে মতামত দাও।

৪.যুক্তরাষ্ট্র বর্তমানে অর্থনীতি ও রাজনীতিতে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। বিভিন্ন অজুহাতে তারা বেশ কয়েকটি দেশ দখল করে আছে। যুক্তরাষ্ট্রের ইরাক দখল ও সাদ্দাম হোসেনকে হটানোর মূল কারণ ছিল সেদেশের তেল সম্পদ দখল করা এবং নিজ দেশে পাচার করা। ভূ-রাজনৈতিক কারণে তারা দীর্ঘদিন ধরে আফগানিস্তানে ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। বর্তমানে বিশ্বের অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে তারা প্রভুত্ব বিস্তারের জন্য কাজ করছে।

ক. বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
খ. বাংলার পুঁজি পাচার সম্পর্কে লিখ।
গ. মার্কিনিদের আফগানিস্তান দখলের সাথে বাংলার কোন ঘটনার মিল আছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের তেল সম্পদ পাচার আর বাংলা থেকে পুঁজি পাচারের ঘটনা একই সূত্রে গাঁথা– বিশ্লেষণ কর।

৫.প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মামার সাথে ইমা ও ইরা বই মেলায় ঘুরতে যায়। বই মেলার এই বর্ণাঢ্য আয়োজন বাঙালি জাতিকে পুরো একটি মাস ভাষাপ্রেমী করে রাখে। এছাড়াও পুরো বছর জুড়ে বিভিন্ন সংগঠনের থাকে নানামুখী কর্মকান্ড। ইমা ও ইরা ওই সকল প্রতিষ্ঠানের আকর্ষণীয় অনুষ্ঠানেও যায় মামার হাত ধরে ।

ক. বাংলা ভাষার ঐতিহ্য রক্ষায় কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে?
খ. বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে ড. মুহম্মদ শহীদুল্লাহর অবদান ব্যাখ্যা কর।
গ. ইমা ও ইরার দেখা প্রতিষ্ঠানটির পটভূমি কী? এ প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাখ্যা কর।
ঘ. ইমা ও ইরা উক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য যে সকল প্রতিষ্ঠানের আয়োজন দেখতে যায় তাদের কার্যক্রম আলোচনা করো।

৬.তুলি আব্বু আম্মুর সাথে আহসান মঞ্জিল ও জাতীয় জাদুঘর ঘুরে দেখেছে। এর ফলে তার সামনে কয়েকশত বছরের ইতিহাস উম্মেচিত হয়েছে। আব্বু তাকে বলেছেন, তুমি যে নিদর্শনগুলো দেখলে তা ইতিহাসের অন্যতম উপাদান। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ নিদর্শনগুলো রয়েছে। এসব নিদর্শনগুলো দেখলে তোমার মাঝে জাতীয় ঐতিহ্যবোধ ও সচেতনতাবোধ জাগ্রত হবে।

ক. প্রত্ন শব্দের অর্থ কী?
খ. বাহাদুর শাহ পার্কের নামকরণের কারণ উল্লেখ করো।
গ. তুলি ইতিহাসের কোন উপাদানটি দেখেছে? মানজীবনে এই উপাদানের অবদান কতটুকু ব্যাখ্যা কর।
ঘ. তুলির আব্বু ঢাকা শহরের আর কোন নিদর্শনগুলোর কথা বলেছেন? আলোচনা করো।

৭.সামান্তা ও তার কয়েকজন বান্ধবী মিলে পাহাড়পুরের সোমপুর বিহারে বেড়াতে গিয়েছিল। সেখানে তারা ঘুরে ঘুরে প্রাচীন বাংলার নানা ঐতিহ্য দেখেছে। তারা লক্ষ করল পোড়ামাটির কাজ এখানে খুব বেশি। বিভিন্ন রকম পুতুল আর দেয়াল চিত্র তাদের ভীষণভাবে মুগ্ধ করেছে।

ক. বাঙালির প্রথম সাহিত্য নিদর্শনের নাম কী?
খ. পোড়ামাটির কাজ কাকে বলে? ব্যাখ্যা কর।
গ. সামান্তা ও তার বান্ধবীদের সোমপুর বিহারে দেখা দ্রব্যগুলো বাঙালির কোন ঐতিহ্যবাহী শিল্পের অংশ বিশেষ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শিল্পের সাথে বাঙালির সাহিত্য-শিল্পের কী কোনো পার্থক্য রয়েছে? বিশ্লেষণ কর।

৮.জব্বার সাহেব ও আতিক সাহেবের মাঝে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে কোন্দল অনেক পুরোনো। জব্বার সাহেবের মৃত্যুর পর তার ছেলে সজল পারিবারিক ব্যবসার হাল ধরে। অল্প বয়স্ক সজল আতিক সাহেবের সাথে পেরে ওঠেনি। পাশাপাশি ছিল ভাইদের মাঝে সম্পত্তি বণ্টনের ঝামেলা। ফলে সজলের পৈতৃক সম্পত্তির বেশি ভাগ আতিক সাহেব দখলে নিয়ে নেয়।

ক. ওয়েস্টফালিয়ার চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
খ. বাংলায় বিদেশিদের বিনিয়োগ ও ব্যবসা সম্পর্কে লিখ।
গ. সজলের সাথে বাংলার কোন শাসকের মিল রয়েছে? তার পরিণতি ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকের ঘটনা বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ও প্রেক্ষাপট তুলে ধরে’- মন্তব্যটি বিশ্লেষণ করো।

৯.১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর হতে বর্তমানে ইরাকে একটি পুতুল সরকার বিরাজ করছে। সম্পূর্ণ দেশটি চালাচ্ছে আমেরিকা কারণ তারা ইরাকের তেল সম্পদকে লুটপাট করার জন্যেই সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়েছে এবং তাকে হত্যা করেছে। ইরাকের তেলের খনি দখল ও মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার এবং কৌশল হিসেবে ইরাক দখল করেছিল।

ক. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল?
খ. ১৮৫৭ সালের বিদ্রোহ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইরাকের পুতুল সরকারের সাথে ইংরেজদের প্রতিষ্ঠিত সরকারের তুলনা করো।
ঘ. নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বাংলা, বিহার ও উড়িষ্যার ভাগ্যে কী ঘটে? বিশ্লেষণ করো।