তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশ্নোত্তর


কম্পিউটার তথ্যপ্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্নোত্তর
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center
Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com


1) কিলোবাইটে কত বাইট? Ans:- ১০২৪ বাইট
2) বাইটে বিটের সংখ্যা কত? Ans:-

3) ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-

4) ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়

5) ARPANET এর পূর্ণরুপ কী? Ans:- Advanced Research Projects Administration Network.

6) B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু করেন? Ans:- ১৯৯২ সালে

7) Bandwith বলতে কী বুঝায়? Ans:- বিট পার সেকেন্ড Bit per second (bps)

8) BCD কোডে বিটের সংখ্যা কয়টি? Ans:- ৪টি

9) BCD শব্দের পূর্ণরুপ কী? Ans:- Binary Coded Decimal.

10) Biometrics এর অর্থ কী? Ans:- গ্রীক শব্দ Bio অর্থ জীবন, Metric অর্থ পরিমাপ

11) BIOS কী? Ans:- Basic Input Output System.

12) CIH ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যপী কবে বিপর্যয় সৃষ্টি করে? Ans:- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে

13) CIH ভাইরাস কে তৈরি করেন? Ans:- তাইওয়ানের নাগরিক Chen-Ing-Hau

14) Cookie কী? Ans:- Internet Information File

15) CPU এর পূর্ণরূপ কী? Ans:- Center Processing Unit

16) Data Transmission speed কে কী বলা হয়? Ans:- Bandwith/ Band speed.

17) Database Management System কে সংক্ষেপে কী বলা হয়? Ans:- DBMS

18) DNS এর পূর্ণরুপ কী? Ans:- Domain Name Services

19) DOEL ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী? Ans:- টেসিস

20) E-mail এর পূর্ণরুপ কী? Ans:- Electronic Mail

21) Email কবে আবিষ্কৃত হয়1971 সালে

22) ENIAC এর পূর্ণরুপ কী? Ans:- Electronic Numerical Integrator and Computer.

23) Facebook কত সালে প্রতিষ্ঠিত হয়? Ans:- ২০০৪ সালে

24) Google Chrome কী? Ans:- একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার

25) Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে

26) Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে

27) HTML এর পূর্ণরূপ কী? Ans:- Hyper Text Markup Language.

28) http এর পূর্ণরুপ কী? Ans:- Hyper Text Transfer Protocol.

29) IBM এর পূর্ণরুপ কোনটি? Ans:- International Business Machine Co

30) IBM কম্পিউটার প্রথম বাজারে ছাড়ে কবে? Ans:- ১৯৮১ সালে

31) IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটালকম্পিউটার Ans:- IBM system 360

32) Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে

33) IPOS Cycle- কী কী থাকে? Ans:- ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ

34) ISP এর পূর্ণরুপ কী? Ans:- Internet Service Provider বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্টান

35) LAN, MAN এবং WAN এর পার্থক্য কী? Ans:- আওতাধীন দূরত্ব

36) LANএর পূর্ণরুপ কী? Ans:- Local Area Network.

37) LEDএর পূর্ণরূপ কী? Ans:- Light Emitting Unit

38) Non-volatile মেমোরি কোনটি? Ans:- ROM.

39) Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে? Ans:- Lawrence J. Elison

40) PC এর পূর্নরুপ কী? Ans:- Personal Computer.

41) Plotter কোন ধরনের ডিভাইস? Ans:- আউটপুট

42) SMTP এর পূর্ণরুপ কী? Ans:- Simple Mail Transfer Protocol

43) System softwareথাকে Start up disc G

44) Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে

45) Unicode কী? Ans:- Unicode মূলত বাইট বা ১৬ বিটের কোড

46) UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? Ans:- বেল ল্যাব

47) URLএর পূর্ণরুপ কী? Ans:- Uniform Resource Locator.

48) USB এর পূর্ণরূপ কী? Ans:- Universal Serial Bus

49) VDU এর পূর্ণরুপ কী? Ans:- Visual Display Unit.

50) VIRUS শব্দের পূর্ণরুপ কী? Ans:- Vital Information Resources Under Size.

51) WAN এর পূর্ণরুপ কী? Ans:- Wide Area Network.

52) Web Page থেকে কোন কিছু খোঁজাকে কী বলে? Ans:- সার্চ

53) Wi-Fi কোন স্টান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? Ans:- IEEE802.11

54) Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে

55) অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);

56) অপটিকাল ফাইবারে কয়টি অংশ ? Ans:- ৩টি কোন, ক্লাডিং এবং জ্যাকেট

57) অবৈধভা েযারা হ্যাকিং করে তাদের বলা হয় Ans:- ক্রেকার

58) অাধুনিক কম্পিউটারের জনককে Ans:- জন ভন নিউম্যান

59) অ্যাকসেন্ট মেমোরী কী? Ans:- মেমোরী চিপ

60) অ্যাণ্ড্রয়েডের নতুন সংস্করণ Ans:- - marshmallow

61) অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত কত সালে? Ans:- ২০০৮ সালে অক্টোবরে

62) অ্যান্ড্র্রয়েড উদ্ভাবন করে প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহৃত ফোন কোনটি? Ans:- ওপেন হ্যান্ডস্যাড অ্যালিয়ান্স HTC Dream যা T-Mobile নামে পরিচিত

63) অ্যাপল কত সালে প্রথম আইফোন অবমুক্ত করে ? Ans:- - ২০০৭সালে

64) অ্যাপেল কোম্পানী প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে? Ans:- ১৯৭৬ সালে

65) অ্যাবাকাস কী? Ans:- এক প্রকার প্রাচীন গণনা যন্ত্র

66) আইসি প্রথম কোন কম্পিউটারে ব্যবহৃত হয়? Ans:- তৃতীয় প্রজম্মের কম্পিউটারে

67) আধুনিক কম্পিউটারের জনক Ans:- জন ভন নিউম্যান

68) কম্পিউটারের জনক কে? Ans:- চার্লস ব্যবেজ

69) আধুনিক কম্পিউটারের সূত্রপাত ঘটে কত সালে? Ans:- ১৯৫০ সালে

70) আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;

71) ইউনিকোডে অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং প্রকাশ করা হয় কিভাবে? Ans:- ২১৬ বা ৬৫৫৩৬

72) ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ অধিক কমান্ড ব্যবহার করতে হয়;

73) ইনটিগ্রেটেড সার্কট ( IC ) কে আবিষ্কার করেন? Ans:- জ্যাক কেলবি রবার্ট নয়েস

74) ইনটেল প্যারাগন কী? Ans:- একটি পঞ্চম স্তরের কম্পিউটার

75) ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একককে কী বলে? Ans:- ডেটা

76) ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়? Ans:- নেটিজেন

77) ইন্টারনেটের জনক কে? Ans:- ভিনটর গ্রে কার্ফ

78) ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;

79) ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;

80) ইন্স্টাগ্রাম কে উদ্ভাবন করেন? Ans:- কেভিন সিস্ট্রম মাইক ক্রিঞ্জার

81) উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে? Ans:- জুলিয়ান অ্যাসাঞ্জ

82) উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তর করে কোনটি? Ans:- Interpreter Compiler.

83) উপাত্ত গ্রহণ নির্গমণ বাসের নাম ডেটাবেস;

84) একটি স্প্রেডশীট সফটওয়ার কী? Ans:- এমএস এক্সেল

85) এনকোডার কী? Ans:- ডিজিটাল সার্কিট

86) এন্ড্রয়েব ব্যবহৃত প্রথম ফোন কোনটি? Ans:- HTC Dream (T-Mobile G)

87) ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক কে? Ans:- টিম বার্নস লি

88) ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কী করা যায়? Ans:- দ্রুত তথ্য প্রেরণ করা যায়

89) ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;

90) ওরাকল কী? Ans:- এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম

91) কমপাইলারের কাজ কী? Ans:- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা

92) কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- . স্টিবিজ;

93) কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে কোন অপরাধ করাকে কী বলে? Ans:- সাইবার অপরাধ

94) কম্পিউটার কী? Ans:- একটি হিসাবকারী যন্ত্র

95) কম্পিউটার কে অাবিষ্কার করেন? Ans:- হাওয়ার্ড এইকিন

96) কম্পিউটার কোন কাজের জন্য বেশি উপযোগী? Ans:- পূনরাবৃত্তিমূলক কাজের জন্য

97) কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে

98) কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে Ans:- ১০২৪ x ১০২৪ বাইট

99) কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অংশ কী? Ans:- হার্ডওয়্যার সফটওয়্যার

100) কম্পিউটার পোর্ট কী? Ans:- এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ