জেএসসি: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Posted By:

Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com


বাংলা বহুনির্বাচনী * বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল মডেল টেস্ট


১। লেখক কেন দেওঘরে এসেছিলেন?
ক. বায়ু পরিবর্তনের জন্য খ. গল্প লেখার জন্য
গ. তীর্থ ভ্রমণের জন্য ঘ. সুচিকিৎসার জন্য
২। মানুষকে দিয়ে কাজ করানোর জন্য কোনটি প্রয়োজন?
ক. তার কর্মপন্থা ঠিক করে দেয়া
খ. তার ভাব জগতে আলোড়ন সৃষ্টি করা
গ. তার মৌলিক চাহিদা পূরণ করা
ঘ. তার সকল চাহিদা পূরণ করা
৩। মিটিংয়ের প্রথম ও শেষ প্রস্তাব কী ছিল?
ক. বাক্সটি ভাঙতেই হবে খ. বাক্সটি ফেলে দিতে হবে
গ. বাক্সটি ফেরত দিতেই হবে
ঘ. বাক্সটি যেখানে ছিল সেখানে রেখে আসতে হবে
৪। ‘তৈলচিত্রের ভূত’ গল্প পাঠে শিক্ষার্থীদের মধ্যে কোনটি বিকশিত হবে?
ক. বিবেচনাবোধ খ. শ্রদ্ধাবোধ গ. শিল্পবোধ ঘ. বিজ্ঞানমনস্কতা
৫। ন্যাশনাল অ্যাসেম্বলি বলতে কী বোঝ?
ক. জাতীয় পরিষদ খ. গণপরিষদ
গ. সচিবালয় ঘ. জাতীয় সংসদ
৬। আদিবাসী মেয়েদের পরিধেয় কাপড়ের নকশা, রং ও বুনন কৌশল নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয় কেন?
ক. বাজারে ভালো চলে বলে খ. নিজ হাতে বোনে বলে
গ. পছন্দের বলে ঘ. দাম কম বলে
উদ্দীপকটি পড়ে ৭ নং প্রশ্নের উত্তর দাও
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
৭। উদ্দীপকের কোন ভাবটি ‘সুখী মানুষ’ নাটকে প্রকাশিত হয়েছে?
ক. অন্যায়কারী স্রষ্টার বর পায় বলে
খ. অন্যায়কারী ও প্রশ্রয়দাতা সমান অপরাধী
গ. অনৈতিক পথ বর্জন করা উচিত
ঘ. অনৈতিক পথে শান্তি পাওয়া যায়
৮। ‘মংড়ুর পথে’ ভ্রমণকাহিনী অবলম্বনে মহিলাদের সম্পর্কে কী বলা যায়?
ক. গৃহবন্দি খ. নির্যাতিত গ. অসহায় ঘ. চিরস্বাধীন
উদ্দীপকটি পড়ে ৯ নং প্রশ্নের উত্তর দাও
ওকি চণ্ডাল! নহে ও ঘৃণ্য জীব
হতে পারে হরিশচন্দ্র, ঐ শ্মশানের শিব।
৯। ‘মানবধর্ম’ কবিতার কোন ভাবটি এখানে প্রকাশ পেয়েছে?
ক. জাতের সমতা খ. জাতের বিভেদ গ. বংশগৌরব ঘ. ধর্মের ভিন্নতা
১০। কবি মধুসূদনের মতে পৃথিবীতে কে ধন্য?
ক. যাকে মানুষ শ্রদ্ধা করে খ. যাকে মানুষ ভোলে না
গ. যাকে মানুষ ঘৃণা করে না
ঘ. যাকে মানুষ বরণ করে নেয়
১১। ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কোনটি?
ক. বাগানবিলাস খ. ধনীদের সাধুতা গ. ধনীদের সম্পদলিপ্সা ঘ. গরিবের দারিদ্র্য
১২। আমাদের প্রাণ সবসময় কাঁদলেও কেন আঁখি শুষ্ক রাখি?
ক. ছোট না হওয়ার জন্য
খ. আবেগ লুকিয়ে রাখার জন্য
গ. সমালোচনা না শোনার জন্য
ঘ. দুর্বলতা প্রকাশ না করার জন্য
১৩। বসন্তের বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. দক্ষিণ খ. পশ্চিম গ. উত্তর ঘ. পূর্ব
১৪। পলাশীর যুদ্ধে জয়ী হয়ে ইংরেজরা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। পলাশীর যুদ্ধের সঙ্গে নিচের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে?
ক. খানুয়ার যুদ্ধের খ. পাণিপথের যুদ্ধের
গ. খন্দকের যুদ্ধের ঘ. খয়বরের যুদ্ধের
১৫। নারীর প্রতি সহানুভূতিশীল হতে হবে কেন?
ক. নারী সন্তানের জন্মদাত্রী বলে
খ. নারীর স্বাবলম্বী হওয়ার প্রয়োজন বলে
গ. নারীর অবদান পুরুষের চেয়ে কম নয় বলে
ঘ. অসংখ্য নারী অবহেলিত আছে বলে
১৬। খুলনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
ক. ধলেশ্বরী খ. পদ্মা গ. তুরাগ ঘ. রূপসা
১৭। ‘জগদ্দল পাথর’- বাগ্ধারাটির অর্থ কী?
ক. গুরুভার খ. নির্মম গ. বিশৃঙ্খলা ঘ. সুচতুর ব্যক্তি
১৮। মাতৃভাষার বিবেচনায় যারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?
ক. তৃতীয় খ. চতুর্থ গ. সপ্তম ঘ. অষ্টম
১৯। শব্দের মৌলিক একক কোনটি?
ক. ব্যঞ্জনবর্ণ খ. স্বরবর্ণ গ. বর্ণ ঘ. ধ্বনি
২০। শব্দের প্রাণ কী?
ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর ঘ. অর্থ
২১। গঠনের বৈচিত্র্যের দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
২২। ‘ন’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. জিহ্বামূল খ. তালু গ. কণ্ঠ ঘ. ওষ্ঠ
২৩। যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?
ক. সমাসের খ. প্রত্যয়ের গ. সন্ধির ঘ. বচনের
২৪। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে কী বলে?
ক. সাধিত শব্দ খ. শব্দদ্বৈত গ. অনুকার শব্দ ঘ. ধ্বন্যাত্মক শব্দ
২৫। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
খ. বাক্য সংকোচনের জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্য অলঙ্কৃত করার জন্য
২৬। সন্ধির নিয়মানুসারে ট্-এর পর স্বরধ্বনি থাকলে ট্-স্থানে কী হয়?
ক. গ্ খ. ড্ গ. ট ঘ. ঠ্
২৭। কোন ধরনের ধাতুর সঙ্গে প্রত্যয়যোগে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ গঠিত হয়?
ক. প্রযোজক খ. ধন্যাত্মক
গ. সংস্কৃতমূল ঘ. যৌগিক
২৮। “আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম”- এটি কোন কালের বাক্য?
ক. পুরাঘটিত বর্তমান খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত
২৯। ভিন্ন শব্দ দিয়ে লিঙ্গান্তর করতে হয় কোনটি?
ক. গোলাম, বাদশা খ. বর, নাগ
গ. দেবর, নদ ঘ. সাহেব সরল
৩০। বানান জানা জরুরি কেন?
ক. শুদ্ধভাবে কথা বলতে খ. ভাষা শুদ্ধরূপে লিখতে
গ. ভাষা শিক্ষার জন্য ঘ. বেশি নম্বর পেতে
উত্তর : ১ক, ২খ, ৩গ, ৪ঘ, ৫ক, ৬খ, ৭গ, ৮ঘ, ৯ক, ১০খ, ১১গ, ১২ঘ, ১৩ত, ১৪খ, ১৫গ, ১৬ঘ, ১৭ক, ১৮খ, ১৯গ, ২০ঘ, ২১ক, ২২খ, ২৩গ, ২৪ঘ, ২৫ক, ২৬খ, ২৭গ, ২৮ঘ, ২৯ক, ৩০খ।