জেএসসি : বিজ্ঞান মডেল (সৃজনশীল)


জেএসসি : বিজ্ঞান মডেল (সৃজনশীল)

Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
---------------------------------------------------------------------------------------



১) ক) শ্রেণিবিন্যাস কাকে বলে?
খ) ক্যারোলাসলিনিয়াস কে শ্রেণি বিন্যাসের জনক বলা হয় কেন?
গ) শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা বর্ণনা কর ।

২) A কোষ বিভাজন হলো প্রত্যক্ষ কোষ বিভাজন। B কোষ বিভাজন জীবের জাইগোটে ঘটে।

ক) ডিপ্লয়েড কাকে বলে?
খ) মেন্ডেল কে জিনতত্বের জনক বলা হয়।
গ) A কোষ বিভাজনের বিভিন্ন ধাপ বর্ণনা কর।
ঘ) B  কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা কর।

৩) মিনি সকাল বেলা নামাজ পড়ার ঘরে ধুপ জ্বালে। আবার সেমাই রান্নার সময় কিসমিসের দানার আকারের পরিবর্তন দেখলো । পরে মিনি তার বাবার কাছ থেকে কারণ জানলো।

ক) প্রস্বেদন কাকে বলে?
খ) প্রস্বেদন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া- ব্যাখ্যা কর।
গ) মিনির বাসার ধুপ জ্বালোনোর ঘটনাটি বর্ণনা কর।
ঘ) মিনির বাসার সেমাই রান্নার সময় কিসমিসের দানার আকারের পরিবর্তন হয়-ঘটনাটি উদ্ভিদের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ তা বর্ণনা কর।

৪) নুপুর তার বাগানের পেয়ারা গাছের ডাল কেটে পেয়ারা গাছ তৈরি করবে। স্কুলে যাওয়ার সময় সে একটি পরিত্যক্ত বিল্ডিং এ অন্য একটি পেয়ারা গাছ দেখলো।

ক) পরাগায়ন কাকে বলে?
খ) জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত - ব্যাখ্যা কর।
গ) নুপুর তার বাগানের পেয়ারা গাছের ডাল কেটে পেয়ারা গাছ তৈরি কিভাবে করবে তা বর্ণনা কর।
ঘ) বাগান না পরিত্যক্ত বিল্ডিং এর পেয়ারা গাছের ফলন বেশী হবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

৫) আমাদের পরিবেশ বড়ই বিচিত্র। আর এ পরিবেশে থাকে ফাইটোপ্লাাংটন, জুয়োপ্লাংটন,ব্যাঙ, বাঘ, হরিণ, পাখী,মানুষ। এরা এ পরিবেশ থেকে পারস্পারিক নির্ভশীলতার মাধ্যমে তাদের খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। এভাবে একটা এলাকায় স্থলজ ও জলজ বাস্তুতন্ত্র গড়ে উঠে।

ক) খাদ্যজাল কাকে বলে?
খ) বাস্তু তন্ত্র বলতে কি বুঝ?
গ) একটি পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও।
ঘ) স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর

৬) Xএমনএকটি মৌল যার পারমানবিক সংখ্যা 8 । Xএর ৩টি আইসোটোপ আছে।

ক) আইসোটোপ কাকে বলে ?
খ)পরমাণু তড়িত্ নিরপেক্ষ কেন?
গ) আইসোটোপ গুলির প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বের কর?
ঘ) আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা কর।

৭) 100g ও 500g ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠে রাখা হলো। আবার বস্তু গুলিকে মেরু ও বিষুবীয় অঞ্চলে নেয়া হলো।

ক) মহাকর্ষ কাকে বলে?
খ) ওজনহীনতা বলতে কি বুঝ?
গ) 100g ও500g ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠে ওজন কত?
ঘ) বস্তু গুলিকে মেরু ও বিষুবীয় অঞ্চলে নেয়া হলে ওজনের পার্থক্য হয়-ব্যাখ্যা কর ।

৮) মুক্তা 12V ব্যাটারীর সাহায্যে একটি তারের ভেতর দিয়ে 0.1A বিদ্যুত্ প্রবাহিত করলো এবং এটি10A িফউজের সাথে সংযুক্ত আছে।

ক) ওহমের সূত্রটি লিখ?
খ) 10A ফিউজ বলতে কি বুঝ?
গ) উদ্দীপকের তারটির রোধ কত?

ঘ) তারটি 220Vএর সাথে সংযুক্ত করলে ফিউজ অক্ষত থাকবে কিনা ,তার গাণিতিক ব্যাখ্যা দাও।

৯) H2SO4+ Ca(OH)2= - +-
ক) রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
খ) SO4 একটি মূলক কেন?
গ) বিক্রিয়াটিপূর্ণ করে ব্যাখ্যা দাও।
ঘ) প্রাত্যহিক জীবনে বিক্রিয়াটির ব্যবহার বর্ণনা কর।

১০) ( a) NaOH ( b) CH3COOH

C) NaOH D) CH3COOH

ক) লবণ কাকে বলে?
খ) সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়- ব্যাখ্যা কর
গ) ( a) ও ( b) এর বিক্রিয়ায় উত্পন্ন যৌগটি এক প্রকার লবণ হবে- পরীক্ষা দ্বারা প্রমাণ কর।
ঘ) ( a) ও ( b) এর কোনটির সাথে CO2 এর বিক্রিয়া সম্ভব- তা ব্যাখ্যা কর

১১) ক) গ্যালাক্সি কাকে বলে?
খ) বিগ ব্যাঙ বলতে কি বুঝ?
গ) মহাবিশ্বের গঠন বর্ণনা কর।
ঘ) ঊদ্দীপকের মহাকাশ যানটির ব্যবহার বর্ণনা কর।