এসএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল টেস্ট
নমুনা প্রশ্ন
রচনামূলক অংশ- মান ৬০
১। যেকোনো একটি অনুচ্ছেদ লেখো : ৫
ক. বিশ্বায়ন
খ. ডিজিটাল বাংলাদেশ
২। ক.
দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি
আবেদনপত্র
লেখো।
অথবা,
খ. দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের যে কষ্ট হচ্ছে, তা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী
একখানা
পত্র লেখো।
৩। ক. সারাংশ লেখো : ১০
অপরের জন্য তুমি প্রাণ দাও আমি বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ
তুমি দূর করো। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো। পথের
অসহায় মানুষটির দিকে একটু করুণ কটাক্ষ নিক্ষেপ করো। তাহলেই অনেক হবে। চরিত্রবান
মনুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন। পরের দুঃখ ঢেকে রাখতে
গৌরব বোধ করেন। অথবা;
খ. সারমর্ম লেখো :
‘বসুমতী, কেন তুমি এতই কৃপণা?
কত খোঁড়াখুঁড়ি করি, পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?’
শুনিয়া ইষৎ হাসি কন বসুমতী,
‘আমার গৌরব তাতে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে।’
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ লেখো। ১০
৫। ক.
নানান দেশের নানান ভাষা, মিটে কি আশা
বিনে
স্বদেশি ভাষা, মিটে কি আশা?
খ. কীর্তিমানের মৃত্যু নেই।
৬। ক. তোমার
বিদ্যালয়ে ‘বাংলা নববর্ষ’ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের
ওপর একটি প্রতিবেদন তৈরি করো।১০
অথবা
খ. ‘সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার’ শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।
৭। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ২০
ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
খ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান
গ. বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার।