এসএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL
& BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D
Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati
More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic
Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad,
P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911
450 131; E-mail:aboutdynamic@gmail.com
---------------------------------------------------------------------------------------
এসএসসি
মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র
১। ‘আমি পাহাড়ি ঝরনা, রুম ঝুম ঝুম নূপুর বাজাই,
নেচে নেচে তালে তালে পাহাড়ি গান গেয়ে যাই।
পাহাড়িয়া দেশে দেশে আমি হেসে হেসে ভালোবেসে। ’—এই উদ্দীপকের ভাব নিচের কোন চরণে ফুটে উঠেছে?
(ক) চপল পায়, কেবল ধাই
(খ) ধাই লীলায়, খিলখিলাই
(গ) শঙ্কা নাই, সমান যাই
(ঘ) দুল দোলাই, মন ভোলাই
২। ‘শত্রু সেনারা হত্যার অভিযানে, মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে’—এই কবিতাংশের ভাবের প্রতিফলন ঘটেছে নিচের কোন কবিতার চরণে?
(ক) তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের ওপর
(খ) অ, আ, ক, খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন।
(গ) আর রাইফেল কাঁধে বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে।
(ঘ) আমি তো এসেছি কৈবর্ত্যের বিদ্রোহী গ্রাম থেকে।
৩। গ্রেনেড উঠেছে হাতে-কবিতার হাতে রাইফেল-এর আগের চরণ কোনটি?
(ক) ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে
(খ) এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে
(গ) যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি
(ঘ) ভাইবোন কে ঘুমায়? জাগে, নীলকমলেরা জাগে
৪। ‘অন্ধ বধূ’ কবিতার বধূটি তার স্বামীর বোনকে কী বলে সম্বোধন করেনি?
(ক) দিদি (খ) ঠাকুর ঝি
(গ) বোন (ঘ) দিদিভাই
৫। ভারতচন্দ্র রায় গুণাকর নবদ্বীপের কোন রাজার সভাকবি ছিলেন?
(ক) রাজা কৃষ্ণ রায়ের (খ) কৃষ্ণচন্দ্র রায়ের
(গ) রাজচন্দ্র রায়ের (ঘ) রাজনারায়ণ চন্দ্রের
৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্টকের চরণ কোনটি?
(ক) শোনে মায়া-মন্ত্রধ্বনি তব কলকলে
(খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ— দলে
(গ) প্রজারূপে রাজরূপে সাগরেরে দিতে
(ঘ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
৭। কোনটি আমাদের জীবনের উদ্দেশ্য নয়?
(ক) সংসারে সংসারী সাজা
(খ)
ভবের উন্নতি করা
(গ) জীবাত্মাকে অনিত্য করা
(গ) জীবাত্মাকে অনিত্য করা
(ঘ)
সুখের আশা করা
৮। ‘বনের পাখিরে, কে চিনে রাখে গান হলে অবসান’—উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে?
(ক) সেই দিন এই মাঠ (খ) প্রাণ
(গ) জীবন-সংগীত (ঘ) ঝরনার গান
৯। ‘মানুষ’ কবিতায় কেন গজনি মামুদকে আহ্বান জানানো হয়েছে?
(ক) ইতিহাসকে নতুন করে লেখার জন্য
(খ) ইতিহাস প্রসিদ্ধ বীর হিসেবে
(গ) উপাসনালয়ের ভণ্ড দুয়ারীদের ধ্বংস করার জন্য
(ঘ) উপাসনালয়ের দায়িত্বভার ভালো মানুষদের হাতে সমর্পণের জন্য
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর
পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর।
১০। উদ্দীপকে ‘পল্লী জননী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) সন্তানের মুমূর্ষু অবস্থা (খ) আরোগ্য লাভের আকুতি
(গ) রোগ মুক্তির লক্ষণ (ঘ) অকৃত্রিম মাতৃস্নেহ
১১। উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে?
(ক) পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত
(খ) নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান
(গ) শিয়রে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু
(ঘ) রুগ্ণ ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা
১২। ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল’—
উদ্ধৃত চরণটির সঙ্গে ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণের ভাবের মিল আছে?
(ক) আমি তো এসেছি ‘কমলার দীঘি’, ‘মহুয়ার পালা’ থেকে।
(খ) আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে
(গ) এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে
(ঘ) এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে
উদ্দীপক দুটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
(ক) শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ
করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ।
(খ) একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে।
১৩। উদ্দীপকের সঙ্গে ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধের চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?
(ক) ধৈর্যশীলতা (খ) অনাড়ম্বরতা
(গ) দারিদ্র্য (ঘ) মিতব্যয়িতা
১৪। উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে মহানবী (সা.)—
i) স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট পরিধান করেছিলেন
ii) মক্কাবাসীদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন
iii) নিঃস্ব কাঙালের বেশে মৃত্যুর দেশে চলে গিয়েছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii
(গ) iii (ঘ) i ও iii
১৫। কাজী নজরুল ইসলাম কেন বোধন বাঁশিতে সুর দেওয়ার কথা বলেছেন?
(ক) মধ্যবিত্ত সম্প্রদায়কে জাগানোর জন্য
(খ) ছয় আনা শক্তিকে জাগানোর জন্য
(গ) উচ্চবিত্ত সম্প্রদায়ের চোখের ঠুলি খুলে দেওয়ার জন্য
(ঘ) ছোটলোক সম্প্রদায়কে জাগানোর জন্য
১৬। ‘দেনা পাওনা’ গল্পে কোনটির মধ্য দিয়ে শেষ হয় আমাদের সমাজের ভয়াবহ ব্যাধির
কাহিনী?
(ক) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
(খ) নিরুপমার আত্মবিসর্জনের মধ্য দিয়ে
(গ) নিরুপমার স্বামীর পিতৃদেবের অবাধ্য হওয়ার মধ্য দিয়ে
(ঘ) ধুমধাম করে নিরুপমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের মধ্য দিয়ে
১৭। সাত কোটি সন্তানের, হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি।
উপর্যুক্ত পঙিক্তদ্বয়ের সঙ্গে মিল পাওয়া যায় কোন রচনায়?
(ক) বই পড়া (খ) শিক্ষা ও মনুষ্যত্ব
(গ) উপেক্ষিত শক্তির উদ্বোধন (ঘ) নিরীহ বাঙালি
১৮। সম্রাট বাবর নগর পরিভ্রমণে গিয়ে মত্ত হাতির কবল থেকে এক মেথর শিশুকে নিজের প্রাণ বিপন্ন করে উদ্ধার করেন। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা বিস্মিত হয়ে জানতে চায়—কেন সম্রাট এক মেথর শিশুকে উদ্ধার করতে গিয়ে তাকে ছুঁয়ে নিজের শুচিতা নষ্ট
করলেন। উদ্দীপকের সম্রাট বাবরের সঙ্গে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য
রয়েছে?
(ক) অধর রায়
(খ) রসিক দুলে
(গ) কাঙালি
(ঘ) ঠাকুরদাস মুখুজ্যে
১৯। ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে?
(ক) ধর্মের পার্থক্য (খ) পরিবারের ভিন্নতা
(গ) আত্মগরিমা (ঘ) জাত্যাভিমান
২০। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের শিক্ষণীয় দিক হলো—
(ক) সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ (খ) নবপ্রাণের সূচনা করা
(গ) ঐক্যবোধ জাগ্রত করা (ঘ) অসাম্প্রদায়িক চেতনা
২১। ‘আম-আঁঁটির ভেঁপু’ গল্পের অপু প্রসঙ্গে সর্বজয়ার বক্তব্যে কোনটি সুস্পষ্ট হয়ে ওঠে?
(ক) ভীরুতা (খ) অসহায়ত্ব
(গ) দারিদ্র্য (ঘ) চঞ্চলতা
২২। সাহিত্যের শাখা-প্রশাখার মধ্যে অন্যতম কোনটি?
(ক) গল্প (খ) উপন্যাস
(গ) নাটক (ঘ) প্রবন্ধ
২৩। ‘যারা হাজারখানা ল-রিপোর্ট কিনেন, তাঁরা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন’—এ উক্তিটিতে বোঝা যায় পেশাদার শিক্ষিতরা—
i) সংকীর্ণমনা ii) সাহিত্যবিমুখ
iii) বৈষয়িক বুদ্ধি তাড়িত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) ii (ঘ) iii
২৪। ‘আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল’ —মমতাদি কেন এমনটি করলেন?
(ক) নিজের দুঃখ-কষ্ট লুকাতে
(খ) বাসায় কোনো জরুরি কাজ পড়ে যাওয়াতে
(গ) অনাবশ্যক ঘনিষ্ঠতা এড়াতে
(ঘ) ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় রাখতে
২৫। ক্ষেত্রবিশেষে পার্থক্য থাকলেও নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?
(ক) পাঁচটি (খ) চারটি
(গ) তিনটি (ঘ) দুইটি
২৬। কার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে ‘বহিপীর’ নাটকটি গড়ে উঠেছে?
(ক) হাশেমের
৮। ‘বনের পাখিরে, কে চিনে রাখে গান হলে অবসান’—উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে?
(ক) সেই দিন এই মাঠ (খ) প্রাণ
(গ) জীবন-সংগীত (ঘ) ঝরনার গান
৯। ‘মানুষ’ কবিতায় কেন গজনি মামুদকে আহ্বান জানানো হয়েছে?
(ক) ইতিহাসকে নতুন করে লেখার জন্য
(খ) ইতিহাস প্রসিদ্ধ বীর হিসেবে
(গ) উপাসনালয়ের ভণ্ড দুয়ারীদের ধ্বংস করার জন্য
(ঘ) উপাসনালয়ের দায়িত্বভার ভালো মানুষদের হাতে সমর্পণের জন্য
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর
পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর।
১০। উদ্দীপকে ‘পল্লী জননী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) সন্তানের মুমূর্ষু অবস্থা (খ) আরোগ্য লাভের আকুতি
(গ) রোগ মুক্তির লক্ষণ (ঘ) অকৃত্রিম মাতৃস্নেহ
১১। উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে?
(ক) পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত
(খ) নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান
(গ) শিয়রে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু
(ঘ) রুগ্ণ ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা
১২। ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল’—
উদ্ধৃত চরণটির সঙ্গে ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণের ভাবের মিল আছে?
(ক) আমি তো এসেছি ‘কমলার দীঘি’, ‘মহুয়ার পালা’ থেকে।
(খ) আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে
(গ) এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে
(ঘ) এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে
উদ্দীপক দুটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
(ক) শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ
করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ।
(খ) একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে।
১৩। উদ্দীপকের সঙ্গে ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধের চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?
(ক) ধৈর্যশীলতা (খ) অনাড়ম্বরতা
(গ) দারিদ্র্য (ঘ) মিতব্যয়িতা
১৪। উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে মহানবী (সা.)—
i) স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট পরিধান করেছিলেন
ii) মক্কাবাসীদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন
iii) নিঃস্ব কাঙালের বেশে মৃত্যুর দেশে চলে গিয়েছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii
(গ) iii (ঘ) i ও iii
১৫। কাজী নজরুল ইসলাম কেন বোধন বাঁশিতে সুর দেওয়ার কথা বলেছেন?
(ক) মধ্যবিত্ত সম্প্রদায়কে জাগানোর জন্য
(খ) ছয় আনা শক্তিকে জাগানোর জন্য
(গ) উচ্চবিত্ত সম্প্রদায়ের চোখের ঠুলি খুলে দেওয়ার জন্য
(ঘ) ছোটলোক সম্প্রদায়কে জাগানোর জন্য
১৬। ‘দেনা পাওনা’ গল্পে কোনটির মধ্য দিয়ে শেষ হয় আমাদের সমাজের ভয়াবহ ব্যাধির
কাহিনী?
(ক) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
(খ) নিরুপমার আত্মবিসর্জনের মধ্য দিয়ে
(গ) নিরুপমার স্বামীর পিতৃদেবের অবাধ্য হওয়ার মধ্য দিয়ে
(ঘ) ধুমধাম করে নিরুপমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের মধ্য দিয়ে
১৭। সাত কোটি সন্তানের, হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি।
উপর্যুক্ত পঙিক্তদ্বয়ের সঙ্গে মিল পাওয়া যায় কোন রচনায়?
(ক) বই পড়া (খ) শিক্ষা ও মনুষ্যত্ব
(গ) উপেক্ষিত শক্তির উদ্বোধন (ঘ) নিরীহ বাঙালি
১৮। সম্রাট বাবর নগর পরিভ্রমণে গিয়ে মত্ত হাতির কবল থেকে এক মেথর শিশুকে নিজের প্রাণ বিপন্ন করে উদ্ধার করেন। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা বিস্মিত হয়ে জানতে চায়—কেন সম্রাট এক মেথর শিশুকে উদ্ধার করতে গিয়ে তাকে ছুঁয়ে নিজের শুচিতা নষ্ট
করলেন। উদ্দীপকের সম্রাট বাবরের সঙ্গে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য
রয়েছে?
(ক) অধর রায়
(খ) রসিক দুলে
(গ) কাঙালি
(ঘ) ঠাকুরদাস মুখুজ্যে
১৯। ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে?
(ক) ধর্মের পার্থক্য (খ) পরিবারের ভিন্নতা
(গ) আত্মগরিমা (ঘ) জাত্যাভিমান
২০। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের শিক্ষণীয় দিক হলো—
(ক) সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ (খ) নবপ্রাণের সূচনা করা
(গ) ঐক্যবোধ জাগ্রত করা (ঘ) অসাম্প্রদায়িক চেতনা
২১। ‘আম-আঁঁটির ভেঁপু’ গল্পের অপু প্রসঙ্গে সর্বজয়ার বক্তব্যে কোনটি সুস্পষ্ট হয়ে ওঠে?
(ক) ভীরুতা (খ) অসহায়ত্ব
(গ) দারিদ্র্য (ঘ) চঞ্চলতা
২২। সাহিত্যের শাখা-প্রশাখার মধ্যে অন্যতম কোনটি?
(ক) গল্প (খ) উপন্যাস
(গ) নাটক (ঘ) প্রবন্ধ
২৩। ‘যারা হাজারখানা ল-রিপোর্ট কিনেন, তাঁরা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন’—এ উক্তিটিতে বোঝা যায় পেশাদার শিক্ষিতরা—
i) সংকীর্ণমনা ii) সাহিত্যবিমুখ
iii) বৈষয়িক বুদ্ধি তাড়িত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) ii (ঘ) iii
২৪। ‘আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল’ —মমতাদি কেন এমনটি করলেন?
(ক) নিজের দুঃখ-কষ্ট লুকাতে
(খ) বাসায় কোনো জরুরি কাজ পড়ে যাওয়াতে
(গ) অনাবশ্যক ঘনিষ্ঠতা এড়াতে
(ঘ) ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় রাখতে
২৫। ক্ষেত্রবিশেষে পার্থক্য থাকলেও নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?
(ক) পাঁচটি (খ) চারটি
(গ) তিনটি (ঘ) দুইটি
২৬। কার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে ‘বহিপীর’ নাটকটি গড়ে উঠেছে?
(ক) হাশেমের
(খ)
হাতেমের
(গ) বহিপীরের
(ঘ) তাহেরার
২৭। ‘মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের গুরুত্ব তার কাছে সর্বাধিক’—কার কাছে?
(ক) হাতেম আলীর (খ) হাশেম আলীর
(গ) তাহেরার (ঘ) বহিপীরেরে
২৮। নিরীক্ষাধর্মী উপন্যাসের কোন বিষয়টি প্রাধান্য পায়?
(ক) ভাষা বা বলার ভঙ্গি (খ) গল্প বা কাহিনী
(গ) সংলাপ (ঘ) চরিত্রের অভিব্যক্তি
২৯। বুধা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়লেও কেউ তাকে তেমন একটা সন্দেহ করল না কেন?
(ক) আলী-মিঠুর সঙ্গে সে মুক্তিযুদ্ধে যোগদান করেনি বলে
(খ) মুক্তিযোদ্ধা কমান্ডারের সঙ্গে কেউ তাকে দেখেনি বলে
(গ) মা-বাপ হারানো কিশোর বলে
(ঘ) সব সময় কাকতাড়ুয়ার বেশে থাকত বলে
৩০। বুধা যে মুক্ত মানুষ, সেটা বোঝার জন্য নিচের কোন বাক্যটি ব্যবহূত হয়েছে?
(ক) ও তাইরে নাইরে করতে করতে পথে হাঁটে।
(খ) পথ ও কে ডাকে—আয়। ও হেসে বলে, এই তো এসেছি।
(গ) তবে ওদের কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত?
(ঘ) এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি।
(গ) বহিপীরের
(ঘ) তাহেরার
২৭। ‘মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের গুরুত্ব তার কাছে সর্বাধিক’—কার কাছে?
(ক) হাতেম আলীর (খ) হাশেম আলীর
(গ) তাহেরার (ঘ) বহিপীরেরে
২৮। নিরীক্ষাধর্মী উপন্যাসের কোন বিষয়টি প্রাধান্য পায়?
(ক) ভাষা বা বলার ভঙ্গি (খ) গল্প বা কাহিনী
(গ) সংলাপ (ঘ) চরিত্রের অভিব্যক্তি
২৯। বুধা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়লেও কেউ তাকে তেমন একটা সন্দেহ করল না কেন?
(ক) আলী-মিঠুর সঙ্গে সে মুক্তিযুদ্ধে যোগদান করেনি বলে
(খ) মুক্তিযোদ্ধা কমান্ডারের সঙ্গে কেউ তাকে দেখেনি বলে
(গ) মা-বাপ হারানো কিশোর বলে
(ঘ) সব সময় কাকতাড়ুয়ার বেশে থাকত বলে
৩০। বুধা যে মুক্ত মানুষ, সেটা বোঝার জন্য নিচের কোন বাক্যটি ব্যবহূত হয়েছে?
(ক) ও তাইরে নাইরে করতে করতে পথে হাঁটে।
(খ) পথ ও কে ডাকে—আয়। ও হেসে বলে, এই তো এসেছি।
(গ) তবে ওদের কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত?
(ঘ) এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি।
উত্তর
:
১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. ক
২৯. গ ৩০. খ।
১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. ক
২৯. গ ৩০. খ।