এসএসসি গণিত


এসএসসি গণিত : সৃজনশীল প্রশ্নোত্তর

Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com

এসএসসি গণিত : সৃজনশীল প্রশ্নোত্তর
একটি লঞ্চের যাত্রী সংখ্যা 188; মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। কেবিনের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 6180 টাকা।
ক. কেবিনের যাত্রী সংখ্যাকে x ধরে উপরোক্ত তথ্যগুলো সমীকরণের সাহায্যে প্রকাশ করো। ২
খ. ডেকের যাত্রী সংখ্যা নির্ণয় করো। ৪
গ. লঞ্চের যাত্রী সংখ্যা দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির চেয়ে 172 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 18 বেশি, সংখ্যাটি কত ? ৪
উত্তর - ক
ধরি, কেবিনের যাত্রী সংখ্যা = x জন
ডেকের যাত্রী সংখ্যা = (188 – x) জন
প্রশ্নমতে, 60x + 30(188 – x) = 6180
[জেনে রেখো : ডেকের যাত্রী সংখ্যা = (188x) জন লিখতে পারলে ১ নম্বর পাবে।]
উত্তর - খ
ক হতে প্রাপ্ত, 60x + 30= (188 – x) = 6180
বা, 60x + 5640 – 30x = 6180
বা, 30x = 6180 – 5640
বা, 30x = 540
বা, x = 540 30
বা, x = 18
কেবিনের যাত্রী সংখ্যা 18 জন
ডেকের যাত্রী সংখ্যা = (188 – 18 ) জন
= 170 জন
উত্তর ঃ 170 জন
[জেনে রেখো: কেবিনের যাত্রী সংখ্যা 18 জন নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে। 30x = 540 লিখতে পারলে ২ নম্বর পাবে এবং 60x + 5640 – 30x = 6180 লিখতে পারলে ১ নম্বর পাবে]
উত্তর - গ
ধরি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি = x
এবং সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি = y
সংখ্যাটি = 10y + x
প্রশ্নমতে, x + y + 172 = 188
বা, x + y = 188 – 172
বা, x + y = 16 (i)
এবং 10x +y = 10y + x + 18
বা, 10x + y – 10y – x = 18
বা, 9x – 9y =18
বা, 9(x – y) = 18
বা, x – y = 2... ... (ii)
(i) নং ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,
x + y + x – y = 16 + 2
বা, 2x = 18
বা, x = 9
(i) নং সমীকরণে x = 9 বসিয়ে পাই,
9 + y = 16
বা, y = 16 – 9
বা, y = 7
সংখ্যাটি = 10 7 + 9
= 70 + 9
= 79
[জেনে রেখো : y = 7 নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে, x – y = 2 পর্যন্ত
করতে পারলে ২ নম্বর পাবে, x + y = 16 পর্যন্ত করতে পারলে ১ নম্বর পাবে