Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL
& BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D
Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati
More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic
Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad,
P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact
: +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
বহু নির্বাচনী প্রশ্ন
১। ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তরে মৃতের সংখ্যা ছিল প্রায়—
ক. এক কোটি
খ. দেড় কোটি
গ. দুই কোটি
ঘ. তিন কোটি
২। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণি তৈরি করা হয় কখন?
ক. ১৭৯২ সালে
খ. ১৭৯৩ সালে
গ. ১৭৯৪ সালে
ঘ. ১৭৯৫ সালে
৩। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন—
. সিপাহি মঙ্গলপাণ্ডে
. হাবিলদার রজব আলী
ররর. এ কে ফজলুল হক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪। বধ্যভূমিকে কিসের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়?
ক. গণহত্যা ও বর্বরতা
খ. সামরিক প্রশিক্ষণের কেন্দ্র
গ. পাকিস্তানের ক্যাম্প
ঘ. পুলিশ ও আনসারের ব্যারাক
৫। পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. রেসকোর্স ময়দানে
খ. পল্টনে
গ. রমনা পার্কে
ঘ. চন্দ্রিমা উদ্যানে
৬। ১৯৭০ সালে জয়ী হলেও আওয়ামী লীগ ক্ষমতায় না যেতে পারার কারণ—
i. জুলফিকার আলী ভুট্টোর ষড়যন্ত্র
ii. পাকিস্তানি শাসকের ভীতি
iii. যোগ্য লোকের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৭। বাংলার বিখ্যাত মসলিন কাপড় ছিল—
i. অতিসূক্ষ্ম
ii. দামে সস্তা
iii. খুব উন্নতমানের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৮। কোন সময়ে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে?
ক. সুলতানি আমল থেকে
খ. প্রাচীন বাংলার শুরু থেকে
গ. ইংরেজ শাসনের প্রথম থেকে
ঘ. ইংরেজ শাসনের শেষ থেকে
৯। নিচের লেখকদের মধ্যে বাংলাদেশের খ্যাতনামা নাট্যকার নন কে?
ক. শওকত ওসমান
খ. মুনীর চৌধুরী
গ. সেলিম আল দীন
ঘ. শামসুল হক
১০। দিঘাপতিয়ার জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. নাটোর
খ. দিনাজপুর
গ. রাজশাহী
ঘ. রংপুর
১১। কিভাবে প্রত্নসংগ্রহশালা পরিচালিত হয়?
ক. প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক
খ. নৃবিজ্ঞান বিভাগ কর্তৃক
গ. প্রশাসন বিভাগ কর্তৃক
ঘ. আইন বিভাগ কর্তৃক
১২। রবীন্দ্র স্মৃতিজড়িত স্থান হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. ঢাকার আহসান মঞ্জিল
খ. ময়মনসিংহ শহর
গ. কুষ্টিয়ার কুঠিবাড়ি
ঘ. রংপুরের তাজহাট
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নে উত্তর দাও :
রহিম লেখাপড়ায় ভালো। পাশের বাসার রুমার সঙ্গে তার বন্ধুত্ব হয়। দুজনে অযথা অনেক সময় নষ্ট করে। ফলে সে আস্তে আস্তে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। এতে সে পরীক্ষায় খারাপ করে।
১৩। উদ্দীপকে রহিম পড়াশোনায় অমনোযোগী হয়েছে মূলত—
ক. বন্ধুত্ব করার ফলে
খ. সঙ্গীর প্রভাবের ফলে
গ. অনুকরণের ফলে
ঘ. অভিভাবকের কারণে
১৪। রহিমের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য প্রয়োজন—
i. খারাপ সঙ্গ ত্যাগ করা
ii. ভালো সঙ্গীর সংস্পর্শে আসা
iii. পিতামাতা ও বড়দের অমান্য করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৫। মেধা ও চিন্তার বিকাশ ঘটাতে কোন মাধ্যমটির গুরুত্ব রয়েছে?
ক. ই-কমার্স
খ. ই-মেইল
গ. টুইটার
ঘ. টেলিভিশন
১৬। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি কার্যক্রম হচ্ছে—
i. নারীর অধিকার বৃদ্ধি করা
ii. নারীনীতি বাস্তবায়ন করা
iii. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৭। দুস্থ নারী ও শিশুদের জন্য সমাজের মানুষের দায়িত্ব হতে পারে যা—
i. বর্ণবৈষম্যহীন আচরণ করা
ii. সাধ্যমতো সাহায্য করা
iii. পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮। বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা বোঝা যাবে—
i. জিডিপিতে বৃদ্ধি বা কমা দেখে
ii. জিএনপির বৃদ্ধি বা কমা দেখে
iii. জিএনআইয়ের বৃদ্ধি বা কমা দেখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৯। বাংলাদেশের প্রশাসনিক কাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সংসদ ভবন
খ. গণভবন
গ. সচিবালয়
ঘ. সুপ্রিমকোর্ট
২০। কোন বিভাগ সরকারের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করে?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. রাষ্ট্রপতির দপ্তর
উত্তর:
১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ক
========================================================
বহু নির্বাচনী প্রশ্ন
১. সেন শাসকরা কোন অঞ্চল থেকে বাংলায় আসেন?
ক. উত্তর ভারত খ. পূর্ব ভারত
গ.দক্ষিণ ভারত ঘ. পশ্চিম ভারত
২. ফখরুদ্দিন মোবারক শাহ কবে বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন?
ক. ১২৩৮ খ্রি. খ. ১৩৩৮ খ্রি.
গ. ১৪৩৮ খি. ঘ. ১৫৩৮ খি.
৩. বাংলার শাসন ক্ষমতা প্রথমবারের মতো বাইরে যায়—
i. পাল শাসন পতনের পর
ii. বখতিয়ার খিলজির ক্ষমতা দখলের মধ্য দিয়ে
iii. সেনদের দ্বারা শাসন ক্ষমতা দখলের মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
৪. ভাস্কো দা গামা ভারতের কোথায় এসে পৌঁছেন?
ক. কলকাতা খ. কালিকট
গ. চট্টগ্রাম ঘ. মুম্বাই
৫. ইংরেজদের হাতে বাংলা পতনের প্রধান কারণ কোনটি?
ক. পলাশীর যুদ্ধ
খ. স্বাধীনতার যুদ্ধ
গ. মহিশুরের যুদ্ধ
ঘ. সিপাহি বিদ্রোহ
৬. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় আগমন করে?
ক. ১৬০০ সালে খ. ১৬১০ সালে
গ. ১৬২০ সালে ঘ. ১৬৫০ সালে
৭. রবার্ট ক্লাইভ যেভাবে তাঁর শাসন ক্ষমতা ব্যবহার করেছিলেন, তা হলো—
i. দ্বৈত শাসন
ii. ক্ষমতাহীন নবাবী
iii. প্রত্যক্ষ শাসন
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii
গ. i, iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইতিহাসের পাতা থেকে মালিহা জানতে পারল যে ভারতবর্ষে প্রথম পর্যায়ে ব্রিটিশ শাসন তাদের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে ছিল। ১৭৬২ থেকে ১৭৭২ সাল পর্যন্ত ভারতবর্ষ শাসিত হতো একটি নীতির মাধ্যমে। তারা তাদের শাসনকে দীর্ঘায়িত করার জন্য সর্বক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে।
৮. অনুচ্ছেদ অনুযায়ী ১৭৬২-১৭৭২ সাল পর্যন্ত ভারতবর্ষ কাদের অধীনে ছিল?
ক. চায়নিজ কোম্পানি
খ. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
গ. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ঘ. ভারতীয় কোম্পানি
৯. ওই সময়ে গৃহীত পদক্ষেপগুলো হলো—
i. পরিবার পরিকল্পনা
ii. ভূমি রাজস্ব ব্যবস্থাপনা
iii. শিক্ষা বিস্তার
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
১০. একজন ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—
i. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ii. গণমাধ্যম
iii. আন্তর্জাতিক সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
১১. বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে কোনটি বিপ্লব এনেছে?
ক. ই-বুক খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. নোট বুক
১২. মোট জাতীয় উৎপাদনে কোনটির ভূমিকা বেশি?
ক. মত্স্য শিল্প খ. কৃষি
গ. শিল্প ঘ. স্বাস্থ্যসেবা
১৩. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত ছিল?
ক. ষষ্ঠ খ. সপ্তম
গ. অষ্টম ঘ. নবম
১৪. বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ অংশ আসে—
i. বৈদেশিক সাহায্য থেকে
ii. বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স থেকে
iii. অর্জিত বৈদেশিক মুদ্রা থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিসেস মোমেনা একজন সংসদ সদস্য। কিন্তু তিনি সংসদের ৩০০টি আসনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেননি। এক নির্বাচিত সদস্য হিসেবে তিনি সংসদ অধিবেশনে সরকারি চাকরিতে মহিলাদের কোটা বৃদ্ধির পক্ষে একটি বিল উত্থাপন করেন।
১৫. মিসেস মোমেনাকে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন কারা?
ক. জনগণ খ. সংসদ সদস্য
গ. ক্যাবিনেট ঘ. উপজেলা
১৬. মিসেস মোমেনা একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কারণ হচ্ছে—
i. মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য
ii. সংসদ সদস্যদের সংখ্যা বৃদ্ধির জন্য
iii. মহিলাদের আসন সংরক্ষণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
১৭. রাষ্ট্র কোন ধরনের সংগঠন—
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. পেশাভিত্তিক ঘ. রাজনৈতিক
১৮. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কোনটি?
ক. সার্বভৌমত্ব খ. সরকার
গ. ভূমি ঘ. রাজনৈতিক দল
১৯. কোন সরকারে জনগণকে রাষ্ট্রের মালিক হিসেবে গণ্য করা হয়?
ক. একনায়কতন্ত্রে খ. রাজতন্ত্রে
গ. গণতন্ত্রে ঘ. অভিজাততন্ত্রে
২০. সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় একটি মূলনীতি হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য হলো—
i. শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা
ii. সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা
iii. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কায়েম
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
উত্তরমালা :
গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ক।
============================================
সৃজনশীল প্রশ্নোত্তর
# রহিম মিয়া পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরে বসবাস করেন। তিনি রান্নাঘর তৈরির জন্য মাটি এনেছেন তাঁর ঘরসংলগ্ন পাহাড় থেকে। একদিন হঠাত্ বাইরে মানুষের শোরগোল শুনতে পেয়ে বাইরে যান। গিয়ে দেখেন, পাহাড়ি এলাকায় জমিজমা নিয়ে বিবাদ চলছে। আকাশের অবস্থা খারাপ থাকায় তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। ঘরে ফিরে আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। স্বামী-স্ত্রী দুজনেই ঘরে ফিরে খাওয়া-দাওয়া শেষ করে শোবার ঘরে যান। ঠিক সে সময়েই তাঁদের বাচ্চা যে ঘরে শোয়া ছিল, ঘরটি মাটিচাপা পড়ল। তাঁদের পুরো ঘরটি ভেঙে গেল। তাঁরা দুজন জীবিত থাকলেও বাচ্চাটি মারা গেল।
প্রশ্ন:
ক. ভূমিধস কী?
খ. কোন ধরনের পাহাড়ে ভূমিধসের আশঙ্কা বেশি থাকে?
গ. উদ্দীপকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এর জন্য কে দায়ী? বুঝিয়ে বলো।
ঘ. উদ্দীপকে রহিম মিয়ার পরিবারের ওপর ঘটে যাওয়া ঘটনাটি কী? এর ভয়াবহতা তুলে ধরো।
উত্তর-ক.
পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়।
উত্তর-খ.
যেসব পাহাড় বেলে পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে থাকে।
উত্তর-গ.
উদ্দীপকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এর জন্য দায়ী রহিম মিয়া। তাঁর সৃষ্ট কর্মকাণ্ডের ফলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভূমিধস দুটি কারণে সংঘটিত হয়। মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণ। এখানে কিন্তু রহিম মিয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, যা মানবসৃষ্ট। কারণ, রহিম মিয়া রান্নাঘর তৈরি করতে পাহাড়ের পাদদেশ থেকে মাটি কেটে নিয়ে এসেছেন। আর প্রবল বর্ষণের কারণেই ভূমিধস ঘটেছে। এই ভূমিধস রহিম মিয়ার ছেলের বাচ্চার জীবন কেড়ে নিয়েছে। রহিম মিয়া যদি মাটি কাটার আগে সাবধান হতেন, তাহলে তাঁর পরিবারকে এ মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। আর তাঁর বাচ্চাকে প্রাণ দিতে হতো না। তাঁর বাড়ি-ঘর ধ্বংস হতো না। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতেন না। সুতরাং রহিম মিয়ার কারণেই মানবসৃষ্ট এই মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটেছে।
উত্তর-ঘ.
উদ্দীপকে রহিম মিয়ার পরিবারের ওপর ঘটে যাওয়া ঘটনাটি হলো ভূমিধস। মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটে ভূমিধসের ঘটনা ঘটায়। ভারীবর্ষণে পাহাড়ের মাটি ধসে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। প্রাকৃতিক কারণেও ভূমিধস হতে পারে। ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগোষ্ঠী ভয়াবহ বিপদের কবলে পড়তে পারে। ভূমিধস হলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে, তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে। পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের অবিবেচক কর্যকলাপ তথা নির্বিচারে পাহাড় কাটা, গাছ কাটার ফলে বিভিন্ন সময় আমাদের দেশে ভূমিধসের কারণে অনেক মানুষকে প্রাণ দিতে হয়। আমাদের দেশের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ও বাড়িঘর নষ্ট হয়। তাদের এই অসাবধানতা জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে চরম বিপর্যয় ডেকে আনে। উদ্দীপকে রহিম মিয়ার অসাবধানতা তাঁর বাচ্চার জীবন কেড়ে নিয়েছে। তাঁর বাড়িঘর, আসবাবপত্র সবই ধ্বংস করে দিয়েছে। অর্থনৈতিকভাবে তাঁকে করেছে পঙ্গু।
========================================
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
তমা ও তিশি দুই বোন। তমার স্বামী স্বল্প বেতনে চাকুরী করলেও তাদের পরিবারের দুই সন্তান নিয়ে কোন টানাপোড়োন নেই। কিন্তু তিশির পাঁচ সন্তান। তার স্বামীর রোজগার বেশী হলেও তাদের পরিবারে নানা সমস্যা লেগেই থাকে।
ক. জনসংখ্যা সম্পর্কিত বাংলাদেশের সেøাগান কী?
খ. জনসংখ্যা নীতি বলতে কী বোঝ?
গ. তিশির পরিবার যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা ব্যাখ্যা কর।
ঘ. “তমার পরিবার সুখী পরিবার”- উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
ক. জনসংখ্যা সম্পর্কিত বাংলাদেশের সেøাগান হলো- ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়।
খ. কোনো দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে নীতি গ্রহণ করা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যা নীতি। দেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ নীতি প্রণয়ন করা হয়। এ নীতি অনুসরণ করে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব।
গ. উদ্দীপিকে তিশির পরিবার অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলে পরিবারটিতে নানাবিধ সমস্যা লেগেই আছে। উদ্দীপকের তিশির স্বামীর আয় বেশি হলেও পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে প্রত্যকের চাহিদা সমভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে পরিবারটি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সদস্যসংখ্যা বেশি হওয়ার কারণে তিশিদের কে বাসস্থানে আবাসন সমস্যা হতে পারে। বেশি লোকের খাদ্যের জন্য অধিক ব্যয় করতে হয়, ফলে সবার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা সম্ভব হয় না। এতে তারা নানা ধরনের শারীরিক অসুস্থতার শিকার হতে পারে। অধিক সদস্যদের জন্য অধিক খাদ্যের ব্যবস্থা করতে গিয়ে অনেক সময় সবার শিক্ষার ব্যবস্থা করা যায় না। এর ফলে তিশির পরিবারের সদস্যরা শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হতে পারে। অনেক সময় পরিবারের সকল সদস্যদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয় না।
যার কারণে তিশির পরিবারের সদস্যরা চিকিৎসার অভাবে নানা রোগেও ভুগতে পারে। এছাড়াও তিশিরা বিনোদনমূলক কার্যক্রম থেকে বঞ্চিত হতে পারে।
সুতরাং বলা যায়, অধিক সদস্য সংখ্যার কারণে তিশির পরিবারে জীবনযাত্রার মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
ঘ. উদ্দীপকের তমার পরিবার সুখী পরিবার। কারণ তমার পরিবারে সদস্য সংখ্যা কম। ফলে পরিবারটিতে কোনো সমস্যা নেই। উদ্দীপকের তমার স্বামীর আয় কম হলেও পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে প্রত্যেকের চাহিদা সমভাবে পূরণ করা সম্ভব হচ্ছে। ফলে পরিবারটি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে না। সদস্যসংখ্যা কম হওয়ার কারণে তমাদের বাসস্থানে আবাসন সমস্যা নেই । লোক সংখ্যা কম তাই খাদ্যের জন্য অধিক ব্যয় করতে হয় না ফলে সবার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা খুব সহজভাবে কয়া যায়। এতে তাদের নানা ধরনের শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয় না।। সদস্য সংখ্যা কম হওয়ার কারণে খাদ্য বাবদ খরচ কম করতে হয় ফলে সবার জন্য শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা সহজ হয়। এর ফলে তমাদের পরিবারের সদস্যদের শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হতে হয় না। তমার পরিবারের সদস্য কম হওয়ার ফলে পরিবারের সকল সদস্যদের জন্য চিকিৎসার ব্যবস্থা করাও সম্ভব হয়। যার কারণে তমার পরিবারের সদস্যদের চিকিৎসার অভাবে কোনো রোগেও ভুগতে হয় না। এছাড়াও তমারা আনন্দের সহিত বিনোদনমূলক কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারে। এতে করে তাদের পরিবারে শান্তি বিরাজ করছে এবং তারা সুখে- শান্তিতে জীবন যাপন করছে। কম সদস্য সংখ্যার কারণে তমার পরিবারের জীবনযাত্রার মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে ।
সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, “তমার পরিবার সুখী পরিবার”।