বাংলা ২য় পত্র : এসএসসি/জেএসসি/এইচএসসি


এসএসসি/জেএসসি/এইচএসসি বাংলা ২য় পত্র

Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
---------------------------------------------------------------------------------------

১। কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
উ: ক) ভ।
২। নিচের কোন বাক্যটিতে অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে?
উ: গ) ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন।
৩। সন্ধিতে ‘দ’ কিংবা ‘ধ’ এর পরে ‘স’ থাকলে ‘দ’ ও ‘ধ’ এর স্থলে কোন ধ্বনি হয়?
উ: খ) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি।
৪। ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উ: ঘ) আরবি।
৫। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
উ: ঘ) কমা।
৬। তৎসম শব্দে কোন বর্গীয় বর্ণেল সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
উ: ক) ত।
৭। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
উ: ক) কর্তৃবাচ্য।
৮। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
উ: গ) সাইরেন বেজে উঠল।
৯। কোন বাক্যে আপাদন কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে?
উ: খ) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?
১০। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে ‘অ’ বিবৃত হয়েছে কোনটিতে?
উ: ক/খ) বৈধতা/ কলম (বোর্ড বইয়ের ১৮ নং পৃষ্ঠা)
১১। বিষয়ক অর্থে ‘ষ্ণিক (ইক) প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
উ: ঘ) সাময়িক (সামরিক) (বোর্ড বইয়ের ৯৩ নং পৃষ্ঠা)
১২। যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
উ: খ) চুপচাপ।
১৩। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
উ: খ) ক্রিয়া ও সর্বনাম পদের।
১৪। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি?
উ: ক) তেসরা।
১৫। দুমড়া, মুচড়া-কোন আদিগণের অন্তর্ভুক্ত?
উ: ঘ) উল্টা।
১৬। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথ ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়?
উ: খ) খ) ষষ্ঠী তৎপুরুষ।
১৭। ‘যা চিন্তা করা যায় না’-এক কথায় কী হবে?
উ: গ) অচিন্ত্য।
১৮। ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কালের?
উ: ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
১৯। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’-এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থ প্রকাশ করছে?
উ: ক) নিরর্থকতা।
২০। ‘কেতা দুরস্ত’ বাগধারাটির অথর্খ কী?
উ: খ) পরিপাটি।
২১। কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
উ: গ) মেছো।
২২। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
উ: ক) হ, আছ।
২৩। বিশেষণ গঠনে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়?
উ: ঘ) আই।
২৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উ: ঘ) নিরানব্বই।
২৫। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
উ: গ) বিষমীভবন।
২৬। ‘খাসমহল’ শব্দের ‘খাস’ কোন ধরনের উপসর্গ?
উ: ক) আরবি।
২৭। ‘উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না’-বাক্যটি-
উ: খ) যৌগিক বাক্য।
২৮। ‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?
উ: ঘ) কেহ।
২৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
উ: ক) অর্ধাঙ্গিনী।
৩০। ‘আগুন’ এর প্রতিশব্দ কোনটি?
উ: ঘ) হুতাশন।

১। যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর।
ক) নবান্ন উৎসব
খ) একুশে ফেব্রুয়ারী
২। যে কোন একটি বিষয়ে পত্র রচনা কর।
ক) বন্ধুর বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে একটি পত্র রচনা কর।
খ) প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নকিট আবেদন পত্র রচনা কর।
৩। (ক) সারাংশ
বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার-------নিয়মে বললাভ করে।।
অথবা,
(খ) সারমর্ম লিখ
কে তুমি খুজিছি জগদীসে-------আজানা জন্মদাতারে চিনি।
৪। ভাব-সম্প্রসারন
ক) দু:খের মত এত বড় পরশ পাথর আর নেই।
খ) স্বদেশের উপকারে নেই যার মন --- সেই জন।

৫। প্রতিবেদন রচনা কর।
ক) বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের বিবরন দিয়ে প্রতিবেদন।
খ) পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন- এই শিরোনাম নিয়ে প্রতিবেদন।
৬। যে কোন একটি বিষয়ে
প্রবন্ধ রচনা কর। ক) অধ্যবসায়
খ) পরিবেশ দূষন ও তারপ্রতিকার
গ) বাংলাদেশেরপ্রাকৃতিক দূর্যোগ ও তার
প্রতিকার ঘ) আন্তজার্তিকমাতৃভাষা দিবস
ঙ)সংবাদপত্র

১) অনুচ্ছেদ : সম্ভাব্য প্রশ্নগুলো :

·                     নারী শিক্ষা
·                     পরিবেশ দূষণ
·                     যানজট
·                     বাংলাদেশের মুক্তিযুদ্ধ
·                     ডিজিটাল বাংলাদেশ
·                     মোবাইল ফোন
·                     ইন্টারনেট
·                     তথ্যপ্রযুক্তি
·                     একুশের বইমেলা
·                     বিজয় দিবস
২) পত্র লিখন : পত্রের নম্বর ১০। দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। পত্রের বিভিন্ন ধরন রয়েছে যেমনঃ ব্যাক্তিগত পত্র, আবেদন পত্র, নিমন্ত্রণ পত্র, অভিনন্দন পত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। এর মধ্যে যে কোনো দুধরনের পত্র থেকে দুটি প্রশ্ন আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
পত্র লেখা খুবই সহজ। বিভিন্ন ধরনের পত্র লেখার নিয়মগুলি শুধু জানলেই হবে। বাকিটুকু নিজ থেকেই বানিয়ে লেখা যায়। পত্র হুবহু কমন নাও পড়তে পারে। বিশেষ করে পত্রের প্রেরক এবং প্রাপকের নাম প্রশ্নে নির্দিষ্ট করে উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে তাই দিতে হবে। গত বছরের আগের এসএসসি পরীক্ষাগুলোর বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো থেকে চর্চা করলেই যথেষ্ট।

৩) সারাংশ,সারমর্ম : সারাংশ, সারমর্ম হলো কোনো বিস্তারিত বিষয়কে সংক্ষেপে লেখা। গদ্যের ক্ষেত্রে সারাংশ এবং পদ্যের ক্ষেত্রে সারমর্ম। একেবারেই সহজ বিষয়।বক্তব্য প্রশ্নেই দেয়া থাকবে সেটির মূল ভাবটি শুধু দুলাইনে উত্তরে লিখতে হবে। দুটি প্রশ্নের যে কোনো একটির উত্তর দিতে হবে।

সম্ভাব্য সারাংশ :
·                     মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী.....
·                     খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে....
·                     শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। কালি ধূলার....
·                     মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে...
·                     আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের....
·                     প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা....
·                     বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ...
·                     মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহে.....
·                     সম্ভাব্য সারমর্ম :
·                     এসেছে নতুন শিশু,তারে ছেড়ে....
·                     বহুদিন ধরে বহু ক্রোশ দূরে...
·                     বসুমতী কেন তুমি এতোই কৃপণা?....
·                     দৈন্য যদি আসে আসুক,লজ্জা....
·                     নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,...
·                     সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে...
·                     শৈশবে সদুপদেশে যাহার না রুচে......