SSC B.G.S.

১। নিচের কোনটি বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস? ক. যানবাহন কর খ. বাণিজ্য শুল্ক গ. আয়কর ঘ. পরোক্ষ শুল্ক ২। আমদানিকৃত দ্রব্যের উপর কোন কর আরোপ করা হয়? ক.সম্পূরক শুল্ক খ. মূল্য সংযোজন কর গ. আয়কর ঘ. বিদ্যুৎ শুল্ক ৩। নিচের কোনটি অর্থনীতির অন্যতম শুরুত্বপূর্ণ শাখা? ক. ব্যাংক ঋণ খ.ঋণ গ্রহণ গ. সরকারি অর্থব্যবস্থা ঘ. ঋণ প্রদান ৪। রাষ্ট্রের আয়-ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি বলতে বোঝায়
ক. আয়কর
খ. সরকারি অর্থব্যবস্থা
গ. কর রাজস্ব
ঘ. প্রত্যক্ষ কর
৫। দেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বলে
ক. বাণিজ্য শুল্ক খ. কর রাজস্ব
গ. আয়কর ঘ. যানবাহন কর
৬। জনগণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে বলে
ক. ব্যক্তিগত কর
খ. মূল্য সংযোজন কর
গ. প্রত্যক্ষ কর
ঘ. আয়কর
৭। নিচের কোনটি কর রাজস্ব আয়?
ক. বিমান খ. বিআরটিসি
গ.ভ্যাট ঘ. টিঅ্যান্ডটি
৮। কর রাজস্বআয়ের অন্তর্ভুক্ত হলো
ক. রেলওয়ে খ. টোল
গ. সুদ ঘ. রেজিস্ট্রেশন
৯। নিচের কোনটির উপর অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়?
ক. বিদ্যুৎ খ. সম্পত্তি
গ. ব্যাংকিং ঘ. কেরোসিন
উত্তর : ১.খ.২.খ ৩.গ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.ঘ ৯.ঘ