SSC: ইসলাম ও নৈতিক শিক্ষা

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী- (ইসলাম ও নৈতিক শিক্ষা)

(সৃজনশীল)
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
---------------------------------------------------------------------------------------
(নিচের উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।)
১। আদনান সাহেব একজন পরহেজগার লোক। তিনি বৈচিত্র্যময় পৃথিবী দেখে মন্তব্য করলেন, এগুলো মহান আল্লাহর সৃষ্টি। কারণ এত সুন্দর পাহাড়-পর্বত মানুষের তৈরি হতে পারে না। এই কথা শুনে তার বন্ধু সাদমান সাহেব বললেন, এগুলো প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির লীলাভ’মি তার আপন গতিতে সাজিযেছেন।
ক) শরিয়তের পুর্ণাঙ্গ রূপ কোনটি?
খ) “ইসলাম সার্বজনীন ধর্ম।”-বুঝিয়ে লিখ।
গ) আদনান সাহেবের মন্তব্যে শরীয়তের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ) সাদমান সাহেবের কর্মকা-ের পরিণতি বিশ্লেষণ কর।
২। আবরার সাহেব রাসুল (সঃ) কে শেষ নবী হিসেবে মানেন না। কারণ তিনি মনে করেন, কিয়ামতের আগ পর্যন্ত মানুষের আগমন ঘটবে। তাই মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে রাসুলের প্রয়োজন আছে। বিষয়টি তার বাবা শুনে বললেন, তোমার মন্তব্য সঠিক নয়। কারণ হযরত মুহাম্মদ (সঃ) সর্বশ্রেষ্ঠ রাসুল এবং তার দীন কিয়ামত পর্যন্ত চলবে।
ক) ইমানের বিপরীত কোনটি?
খ) নিফাক কেন বর্জনীয়।
গ) আবরার সাহেব কোন বিষয়টি অস্বীকার করলেন? ব্যাখ্যা কর।
ঘ) আবরার সাহেবের বাবার মন্তব্যটি ব্যাখ্যা কর?
৩। সাব্বির সাহেব এমন একটি গ্রন্থ পাঠ করলেন যা শরিয়তের সকল বিধি বিধানের মূল উৎস। এটির উপর শরিয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। যা অকাট্য দলিল স্বরূপ। এই কথা শুনে মসজিদের ইমাম সাহেব এটি তিলাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম উপলব্ধি করে বলরেন, “এটি তিলাওয়াত উত্তম ইবাদত।”
ক) কিতাব এর প্রতিশব্দ কোনটি?
খ) কুরআনকে কেন আল ফুরকান বলা হয়?
গ) সাব্বির সাহেবের পঠিত বিষয় কোনটি? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের উক্তিটি বিশ্লেষণ কর।
৪। সগীর সাহেব একজন পরহেজগার লোক। তিনি উত্তরাতে বসবাস করেন। সেখানে তিনি ও তার অনুসারীদের উপর কিছু লোক অকথ্য জুলুম নির্যাতনে অতিষ্ঠ করে তোলেন।
মসজিদের ইমাম সাহেব তাদেরকে শান্তনা দিয়ে বললেন, দুঃখের পরে সুখ আসে।
ক) সুরা আত-তীন আলকুরআনের কততম সুরা?
খ) সুরা আদ দুহা কেন অবতীর্ণ হয়েছিল
গ) উদ্দীপকের সাথে কোন সুরার বিষয়বস্তুর মিল রয়েছে? ব্যাখ্যা কর।

ঘ) উদ্দীপক অনুযায়ী করণীয় বিশ্লেষণ কর।
৫। আনু মিয়া একজন সৎ ব্যবসায়ী। তিনি সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। ব্যবসাযীক ক্ষেত্রে তিনি অনৈতিক কোন কাজ করেন না। নান্নু মিয়া মনে করেন, ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। কুরআন ও হাদিসে শরিয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বকালে সকল সমস্যার সমাধান করা সম্ভব।
ক) হিজরীর কত শতক হাদীস সংকলনের স্বর্ণযুগ ছিল?
খ) হাদীসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ) আনু মিয়ার অবস্থান পরকালে কাদের সাথে হবে? হাদীসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ) নান্নু মিয়ার মন্তব্যটি শরীয়তের কোন উৎসের দিকে ইঙ্গিত করেছে? বিশ্লেষণ কর।
৬। সালাম সাহেব দৈনন্দিন জীবনের সকল কাজ কর্ম আল্লাহর বিধানমত করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার রাসুলের প্রতি ভালবাসা অর্জনের জন্য যা কিছু করা দরকার, তিনি সবই করেন।
ক) ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত?
খ) সালাতের ধর্মীয় গুরুত্ব বুঝিয়ে লিখ।
গ) সালাম সাহেবের কর্মকা- কীসের শামিল? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত বিষয়টি কী ধরনের প্রভাব ফেলবে? বিশ্লেষণ কর।
৭। জনাব ঢ কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরারয় ভদ্র। তিনি গর্ব অহঙ্কার, ঔদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামী নীতি-আদর্শের অনুসরণ করেণ। জনাব ণ শ্যামপুর বাস দুর্ঘটনার পর যা দেখেছেন, তিনি তা হুবহু প্রকাশ করেছেন। জীবনে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনরূপ পরিবর্তন, পরিবর্ধন বা বিকৃতি ব্যতিরেকে অবিকল বর্ণনা করেন।
ক) আখলাক কত প্রকার
খ) আখলাকে হামীদাহ কেন গুরুত্বপূর্ণ?
গ) জনাব ‘ঢ’ এর কর্মকা-টি কী হিসাবে গণ্য? ব্যাখ্যা কর।
ঘ) জনাব ‘ণ’ এর কর্মকা-টি পাঠ্য বইয়ের কোন বিষয়বস্তুর প্রতিফলন? বিশ্লেষণ কর।
৮। জামসেদ সাহেব কুমিল্লার একটি গ্রামে বাস করেন। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বহু সম্প্রদায়ের লোকজন বসবাস করে। তিনি সর্বদা তাদের সাথে পরস্পর ঐক্য সংহতি ও সহযোগিতার মনোভাব পোষণ করেন।
ক) আল আহদু শব্দের অর্থ কী?
খ) তাকওয়া বলতে কী বুঝায়?
গ) জামসেদ সাহেবের কর্মকা-টি কী হিসাবে গণ্য? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুটি ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
৯। ফাহাদ সাহেব অসাক্ষাতে কারও দোষত্রুটি বলে বেড়ায়। এমনটি শারিরীক দোষত্রুটি, পোশাক পরিচ্ছেদের সমালোচনা, জাত বংশ নিয়ে ঠাট্টা বিদ্রƒপ করে। যা নিন্দিত ও গর্হিত। তার ছোট ভাই শামীম সাহেব অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, নিজেকে বড় বলে মনে করে এবং শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করে।

ক) কোনটি মহৎ মানবিক গুন।
খ) স্বদেশপ্রেম এর গুরুত্ব বুঝিয়ে লিখ।
গ) ফাহাদ সাহেবের কর্মকা-টি আখলাকে যামীমার কোন দিকটির প্রতিফলন? ব্যাখ্যা কর।
ঘ) শামীম সাহেবের কর্মকা-ের পরিণতি বিশ্লেষণ কর।
১০। আবদুল্লাহর ইউপি এর চেযারম্যান। তিনি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শাসন করতেন। আইনের চোখে ধনী গরিব, উঁচু-নিচু, আপন-পর এর মধ্যে কোন ভেদাভেদ করতেন না। গুরুত্বপূর্ণ কাজে ইউপি সদস্যদের সাথে পরামর্শ করে কাজ করতেন। জনাব ইসমাইল জীর্ণ শীর্ণ কুটিরে বাস করতেন। কিন্তু তাঁর ছিল অসাধারণ শক্তি। জ্ঞান সাধনার কাজে ব্যস্ত ছিলেন বিধায় সম্পদ অর্জণ হয়নি । সমস্ত কাজে তিনি নিজ হাতে করতেন।
ক) হারবুল ফিজার কত বছর স্থায়ী হয়
খ) আস সাবউল মুআল্লাকাত বলতে কি বুঝায়?
গ) জনাব আবদুল্লাহ এর কর্মকা-ের সাথে কোন খলিফার কর্মকা-ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) জনাব ইসমাইলের জীবনাচরণ কোন খলিফার জীবনাচরণের প্রতিফলন? বিশ্লেষণ কর।