বাংলা ২য় পত্র MCQ
১। কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
উ:
ক) ভ।
২। নিচের কোন বাক্যটিতে অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে?
উ:
গ) ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন।
৩। সন্ধিতে ‘দ’ কিংবা ‘ধ’ এর পরে ‘স’ থাকলে ‘দ’ ও ‘ধ’ এর স্থলে কোন ধ্বনি হয়?
উ:
খ) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি।
৪। ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উ:
ঘ) আরবি।
৫। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
উ:
ঘ) কমা।
৬। তৎসম শব্দে কোন বর্গীয় বর্ণেল সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
উ:
ক) ত।
৭। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
উ:
ক) কর্তৃবাচ্য।
৮। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
উ:
গ) সাইরেন বেজে উঠল।
৯। কোন বাক্যে আপাদন কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে?
উ:
খ) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?
১০। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে ‘অ’ বিবৃত হয়েছে কোনটিতে?
উ:
ক/খ) বৈধতা/ কলম (বোর্ড বইয়ের ১৮ নং পৃষ্ঠা)
১১। বিষয়ক অর্থে ‘ষ্ণিক (ইক) প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
উ:
ঘ) সাময়িক (সামরিক)
(বোর্ড বইয়ের ৯৩ নং পৃষ্ঠা)
১২। যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
উ:
খ) চুপচাপ।
১৩। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
উ:
খ) ক্রিয়া ও সর্বনাম পদের।
১৪। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি?
উ:
ক) তেসরা।
১৫। দুমড়া, মুচড়া-কোন আদিগণের অন্তর্ভুক্ত?
উ:
ঘ) উল্টা।
১৬। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথ ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়?
উ:
খ) খ) ষষ্ঠী তৎপুরুষ।
১৭। ‘যা চিন্তা করা যায় না’-এক কথায় কী হবে?
উ:
গ) অচিন্ত্য।
১৮। ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কালের?
উ:
ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
১৯। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’-এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থ প্রকাশ করছে?
উ:
ক) নিরর্থকতা।
২০। ‘কেতা দুরস্ত’ বাগধারাটির অথর্খ কী?
উ:
খ) পরিপাটি।
২১। কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
উ:
গ) মেছো।
২২। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
উ:
ক) হ, আছ।
২৩। বিশেষণ গঠনে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়?
উ:
ঘ) আই।
২৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উ:
ঘ) নিরানব্বই।
২৫। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
উ:
গ) বিষমীভবন।
২৬। ‘খাসমহল’ শব্দের ‘খাস’ কোন ধরনের উপসর্গ?
উ:
ক) আরবি।
২৭। ‘উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না’-বাক্যটি-
উ:
খ) যৌগিক বাক্য।
২৮। ‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?
উ:
ঘ) কেহ।
২৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
উ:
ক) অর্ধাঙ্গিনী।
৩০। ‘আগুন’ এর প্রতিশব্দ কোনটি?
উ:
ঘ) হুতাশন।