জেএসসি বাংলা ১ম পত্র



Posted By:

Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com


জেএসসি বাংলা ১ম পত্র 


১। লেখক ও তারঁ বন্ধুদের সংশয় চিরকাল কে দূর করে এসেছে ? 

উত্তর : বিধু । 

২।  কাদের মাঠের বাগানে চাঁপাতলী  জাতের আমগাছ আছে ? 

উত্তর : বাড়ুয্যেদের । 

৩।  কালবৈশাখী কখন  হয় ? 

উত্তর : বৈশাখ মাসে । 

৪ বাক্সটি  কার  পায়ে বেঁধেছিল ? 

উত্তর : বাদলের পায়ে । 

৫।  বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল ? 

উত্তর : বাদলদের  বাড়ির বিচুলিগাদায় । 
            

৬।  নোটিশ  লিখে কতখানা কাগজ টাঙানো হয়েছিল ? 

উত্তর : তিনখানা । 

৭।  বন্যায় কারা নিরাশ্রয় হয়ে পড়ল ?  

উত্তর : অম্বরপুর চরের কাপালিরা । 

৮। কাগজ  টাঙানো কতদিন পরে একজন লোক এসেছিল ? 

উত্তর : তিনদিন পরে । 

৯।  টিনের বাক্সের ভেতর কি ছিল ? 

উত্তর : প্রায় আড়াইশ টাকার গহনা আর পঞ্চাশ টাকা ছিল । 

১০।  কে বড়  হলে উকিল হবে ?  

উত্তর : বিধু । 

১১।  টিনের বাক্সটি  কি  রঙের  ছিল ? 

উত্তর : সবুজ । 

১২।  'বিচুলিগাদা' কি ? 

উত্তর : ধানের খড়ের স্তূপ। 

১৩।  দেব মন্দিরে সামনে ঘর  যেখানে নাচ - গান হয় তাকে কি বলে ? 

উত্তর : নাট মন্দির । 

১৪।  হরিনাম সংকীর্তন  করে জীবিকা অর্জন  করে এমন বৈষ্ণবকে কি বলে ?  

উত্তর : বোষটম বলে। 

১৫।  'পত্রপাঠ  বিদায় '  শব্দের অর্থ  কি ? 

উত্তর : তৎক্ষনাৎ  বিদায় । 

১৬।  কাপালি কাদের বলা হয় ? 

উত্তর : তান্ত্রিক হিন্দু সম্প্রদায়কে । 

১৭।  যে  মন্ডপে বা ছাদযুক্ত চত্বরে দূর্গা,  কালি প্রভৃতি দেবীর পূজা হয় তাকে কি বলে ? 

উত্তর : চন্ডীমন্ডপ। 

১৮।  ' আড়ি'   কী ? 

উত্তর : ধান, গম ইত্যাদি। 

২০।  ' দন্ডবৎ '  কী ? 

উত্তর : মাটিতে পড়ে সাষ্টাঙে প্রণাম । 
  
২১।  বিভূতিভূষণ বন্দোপাধ্যায়  কবে জন্মগ্রহণ  করে ?  

উত্তর : ১৮৯৪ সালে । 

২২ ।  বিধুর হুকুম অমান্য করার সাধ্য  লেখকের ছিল না কেন? 

উত্তর : বয়সী ও বিজ্ঞ। 

২৩।    বিভূতিভূষণ বন্দ্যােপাধ্যায় সাহিত্যে কি ফুটে উঠেছে ? 

উত্তর : গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন । 

২৪।  'অধর্ম  করা হবে না!' - এখানে অর্ধম  বলতে কি বোঝানো হয়েছে ? 

উত্তর : অন্যায়  করা । 

২৫।  'পড়ে পাওয়া ' গল্পের শুরু কোন মাসে ? 

উত্তর : বৈশাখ মাসে । 
========================================


১।  যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণের নাচাবেন তাকে কেমন হতে হবে ? 

উত্তর : নিঃস্বার্থ ত্যাগী ঋষি  হতে হবে । 

২।  'দশচক্রে ভগবাব ভূত' কথাটির অর্থ কি ?  

উত্তর : দশজনের  চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে,  বহু লোকের  ষড়যন্ত্রে অসম্ভবও সম্ভব হয় । 

৩।  কোন  বিষয় বিবেচনা করে  উৎসাহ  অনর্থক নষ্ট হবে না ?  
 
উত্তর : কাজের  সম্ভাবনা - অসম্ভবনার কথা বিবেচনা করে কাজে নামলে  উৎসাহ অনর্থক নষ্ট হবে না ।  

৪।  ' ভাব ও কাজ ' প্রবন্ধে  কোনটিকে  'মহাপাপ' বলা হয়েছে ? 

উত্তর : নিজের 'স্পিরিট' বা আত্মার শক্তিকে  অন্যর  প্ররোচনায় নষ্ট করাকে মহাপাপ বলা হয়েছে । 

৫।  ' ভাব ও কাজ ' প্রবন্ধে লেখক ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর  হওয়ার ওপর জোর দিয়েছেন কেন ? 

উত্তর : দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য  'ভাব ও কাজ ' প্রবন্ধে লেখক ভাবের সঙ্গে  বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন।  

৬।  লোকের কোমল  অনুভূতিতে ঘা দেয়া কি? 

উত্তর :  পাপ । 

৭।  'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ? 

উত্তর : 'বিজলী' । 

৮।  কর্পূর  শব্দের অর্থ  কি ? 

উত্তর : বৃক্ষরস থেকে তৈরি গগন্ধদ্রব্য বিশেষ। 

৯।  'পুয়াল' শব্দের অর্থ কি ? 

উত্তর : খড় । 

১০।  কত বছর বয়সে কাজী নজরুল ইসলামের  সাহিত্যসাধনায় ছেদ ঘটে ? 

উত্তর : তেতাল্লিশ বছর  বয়সে । 

১১।  সুবর্ণ শব্দের অর্থ  কি ? 

উত্তর : সোনা । 

১২।  লেখক কিসের সুরা পান  করতে বলেছেন?

উত্তর : ভাবের ।  

১৩।  কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন ? 

উত্তর : ১৩০৬ বঙাব্দ। 

১৪।  ভাবকে রুপ দেয় কে ? 

উত্তর : কাজ। 

১৫।  কি দিয়ে লোকেকে মাতিয়ে তুলতে হবে ?  

উত্তর : ভাব। 

১৬।  কোনটি সম্পুর্ন বাস্তুজগতের? 

উত্তর : কাজ । 

১৭।  সাপ নিয়ে খেলতে গেলে দস্তুরমত সাপুড়ে হতে হয় কেন ? 

উত্তর : সাপের ছোবল খাওয়ার ভয় থাকে বলে। 

১৮।  সত্যিকার দেশকর্মীরা  পুয়ালচাপা পড়েছে কেন ? 

উত্তর : তথাকথিত কর্মীদের  কারচুপিতে । 

১৯।  মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন ? 

উত্তর : ভাব ও কাজ । 

২০।  কিসের মাধ্যমে ভাবকে কাজে পরিণত করা যায় ? 

উত্তর : কর্মশক্তি ও উদ্যােগের  মাধ্যমে ।