জেএসসি: বিজ্ঞান

Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com

 জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বিজ্ঞান

০১। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কী বলে? 

উত্তর : মহাকর্ষ

০২। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান কীসের উপর নির্ভর করে?


উত্তর : বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর

০৩। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান কীসের উপর নির্ভর করে না?

উত্তর : এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর
০৪। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলের মান কেমন হয়?

উত্তর : বেশি হয়
০৫। বস্তুদ্বয়ের দূরত্ব বেশি হলে আকর্ষণ বলের মান কেমন হয়?

উত্তর : কম হয়
০৬। মহাকর্ষ সূত্রানুসারে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান কীসের সমানুপাতিক?

উত্তর : ভরের গুণফলের সমানুপাতিক
০৭। মহাকর্ষ সূত্রানুসারে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান কীসের ব্যস্তানুপাতিক?

উত্তর : বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের
০৮। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে?

উত্তর : এক চতুর্থাংশ
০৯। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে?

উত্তর : নয় ভাগের এক ভাগ
১০। নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল কত গুণ হবে?

উত্তর : ২ গুণ
১১। নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল তিনগুণ হলে বল কত গুণ হবে?

উত্তর : ৩ গুণ
১২। নিউটনের মহাকর্ষ সূত্রে যে ধ্রুবকটি আসে তার নাম কী?

উত্তর : মহাকর্ষ ধ্রুবক
১৩। মহাকর্ষ সূত্রটির গাণিতিক রূপ লিখ।

উত্তর : F = G m1m2 / d2
১৪। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত?

উত্তর : 6.673X10-11Nm2kg-2
১৫। ১২ কেজি ও ৫ কেজি দুটি বস্তুর ভরের গুণফল ১২০ কেজি হলে বলের কী পরিবর্তন হবে?

উত্তর : দ্বিগুণ হবে
১৬। মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর : এ দ্বারা
১৭। মহাকর্ষীয় ধ্রুবকের একক কী?

উত্তর : নিউটন মিটার ২ / কেজি ২
১৮। 1kg ভরের দুটি বস্তু 1m দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত হবে?


উত্তর : 6.673X10-11N
১৯। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : মহাকর্ষ
২০। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?

উত্তর : অভিকর্ষ
২১। পৃথিবী এবং তোমার বিজ্ঞান বই এর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষ
২২। অভিকর্ষকে এক বিশেষ ধরনের কী বলা হয়?

উত্তর : মহাকর্ষ
২৩। পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষ
২৪। একটি ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়লে তা আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কেন?

উত্তর : অভিকর্ষ বলের কারণে
২৫। গাছের ফল মাটিতে পড়ে কীসের কারণে?

উত্তর : অভিকর্ষ বলের কারণে
=======================================
উদ্দীপক
১। ছুটিতে অর্পা গ্রামের বাড়িতে গিয়ে দেখে তার চাচা জমিতে গোল আলু লাগানোর জন্য আলুকে টুকরো করে কাটছেন। অর্পা এর কারণ জিজ্ঞাসা করলে চাচা তা বুঝিয়ে দেন। এরপর অর্পা বাড়ির পাশের আমবাগানে গিয়ে দেখে একটি আমগাছের শাখায় সামান্য বাকল কেটে নিয়ে কলম করা হয়েছে।
ক. প্রজনন কাকে বলে? ১
খ. পরাগায়ণ বলতে কী বোঝায়? ২
গ. অর্পার দেখা আমগাছে কীভাবে কলম করা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুটি প্রজনন পদ্ধতি কি একই? যুক্তিসহ মতামত দাও। ৪
২। ৫০ কেজি ভরের একটি বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হলো।
ক. অভিকর্ষ কাকে বলে? ১
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়? ২
গ. পৃথিবীতে বস্তুটির ওজন নির্ণয় করো। ৩
ঘ. চাঁদে বস্তুটির ওজনের পরিবর্তন বিশ্লেষণ করো। ৪
৩। (i) CuCO3CuO+CO2
(ii) Fe+CuSO4FeSO4+Cu
ক. তড়িত্ বিশ্লেষণ কাকে বলে? ১
খ. মোমের দহন ব্যাখ্যা করো। ২
গ. (i) নং বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. (ii) নং বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৪
৪। একদিন রাতের খাবারে আরিক পছন্দের চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খেল। সে বিজ্ঞান বইতে পড়েছে, তার পছন্দের মাছটি আসলে একধরনের পতঙ্গ। চিংড়ি তার কাছে পছন্দের হলেও সে কাঁকড়া ও শামুক একেবারেই পছন্দ করে না।
ক. শ্রেণিবিন্যাস কাকে বলে? ১
খ. কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ২
গ. আরিকের পছন্দের প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো। ৩
ঘ. আরিকের অপছন্দের প্রাণী দুটি কি একই পর্বভুক্ত? মতামত দাও। ৪
৫। শরীফা বেগমের চার বছরের ছেলেটি অল্প আলোতে দেখতে পায় না। অন্যদিকে রহিমা বেগমের মেয়ের চামড়া খসখসে এবং শরীরের ওজন হ্রাস পেয়েছে।
ক. সুষম খাদ্য কাকে বলে? ১
খ. রাফেজ বলতে কী বোঝায়? ২
গ. শরীফা বেগমের ছেলের রোগটি কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. শরীফা বেগমের ছেলে ও রহিমা বেগমের মেয়ের রোগ চিকিত্সায় করণীয় কী? বিশ্লেষণ করো। ৪
৬।

E=পৃথিবী
S=কৃত্রিম উপগ্রহ
E ও S-এর মধ্যবর্তী দূরত্ব ২৫০ কিমি।
S-এর বেগ ৮ কিমি/সেকেন্ড
ক. মহাকাশ কাকে বলে? ১
খ. মহাবিস্ফোরণতত্ব ব্যাখ্যা করো। ২
গ. S কীভাবে পরিভ্রমণ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. যোগাযোগে S-এর ভূমিকা বিশ্লেষণ করো। ৪
৭। (i) ঘাসছাগলমানুষ
(ii) সবুজ উদ্ভিদফড়িংব্যাঙসাপঈগল
ক. বাস্তুসংস্থান কাকে বলে? ১
খ. খাদ্যজাল বলতে কী বোঝায়? ২
গ. (i) নং শৃঙ্খলটি ব্যাখ্যা করো। ৩
ঘ. (ii) নং শৃঙ্খলে ব্যাঙের সংখ্যা বৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করো। ৪
৮। Ca (OH)2+H2SO4CaSO4+2H2O
ক. এসিটিক এসিডের সংকেত লেখো। ১
খ. নির্দেশক বলতে কী বোঝায়? ২
গ. উল্লিখিত বিক্রিয়ায় বিক্রিয়ক প্রথম যৌগটি কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিক্রিয়ায় ব্যবহূত দ্বিতীয় যৌগটি শিল্পক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ? ৪
৯।
ক. আলোর প্রতিসরণ কাকে বলে? ১
খ. অপটিক্যাল ফাইবার বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের ঘনমাধ্যমের কোনটি কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. ঘনমাধ্যমে কোণটি বড় হলে প্রতিসরণ হবে কি? যুক্তিসহ মতামত দাও। ৪

===========================================



বহুনির্বাচনী প্রশ্ন
১.        কোষে অক্সিজেন প্রবেশের প্রক্রিয়ার নাম কী?
            ক. শোষণ        খ. ইমবাইবিশন
    গ. অভিস্রবণ           ঘ. ব্যাপন
২.        আতরের গন্ধ সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
            ক. ব্যাপন             খ. অভিস্রবণ
    গ. প্রস্বেদন            ঘ. ইমবাইবিশন
৩.        জীবকোষে শ্বসনের সময় জারনের জন্য কোনটি ব্যবহূত হয়?
    ক. H2O    খ. H2   গ. O2       ঘ. CO2
    নিচের অনুচ্ছেটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
            আলেয়া বেগম কাপড়ে নীল দেওয়ার জন্য বালতির পানিতে কয়েক ফোঁটা নীল দিল। কিছুক্ষণ পর দেখা গেল  বালতির সব পানি নীল হয়ে গেল।
৪.        বালতির পানি নীল হলো কোন প্রক্রিয়ায়?
    ক. ব্যাপন   খ. প্রস্বেদন
    গ. অভিস্রবণ           ঘ. ইমবাইবিশন
৫.        উল্লিখিত প্রক্রিয়াটির সাহায্যে—
    i. উদ্ভিদ বাষ্পাকারে পানি নির্গত করে
    ii. উদ্ভিদ পানি শোষণ করে
            iii. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
            নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                      খ. i ও iii
    গ. ii ও iii    ঘ. i, ii ও iii
৬.        ব্যাপন প্রক্রিয়ায়—
    i. কোষে  অক্সিজেন প্রবেশ করে
    ii. প্রাণী শ্বসনকার্য পরিচালনা করে
iii. উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii                     খ. i ও iii
 গ. ii ও iii        ঘ. i, ii ও iii
৭.        জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
            ক. ব্যাপন        খ. অভিস্রবণ
            গ. ইমবাইবিশন          ঘ. প্রস্বেদন
৮.        তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার—
            ক. বাড়ে          খ. কমে
            গ. পরিবর্তিত হতে পারে   
            ঘ. অপরিবর্তিত থাকে
৯.        জীবকোষে শ্বসনকালে কোনটির জারন ঘটে?
    ক. অক্সিজেন          খ. কার্বন ডাই-অক্সাইড
            গ. গ্লুকোজ       ঘ. পানি
১০.      কোনটি উদ্ভিদের অত্যাবশ্যক কাজ?
    ক. শ্বসন     খ. ব্যাপন
            গ. ইমবাইবিশন          ঘ. সালোকসংশ্লেষণ
১১.      কোনটি ভেদ্য পর্দা?
    ক. পলিথিন খ. কোষপর্দা
    গ. কোষপ্রাচীর        ঘ. মাছের পটকার পর্দা
১২.      মূল রোমের প্রাচীর—
            ক. ভেদ্য          খ. অভেদ্য
    গ. অর্ধভেদ্য           ঘ. ক্লোরোফিলযুক্ত  
১৩.     কোনটি অভেদ্য পর্দা?
    ক. কোষপর্দা          খ. পলিথিন
    গ. কোষপ্রাচীর        ঘ. মাছের পটকার পর্দা
১৪.      কোনটি অর্ধভেদ্য পর্দা?
    ক. কোষপ্রাচীর       খ. কোষপর্দা
            গ. পলিথিন      
            ঘ. কিউটিনযুক্ত কোষপ্রাচীর
১৫.      নিচের কোনটি দ্রাবক?
    ক. চিনি   খ. লবণ    গ. বালি      ঘ. পানি
১৬.      ডিমের খোসার ভেতরের পর্দার মধ্যদিয়ে কোনটি চলাচল করতে পারে?
    ক. দ্রাব  খ. দ্রাবক গ. লবণ      ঘ. দ্রবণ
১৭.      দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়?
    ক. দ্রবণ    খ. দ্রাবক   গ. লবণ   ঘ. এসিড
১৮.     দ্রাবক হচ্ছে—
    i. চিনি           ii. পানি    iii. লবণ
            নিচের কোনটি সঠিক?
            ক. i  খ. i গ) ii ও  iii   ঘ) i, ii ও iii
    নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
            মিসেস শামা সকাল বেলা অর্ধেক পানিভর্তি একটি বাটিতে কিছু ছোলা রেখে সন্ধ্যায় দেখেন সেগুলো ফুলে উঠছে।
১৯.      কোন প্রক্রিয়ার জন্য ছোলাগুলোর এমন অবস্থা হয়েছে?
            ক. প্রম্বেদন      খ. শ্বসন
            গ. ইমবাইবিশন          ঘ. অভিস্রবণ
২০.     উক্ত প্রক্রিয়ায়—
            i. পানি বাষ্পাকারে বেরিয়ে যায়
            ii. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
            iii. কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অধিক ঘনত্বের দ্রবণে যায়
            নিচের কোনটি সঠিক?
            ক. i ও ii                      খ. i ও iii
            গ. ii  ও  iii       ঘ. i, ii ও  iii





উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.গ ৪.ক ৫.খ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.ঘ ১১.গ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.গ।

=========================================

বহুনির্বাচনী প্রশ্ন





১।   কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠিত হয়?
     ক. প্রো-মেটাফেজ         খ. মেটাফেজ
     গ. অ্যানাফেজ       ঘ. টেলোফেজ
২।   শল্ক পত্র থাকে—
     i. গোল আলুতে     ii.  আদাতে
     iii. পেঁয়াজে   
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii       
খ. ii ও iii
     গ. i ও iii  
ঘ. i, ii ও iii
৩।   আদা-সংক্রান্ত তথ্য হলো—
     i. মাটির নিচে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে
     ii. এর পর্ব ও মধ্যপর্ব থাকে না
     iii. এর শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উত্পন্ন হয়
     নিচের কোনটি সঠিক?
     ক. i 
খ i ও iii   
     গ. ii
ঘ i, ii ও iii
৪।   রসুন সম্পর্কে প্রযোজ্য—
     i. শল্কপত্রগুলো শুষ্ক ও পাতলা
     ii. কন্দটি স্পষ্ট দেখা যায়
     iii. কন্দটি তুলনামূলক বড় ও অবতল
     নিচের কোনটি সঠিক?
     ক. i 
খ. ii
     গ. i, ii ও iii
     ঘ. কোনোটিই নয়
৫।   কচু উদ্ভিদ-সংক্রান্ত তথ্য নিম্নরূপ
     i. এর গোড়া থেকে শাখা বের হয়
     ii. পাতা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়
     iii. এটি এক ধরনের অফসেট
     নিচের কোনটি সঠিক?
     ক. i 
খ. ii
     গ. i ও iii  
ঘ. i, ii ও iii       
৬।   অফসেট হলো—
     i. খর্বাকৃতির কাণ্ড
     ii. জলজ উদ্ভিদের কাণ্ড
     iii. লম্বা ও চিকন কাণ্ড
     নিচের কোনটি সঠিক?
     ক. i 
খ. i ও ii
     গ. i ও iii   
ঘ. i, ii ও iii       
৭।   রসুন সম্পর্কে প্রযোজ্য—
     i. শল্কপত্রগুলো শুষ্ক ও পাতলা
     ii. কন্দটি স্পষ্ট দেখা যায়
     iii. কন্দটি তুলনামূলক বড় ও অবতল
     নিচের কোনটি সঠিক?
     ক. i 
খ. ii
     গ. i, ii ও iii 
ঘ. কোনোটিই নয়
৮।   রূপান্তরিত কাণ্ডের কাজ—
     i. খাদ্য তৈরি করা
     ii. আত্মরক্ষা
     iii. আরোহণ
     নিচের কোনটি সঠিক?
     ক. i, ii           
     খ. i ও iii
     গ. iii   
     ঘ. i, ii ও iii
৯।   থর্ন দেখা যায়—
     i. হাড়গোজা গাছে
     ii. ফণীমনসা গাছে
     iii. বেলগাছে
     নিচের কোনটি সঠিক?
     ক. i, ii 
খ. i ও iii
     গ. iii
ঘ. i, ii ও iii
১০। খাদ্য সঞ্চয় করে কোন উদ্ভিদের পাতা—
     i. পেঁয়াজ
     ii. টমেটো
     iii. আলু
     নিচের কোনটি সঠিক?
     ক. i, ii           
     খ. ii ও iii
     গ. iii
     ঘ. i
১১।  শল্কপত্র
     i. খাদ্য সঞ্চয় করে
     ii. কাক্ষিক মুকুলকে রক্ষা করে
     iii. দেখা যায় পাথরকুচিতে
     নিচের কোনটি সঠিক?
     ক. i, ii    
     খ. i ও iii
     গ. ii ও iii  
     ঘ. i, ii ও iii
১২। সবজির ভিন্নতার কারণ—
     ক. মাটির প্রকৃতি    
     খ. খাদ্য সঞ্চয়
     গ. পানির        
     ঘ. অক্সিজেনের অভাব



উত্তর:  ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক