বাংলা ২য় পত্র MCQ for JSC/SSC

বাংলা ২য় পত্র MCQ for JSC/SSC Exam



১। ভাষা-ভাষীর জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত?
(ক) চতুর্থ (খ) ষষ্ঠ
(গ) অষ্টম (ঘ) দশম

২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
(ক) কথ্যভাষা (খ) উপভাষা
(গ) সাধু ভাষা (ঘ) চলিত ভাষা

৩। ধ্বনির মূল উত্স কী?
(ক) নাক (খ) স্বরতন্ত্রী
(গ) ফুসফুস (ঘ) মুখবিবর

৪। ব্যাকরণকে ভাষার কি বলা হয়?
(ক) নিয়মের বই (খ) আইনের বই
(গ) সংবিধান (ঘ) স্বাভাবিক প্রকাশ

৫।যার কোনো মূল্য নেই’- তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
(ক) উড়নচণ্ডী (খ) তুলসী বনের বাঘ
(গ) তামার বিষ
(ঘ) আমড়া কাঠের ঢেঁকি

৬।কারকশব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) কৃ+রক(খ) কার+অক্
(গ) কৃচ+ ণক(ঘ) কৃ+ ণক্

৭। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
(ক) বিশেষ্য ও বিশেষণ
(খ) সর্বনাম ও অব্যয়
(গ) সর্বনাম ও ক্রিয়া
(ঘ) ক্রিয়া ও বিশেষ্য

৮।রাজপথ’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) রাজার পথ (খ) পথের রাজা
(গ) রাজপুত্রদের পথ
(ঘ) রাজাদের পথ

৯। নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ?
(ক) ই, উ (খ) ঐ,
(গ) ই, ঔ (ঘ) ও,

১০। ই-কারের পর ঈ-কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি?
(ক) দিল্লীশ্বর (খ) রবীন্দ্র (গ) পরীক্ষা (ঘ) অতীত

১১। ‘Agenda’- এর পরিভাষা কী হবে?
(ক) একাডেমি (খ) কর্মপরিকল্পনা
(গ) আলোচ্যসূচি (ঘ) শব্দবিন্যাস

১২।পবন’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) পৌ+অন (খ) পো+বন
(গ)  পো+অন (ঘ) পব+অন

১৩।ণ-ত্ব ও ষ-ত্বব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে (খ) রূপতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) অর্থতত্ত্বে

১৪।অগ্র-পশ্চাত্ না ভেবে কাজ করে যে’- এর এক কথায় প্রকাশ কি হবে?
(ক) কিংকর্তব্যমিমূঢ় (খ) দিগিবদিক জ্ঞানশূন্য
(গ) অজ্ঞাতসারে (ঘ) অবিমৃষ্যকারী

১৫। নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ?
(ক) বাঁশি (খ) পাঞ্জাবি
(গ) পঙ্কজ (ঘ) মধুর

১৬। কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ?
(ক) তারুণ্য (খ) জনতা
(গ) শয়ন (ঘ) গীতাঞ্জলি

১৭। ধ্বন্যাত্নক অব্যয়ের আরেক নাম কী?
(ক) সমুচ্চয়ী অব্যয়
(খ) ঋণাত্নক অব্যয়
(গ) সংকেতমূলক অব্যয়
(ঘ) অনুকার অব্যয়

১৮। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে?
(ক) মধ্যপদলোপী কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) রূপক কর্মধারয়
(ঘ) উপমান কর্মধারয়

১৯। সাহেব শব্দের বহুবচন কোনটি?
(ক) সাহেবান (খ) সাহেবকুল
(গ) সাহেবমণ্ডলী (ঘ) সাহেবসমূহ

২০। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
(ক) রাষ্ট্রপতি (খ) ধনবান
(গ) পৃথিবী (ঘ) শ্রীমান

২১। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহূত হয়েছে?
(ক) ঘোড়াকে চাবুক মার (খ) ডাক্তার ডাক
(গ) গাড়ি স্টেশন ছেড়েছে (ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে

২২। পুরুষ কয় প্রকার?
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার

২৩। প্রধানত কয়ভাবে পদ পরিবর্তন করা যায়?
(ক) দুই(খ) তিন (গ) চার(ঘ) পাঁচ

২৪। লেন-দেন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্রের নাম কী?
(ক) ব্যবসা সংক্রান্ত পত্র
(খ) চুক্তিপত্র
(গ) বায়নাপত্র (ঘ) চুক্তিনামা

২৫। খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
(ক) ১৮টি (খ) ১৯টি
(গ) ২০টি (ঘ) ২১টি

২৬। অনুসর্গকে কী বলা হয়?
(ক) উপসর্গ (খ) সমাস
(গ) কর্মপ্রবচনীয় (ঘ) বিভক্তি

২৭। ঈদৃশ’- এর বিপরীত শব্দ কোনটি?
(ক) সদৃশ (খ) এরকম
(গ) তাদৃশ (ঘ) সাদৃশ

২৮। অতীতের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?
(ক) সাধারণ অতীত
(খ) ঘটমান অতীত
(গ) পুরাঘটিত অতীত (ঘ) নিত্যবৃত্ত অতীত

২৯।সূর্য’- এর সমার্থক শব্দ কোনটি?
(ক) সুধাংশু (খ) শশাংক
(গ) আদিত্য (ঘ) বিধু

৩০। অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয়?
(ক) পূর্বপদ (খ) উত্তরপদ
(গ) উভয়পদ (ঘ) পরপদ

৩১। সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
(ক) সেমিকোলন (খ) কমা
(গ) দাঁড়ি (ঘ) ড্যাস

৩২। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
(ক) আকাঙ্ক্ষা (খ) আসত্তি
(গ) যোগ্যতা (ঘ) অর্থবাচকতা

৩৩। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে?
(ক) ভাবের (খ) লেখনীর
(গ) বিষয়ের (ঘ) বিন্যাসের

৩৪। ‘Charity begins at home’- এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) ইচ্ছা থাকলে উপায় হয়
(খ) আপন ঘরই আসল ঘর
(গ) আগে ঘর তবে পর
(ঘ) উপদেশের চেয়ে কাজ ভাল

৩৫।কোনটির অভাবে চিঠিপত্র ডেডলেটারবলে চিহ্নিত হয়?
(ক) প্রাপকের প্রতি সম্বোধন (খ) প্রেরকের স্পষ্ট ও পূর্ণ ঠিকানা
(গ) প্রাপকের স্পষ্ট ও পূর্ণ ঠিকানা (ঘ) প্রয়োজনীয় ডাকটিকিট

৩৬। উত্তম পুরুষের উদাহরণ কোনটি?
(ক) তোমরা (খ) আমরা
(গ) আপনি (ঘ) ওরা

৩৭। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
(ক) পত্রের ভাষা
(খ) পত্রের বক্তব্য বিষয়
(গ) পত্রের আঙ্গিক (ঘ) স্থান ও তারিখ

৩৮। ব্যক্তিগত পত্রে প্রাপক সমবয়সী হলে উপযু্ক্ত সম্বোধন কোনটি  হবে?
(ক) কল্যাণীরেষু (খ) দোয়াবরেষু
(গ) প্রীতিভাজনেষু (ঘ) শ্রদ্ধাভাজনেষু

৩৯। ‘One should love one’s country.’- এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) প্রত্যেকেরই দেশকে ভালোবাসা উচিত
(খ) প্রত্যেকে প্রত্যেকের দেশকে ভালোবাসা কর্তব্য
(গ) প্রত্যেকের দেশকেই ভালোবাসা উচিত
(ঘ) দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ

৪০।ট্রেন ঢাকা ছাড়ল।’- ‘ঢাকাপদটি কোন কারক?
(ক) কর্ম (খ) করণ
(গ) অপাদান (ঘ) অধিকরণ

৪১। কোন শব্দটি পারিভাষিক শব্দ?
(ক) চাঁদ (খ) হাত
(গ) সচিব (ঘ) পাউরুটি

৪২।শুঁড়ির সাক্ষী মাতাল’- এ প্রবাদটির অর্থ কী?
(ক) যেখানে মন্দের ভাগ বেশি (খ) দুষ্টের সহায়ক দুষ্ট লোক
(গ) উপকারীর উপকার করা (ঘ) হঠাত্ বিপদ উপস্থিত

৪৩। ক্রিয়ামূলের চিহ্ন কোনটি?
(ক) < (খ) > (গ) ? (ঘ) =

৪৪। শব্দ বিভক্তির অপর নাম কী?
(ক) প্রাদিপদিক (খ) ক্রিয়া বিভক্তি
(গ) কারক বিভক্তি
(ঘ) তদ্ধিত প্রত্যয়

৪৫। ক্রিয়ার উত্পত্তি হয় কোথা থেকে?
(ক) বিভক্তি থেকে (খ) কারক থেকে
(গ) ধাতু থেকে (ঘ) সন্ধি থেকে

৪৬।আমরা বই পড়ি’- এখানে ক্রিয়া কোন ভাবের উদাহরণ?
(ক) অনুজ্ঞা (খ) নির্দেশক ভাব
(গ) আকাঙ্ক্ষাবাচক (ঘ) শর্তবাচক

৪৭। কোন কালে অনুজ্ঞা ব্যবহার হয়?
(ক) শুধু বর্তমান কালে
(খ) শুধু অতীত কালে
(গ) শুধু ভবিষ্যত্ কালে
(ঘ) বর্তমান ও ভবিষ্যত্ কালে

৪৮। অনুবাদকে কোনটির সাথে তুলনা করা যায়?
(ক) গ্রন্থ প্রকাশ (খ) সাহিত্য শিল্প
(গ) চিঠিপত্র (ঘ) স্থাপত্য

৪৯। পত্রের কোন অংশকে গর্ভাংশ বলা হয়?
(ক) সম্বোধন অংশকে (খ) ঠিকানা অংশকে
(গ) মূল বিষয় অংশকে (ঘ) লেখকের স্বাক্ষর অংশকে

৫০। ‘The examination is knocking at the door.’ - এর বাংলায় অনুবাদ কোনটি?
(ক) পরীক্ষা আসছে ঐ
(খ) পরীক্ষা দরজার কাছে
(গ) পরীক্ষা দরজা নাড়ছে
(ঘ) পরীক্ষা সন্নিকটে





উত্তর: ১। ক  ২। খ ৩। গ ৪। গ ৫। ঘ ৬। ঘ ৭। গ ৮। খ  ৯। খ ১০। গ ১১। গ  ১২। গ ১৩। ক ১৪। ঘ ১৫। ঘ ১৬। গ ১৭। ঘ ১৮। গ ১৯। ক ২০। ক ২১। ক ২২। খ ২৩। ক ২৪। ক ২৫। ঘ ২৬। গ ২৭। গ  ২৮। ঘ ২৯। গ ৩০। ক ৩১। খ ৩২। খ ৩৩। গ ৩৪। গ  ৩৫। গ ৩৬। খ ৩৭। খ ৩৮। গ ৩৯। ক ৪০। গ  ৪১। গ ৪২। খ ৪৩। গ ৪৪। গ ৪৫। গ ৪৬। খ ৪৭। ঘ ৪৮। খ ৪৯। গ ৫০। ঘ





শব্দ ও শব্দের গঠন


১। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?
ক) বর্ণ খ) পদ গ) শব্দ ঘ) প্রত্যয়

২। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক) বর্ণ খ) স্বরবর্ণ গ) ব্যঞ্জনবর্ণ ঘ) ধ্বনি

৩। শব্দ গঠনের প্রথম উপায় কোনটি?
ক) উপসর্গ যোগ খ) প্রত্যয় যোগ
গ) অনুসর্গ যোগ ঘ) বর্ণের সঙ্গে বর্ণ যোগ।

৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার খ) ফলা গ) মাত্রা ঘ) রেফ

৫। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার খ) ফলা গ) মাত্রা ঘ) রেফ

৬। কোন স্বরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই?
ক) অ খ) আ গ) ঋ ঘ) এ

৭। ’-এর সংক্ষিপ্ত রূপকয়টি?
ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

৮। পদ হতে গেলে শব্দের সঙ্গে কী যুক্ত থাকতেই হবে?
ক) বিভক্তিখ) উপসর্গগ) প্রত্যয় ঘ) অনুসর্গ

৯। বাক্যে ব্যবহূত বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
ক) প্রকৃতি খ) প্রত্যয় গ) ধাতু ঘ) পদ

১০। পদের গঠনে কয়টি অর্থযুক্ত অংশ থাকে?
ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

১১। শব্দের বা পদের মূল অর্থময় অংশকে কী বলে?
ক) বিভক্তিখ) উপসর্গগ) প্রকৃতিঘ) প্রত্যয়

১২। প্রকৃতি কয় প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার

১৩। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
ক) উপসর্গ খ) অনুসর্গ গ) প্রত্যয় ঘ) ধাতু

১৪। কোনটি নাম প্রকৃতির অন্তর্ভুক্ত নয়?
ক) বিশেষ্য খ) সর্বনাম গ) ক্রিয়া ঘ) অব্যয়

১৫। দুটি শব্দের মধ্যে যুক্ত অংশকে কী বলা হয়?
ক) আদ্যাগম খ) মধ্যাগম
গ) মধ্যগত ঘ) পরাগম

১৬। শব্দের শুরুতে যুক্ত অংশকে কী বলা হয়?
ক) প্রকৃতিখ) প্রত্যয় গ) উপসগ র্ঘ) বিভক্তি

১৭। শব্দের শেষে যুক্ত অংশ কয় প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১৮। নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি শেষে যে ধ্বনি বা ধ্বসিসমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কী বলে?
ক) উপসর্গখ) অনুসর্গগ) বিভক্তিঘ) প্রত্যয়

১৯। বিভক্তি কয় প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

২০। নাম প্রকৃতির সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কী বলে?
ক) ধাতু খ) প্রত্যয়
গ) শব্দবিভক্তি ঘ) ক্রিয়াবিভক্তি

২১। শব্দ বিভক্তিকে আর কী বলা হয়?
ক) ক্রিয়া বিভক্তি খ) কারক বিভক্তি
গ) সমাস বিভক্তি ঘ) কোনটি নয়

২২। ক্রিয়া বা ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কী বলে?
ক) শব্দ বিভক্তি খ) কারক বিভক্তি
গ) ক্রিয়া বিভক্তি ঘ) প্রত্যয়






সঠিকউত্তর:
১গ.২ঘ.৩ঘ.৪ক.৫খ.৬ক.৭খ.৮ক.৯ঘ.১০খ.১১গ.১২ক.১৩ঘ.১৪গ.১৫খ.১৬গ.১৭ক.১৮গ.১৯ক.২০গ.২১খ.২২গ.২৩ক


বাংলা ভাষায় ব্যবহূত শব্দের পরিচয়

১। বাংলা ভূখণ্ডে কারা প্রথম এসেছে?
ক) অস্ট্রিক খ) দ্রাবিড় গ) আর্য ঘ) কোল

২। যারা বাঙালি জাতির গোড়াপত্তন করেছে তাদেরকে কী বলা হতো?
ক) আর্য খ) বং গ) ঋষি ঘ) অনার্য

৩। আর্যদের প্রমিত কথ্য এবং লেখ্য ভাষা কোনটি?
ক) অসমিয়া খ) উড়িয়া গ) বৈদিক ঘ) প্রাকৃত

৪। বৈদিক থেকে কোন ভাষা গড়ে উঠেছে?
ক) মুন্ডারী খ) সংস্কৃত গ) প্রাকৃত ঘ) অসমিয়া

৫। উত্স বা উত্পত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি

৬। যে সকল শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদেরকে কী শব্দ বলে?
ক) অর্থতত্সম শব্দ খ) তত্সম শব্দ
গ) তদ্ভব শব্দ ঘ) সংস্কৃত শব্দ

৭। চন্দ্রকোন শব্দের উদাহরণ?
ক) তত্সম খ) তদ্ভব গ) দেশি ঘ) বিদেশি

৮। কোনটি তত্সম শব্দের উদাহরণ?
ক) কুচ্ছিত খ) বেগম গ) গিন্নী ঘ) হস্ত

৯। কথ্য সংস্কৃত ভাষার পরিবর্তিত রূপ কী বলে?
ক) প্রাকৃত খ) পালি গ) বাংলা ঘ) উড়িয়া

১০। প্রাকৃত ভাষাগুলোর কয়টি রূপ ছিল?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি।

১১। বাংলা ভাষা কোন প্রাকৃতের পরিবর্তিত রূপ?
ক) মাগধি প্রাকৃত খ) মহারাষ্ট্রীয় প্রাকৃত
গ) গৌড়ীয় প্রাকৃত ঘ) অর্থ মাগধী প্রাকৃত

১২। বাংলা ভাষার যে শব্দগুলো তত্সম শব্দ থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত রূপ পেয়েছে তাদেরকে কী শব্দ বলা হয়?
ক) অর্ধ-তত্সম খ) তদ্ভব গ) দেশি ঘ) পারিভাষিক

১৩। হাতশব্দটি কোন শ্রেণীর?
ক) দেশি খ) তত্সম গ) তদ্ভব ঘ) বিদেশি

১৪। তদ্ভব শব্দ কোনটি?
ক) গিন্নি খ) পেট গ) চন্দ্র ঘ) আজ

১৫। সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ ব্যবহূত শব্দ কোনটি?
ক) তত্সম শব্দ ) তদ্ভব শব্দ
) অর্ধ-তত্সম শব্দ ঘ) দেশি শব্দ

১৬। অর্ধ-তত্সম শব্দ কোনটি?
ক) অদ্য খ) মস্তক গ) হস্ত ঘ) গিন্নি

১৭। বাংলা ভাষায় গৃহীত মুণ্ডা, কোল, প্রভৃতি ভাষার শব্দগুলোকে কী শব্দ বলা হয়?
ক) তত্সম খ) অর্ধ-তত্সম গ) দেশি ঘ) বিদেশি

১৮। অনার্য জাতির ব্যবহূত শব্দকে কী বলে?
ক) দেশি শব্দ খ) বিদেশি শব্দ
গ) তত্সম শব্দ ঘ) বাংলা শব্দ

১৯। কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক) সূর্য খ) কুড়ি গ) চা ঘ) ধর্ম

২০। তামিল ভাষার শব্দ কোনটি?
ক) পেট খ) কুলা গ) চুলা ঘ) কুড়ি

২১। মুণ্ডারী ভাষায় শব্দ কোনটি?
ক) কড়ি খ) পেট গ) চুলা ঘ) ডাব

২২। দামকোন ভাষার শব্দ?
ক) ফারসি খ) ফরাসি গ) চিনা ঘ) গ্রিক

২৩। আরবি ভাষার শব্দ কোনটি?
ক) বেহশত খ) ঈমান গ) খোদা ঘ) বান্দা

২৪। খোদা, পয়গম্বর, বেহেশত, বেগম, বান্দা, তারিখ, দোকান কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) ফারসি গ) তুর্কি ঘ) ফরাসি



সঠিকউত্তর:
১ক.২খ.৩গ.৪খ.৫গ.৬খ.৭ক.৮ঘ.৯ক.১০ক.১১গ.১২খ.১৩গ.১৪ঘ.১৫গ.
১৬ঘ.১৭গ.১৮ক.১৯খ.২০ক.২১গ.২২ঘ.২৩খ,২৪খ


ধ্বনি ও বর্ণ


১। মানুষের কথাহল
ক) অর্থযুক্ত কিছু বর্ণ খ) অর্থযুক্ত কিছু শব্দ
গ) অর্থযুক্ত কিছু ধ্বনি ঘ) অর্থযুক্ত কিছু পদ

২। অর্থযুক্ত ধ্বনি কী?
ক) বর্ণ খ) শব্দ গ) পদ ঘ) বাক্য

৩। ধ্বনির মূল উত্স কী?
ক) মুখবিবর খ) গলনালি
গ) ফুসফুস ঘ) জিহ্বা

৪। কোনটির মাধ্যমে মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পায়?
ক) ধ্বনি খ) শব্দ গ) পদ ঘ) বাক্য

৫। বাক-প্রত্যঙ্গগুলোকে এক সঙ্গে কী বলা হয়?
ক) স্বরতন্ত্রী খ) মুখবিবর
গ) বাগযন্ত্র ঘ) ফুসফুস

৬। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা যেতে পারে?
ক) ফুসফুস খ) জিহ্বা
গ) আলজিহ্বা ঘ) দাঁত

৭। জিভের নিচের দিকে যে মাংসপিণ্ড থাকে তার নাম কী?
ক) অধিজিহ্বা খ) তালু
গ) মাড়ি ঘ) মুখবিবর

৮। খাদ্যনালীর উপরে অধিজিহ্বার পেছনের ফাঁকা অংশের নাম কী?
ক) স্বরতন্ত্রী খ) মুখগহ্বর
গ) গলনালী ঘ) তালু

৯। গলনালি থেকে ঠোঁট পর্যন্ত অংশের নাম কী?
ক) স্বরতন্ত্রী খ) তালু
গ) মূর্ধা ঘ) মুখবিবর

১০। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়?
ক) কণ্ঠ্য ধ্বনি খ) নাসিক্য ধ্বনি
গ) দন্ত্য ধ্বনি ঘ) মূর্ধন্য ধ্বনি

১১। তালুকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১২। জিভকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১৩। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার

১৪। যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও কোনো বাধা পায় না তাকে কোন ধ্বনি বলে?
ক) স্বর ধ্বনি খ) ব্যঞ্জন ধ্বনি
গ) অল্পপ্রাণ ধ্বনি ঘ) মহাপ্রাণ ধ্বনি

১৫। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক) কণ্ঠ্য ধ্বনি খ) স্বর ধ্বনি
গ) ব্যঞ্জন ধ্বনি ঘ) মহাপ্রাণ ধ্বনি

১৬। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?
ক) শব্দ খ) বর্ণ গ) বাক্য ঘ) পদ

১৭। স্পর্শ বর্ণগুলো কয়টি স্থান থেকে উচ্চারিত হয়?
ক) ৪টি খ) ৩টি গ) ৫টি ঘ) ৭টি

১৮। তালব্য স্বর ধ্বনি কোনগুলো?
ক) অ, আ খ) উ,
গ) এ, ঐ ঘ) ই,

১৯। মূর্ধন্য স্বর ধ্বনি কোনটি?
ক) ট খ) ঋ গ) এ ঘ) ঐ

২০। প্রতি বর্গের কোন বর্ণটি ঘোষধ্বনির অন্তর্ভুক্ত নয়?
ক) ৩য় খ) ৪থ গ) ৫ম ঘ) ২য়

২১। উচ্চারণ স্থান অনুসারে এবং কোন ধ্বনি?
ক) অন্ত্যস্থ ধ্বনি খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি ঘ) ওষ্ঠ্য ধ্বনি

২২। উচ্চারণ স্থান অনুসারে এবং কোন ধ্বনি?
ক) দন্ত্য ধ্বনি খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি ঘ) ওষ্ঠ্য ধ্বনি

২৩। ’ -এর উচ্চারণ স্থান কোনটি?
ক) জিহ্বামূলখ) মূর্ধাগ) কণ্ঠঘ) ওষ্ঠ

২৪। ’-এর উচ্চারণ স্থান কোনটি?
ক) দন্তমূল খ) অগ্র দন্তমূল
গ) পশ্চাত্ দন্তমূল ঘ) অগ্রতালু

২৫। বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক) কণ্ঠ্য ধ্বনি খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি ঘ) ওষ্ঠ্য ধ্বনি

২৬। ক হতে ম পর্যন্ত ২৫টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে কী বলে?
ক) মৌলিক ধ্বনি খ) যৌগিক ধ্বনি
গ) স্পর্শ ধ্বনি ঘ) নাসিক্য ধ্বনি

২৭। উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৪ ভাগে খ) ৫ ভাগে
গ) ৬ ভাগে ঘ) ৭ ভাগে

২৮। বর্গের কোন বর্ণগুলো অল্পপ্রাণ?
ক) প্রথম ও দ্বিতীয়
খ) প্রথম ও তৃতীয়
গ) দ্বিতীয় ও তৃতীয়
ঘ) তৃতীয় ও চতুর্থ



উত্তর মালা: ১গ ২খ ৩গ, ৪ঘ ৫গ ৬ক ৭ক ৮গ ৯ঘ ১০খ ১১ক ১২ঘ ১৩ক ১৪ক ১৫গ ১৬খ ১৭গ ১৮ঘ ১৯খ ২০ঘ ২১খ ২২ক ২৩খ ২৪খ ২৫ঘ ২৬গ ২৭খ ২৮খ