দশটি কারণে জার্মানি হতে পারে উচ্চ শিক্ষার জন্য
আপনার সেরা গন্ত্যব্য
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL
& BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D
Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati
More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic
Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad,
P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911
450 131; E-mail:aboutdynamic@gmail.com
উচ্চ
শিক্ষার জন্য জার্মানি বিশ্বের ৩য় জনপ্রিয় গন্তব্য। জার্মান বিশ্ববিদ্যালয় সমুহের
প্রায় বারো শতাংশ ছাত্র/ছাত্রী পৃথীবির বিভিন্ন দেশ থেকে আগত। উচ্চ শিক্ষার জন্য
জার্মানি একটি আকর্ষণীয় স্থান এবং জার্মান বিশ্ববিদ্যালয় ডিগ্রী নিয়োগকারীদের
দ্বারা সম্মানিত বিশ্বব্যাপী। জার্মানিই কেনো আপনার গন্তব্য হবে! দেখুন
তাহলে-যে দশটি কারণে জার্মানি হতে পারে উচ্চ শিক্ষার জন্য আপনার সেরা
গন্ত্যব্য-
১)আপনি পাচ্ছেন বিশ্বের শীর্ষ স্বীকৃত
ডিগ্রীঃ-
জার্মানির উচ্চ শিক্ষা বিশ্বের সেরা। জার্মানির প্রকৌশল ও বিজ্ঞান শিক্ষার
ব্যাপারে বেশ সুনাম রয়েছে।জার্মান বিশ্ববিদ্যালয় সমুহের ডিগ্রী বিশ্বর
নিয়োগকারীদের কাছে বেশ গ্রহণ যোগ্য।
২) আপনি বিভিন্ন ক্ষেত্রে উচ্চ
শিক্ষার সুযোগ পাবেনঃ-
জার্মানির উচ্চ শিক্ষা ব্যবস্থা প্রত্যেকের জন্য। এই মহুর্তে জার্মানিতে
৪৫০ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৭,৫০০ এর মত কোর্স করানো হচ্ছে। জার্মান
বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ধরনের ডিগ্রী অফার করে যেমন:- ব্যাচেলর, মাস্টার্স,
পিএইচডি ইত্যাদি। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো বৈজ্ঞানিক বিষয়সহ গবেষণা উপর অধিক
গুরুত্ব দেয়। অপরপক্ষে, ফলিত বিশ্ববিদ্যালয়গুলো খুব অনুশীলন-ভিত্তিক
হয়। আপনি যদি শৈল্পিক বিষয়গুলোর প্রতি অধিক আগ্রহী হন, তাহলে আপনি কলেজ অব
আর্টস, ফিল্ম, মিউজিক এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
৩) আপনি ইংরেজীতেও অধ্যয়ন করতে
পারেনঃ-
জার্মান মাধ্যম ছাড়াও আপনি ইংরেজী মাধ্যমে পড়তে পারেন বিশেষ করে মাস্টার্স
লেভেলে। এটা অবশ্য ভাল সংবাদ যদি আপনি জার্মান না জানেন বা সামান্য জার্মান জানেন।
বর্তমানে কত গুলো কোর্স ইংরেজী মাধ্যমে করানো হয় তা আপনি এই www.daad.de ডাটাবেজ থেকে খুজে পাবেন।
৪) আপনি একা ননঃ-
জার্মানিতে ১২% ছাত্র/ ছাত্রী পৃথীবির বিভিন্ন দেশ থেকে পড়তে আসে, আপনার
মতই। পৃথীবির বিভিন্ন দেশ থেকে আগত ছাত্র/ ছত্রীদের সাথে বন্ধুত্ব করে আপনি আপনার
অবসর সময় কাটাতে পারেন। আপনি যাতে সহজেই জার্মানিতে মানিয়ে উঠতে পারেন সেই জন্য
বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ধরনের মেন্টরি প্রোগ্রাম করিয়ে থাকে যেমনঃ- বাডি, টমটম
ইত্যাদি।
৫) আপনাকে খুব কম টিউশন ফি পরিশোধ করতে
হবে-কখনও কখনও এই সামান্য টিউশন ফি ও লাগে নাঃ-
জার্মান বিশ্ববিদ্যালয় সমুহতে সাধারণত ছাত্র/ছাত্রীদের কোন টিউশন ফি দিতে
হয় না, ক্ষেত্র বিশেষ লাগলেও সেটা খুবই সামান্য। প্রায় সকল জার্মান বিশ্ববিদ্যালয়
সরকারের পক্ষ থেকে অনুদান পেয়ে থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহতে স্নাতক পড়ালেখার
কোন টিউশন ফি নেই। কিছু মাস্টার্স বিষয়ে টিউশন ফি আছে কিন্তু সেটা অন্যান্য উন্নত
দেশের তুলনায় খুবই নগণ্য।
৬) আপনি খুবই সাশ্রয়ী খরচে বসবাস
করতে পারবেনঃ-
অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় জার্মানিতে জীবন যাত্রার ব্যয় সহনীয় ।
খাদ্য, ভাড়া, পোশাক ও সাংস্কৃতিক কার্যক্রম এর খরচ অন্যান্য ইইউ ভুক্ত দেশের সম
পর্যায়ের। শিক্ষার্থী হিসেবে কিছু কিছু ক্ষেত্রে আপনি ছাড় পাবেন। থিয়েটার,জাদুকর,
ওপেরা হাউজ,সিনেমা ও সুইমিংপুল এই ধরনের প্রতিষ্ঠানে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের
আইডি কার্ড দেখালে ছাড় পাবেন।
৭) আপনি বিভিন্ন ধরনের বৃত্তি পেয়ে
লাভবান হতে পারেনঃ-
একজন বিদেশী শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ে ভাল ফলাফল করে আর্থিক সহায়তা
পেতে পারে। ডাড ( www.daad.de )জার্মানির সবচেয়ে বড় বৃত্তি প্রদানকারী
সংস্থা। এটি পৃথীবির বিভিন্ন দেশের ছাত্র/ ছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে। শুধু ডাড
নয় এই রকম আরো বিভিন্ন ধরনের সেবা মুলক প্রতিষ্ঠান বৃত্তি প্রদান করে থাকে।
৮) আপনি একটি নিরাপদ দেশে বাস করতে
পারবেনঃ-
আন্তর্জাতিক মানদন্ডে জার্মানি একটি নিরাপদ দেশ। এখানকার পুলিশ খুবই
বিশ্বস্ত আপনি যে কোন বিষয়ে পুলিশের সহোযোগীতা পাবেন। আপনি ছোট কিংবা বড় যে শহরেই
বাস করেন না কেন কোন রকম ঝামেলা ছাড়াই চলতে পারবেন।
৯) আপনি ইউরোপের প্রানকেন্দ্র
বসবাস করতে পারবেনঃ-
সমুদ্র সৈকত, পর্বতমালা, ঐতিহ্যবাহী বিভিন্ন শহর এবং প্রাকৃতি সৌন্দর্যের
এক নীলাভুমির সমন্বয় পাবেন। জার্মানিতে বসবাস করা মানে ইউরোপের কেন্দ্রে বসবাস করা
কারণ এর চারদিকে অন্যান্য ইউরোপীয় দেশ অবস্থিত। আপনি প্যারিস, কোপেনহেগেন, হেগ,
ব্রাসেলস, জুরিখ ইত্যাদি আকর্ষণী স্থানে বেড়াতে যেতে পারেন কোন রকম ভিসা ছাড়াই।
দুই তিন ঘন্টার প্লেন অথবা বাস ভ্রমনের ফলেই আপনি বিভিন্ন ভাষা ও সংস্কৃতি
সম্পর্কে ধারণা পেতে পারেন। ছুটির দিনের ভ্রমন খুবই আরামদায়ক।
১০) আপনি একটি ভাষা শিখতে পারেন এবং
এটা আপনাকে বিভিন্ন কাজের সযোগ করে দিবেঃ-
ভাষার দিক দিয়ে জার্মান
ভাষার অবস্থান দশম। সারা পৃথিবীতে ১৮৫ মিলিয়ন লোক জার্মান ভাষায় কথা বলে। আপনি জার্মান
মাধ্যমে পড়তে পারেন এমনকি আপনি যদি সামান্য জার্মানও জানেন। জার্মান মাধ্যমে পড়ালেখা
করলে জার্মানিতে জীবন ধারণ করা অনেক সহজ মনে হবে। কেউ বলে না জার্মান ভাষা সহজ কিন্তু
জার্মান ভাষা শেখার বিভিন্ন পন্থা রয়েছে যেমন জার্মান ভাষার বিভিন্ন কোর্স, আপনার জার্মান
ফ্ল্যাটমেট ও ইন্টারনেট থেকে।