বাঙালীদের জন্য স্পোকেন ইংলিশ এ দক্ষ হওয়ার ৫টি সহজ উপায়
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL
& BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D
Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati
More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic
Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad,
P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911
450 131; E-mail:aboutdynamic@gmail.com
---------------------------------------------------------------------------------------
বর্তমান যুগে, ইংরেজি ছাড়া কোন কিছু ভাবাই যায় না। চাকরিক্ষেত্র হোক বা পড়াশোনা, সব জায়গাতেই ইংরেজিতে কমিউনেশন এখন প্রাথমিক চাহিদা (minimum
eligibility criteria)। আপনার অন্য অনেক বিষয়েই ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু, ইংরেজিতে কথা বলার পারদর্শিতা এখন সবথেকে বেশি চাহিদাসম্পন্ন। বিভিন্ন মাল্টিন্যাশনাল সংস্থা তে ভালো চাকরি পেতে হলে ভালো স্পোকেন ইংলিশ স্কিল এর কোন বিকল্প নেই। এখন নতুন নতুন স্কিল ডেভেলপ করার সময় এসেছে।
কীভাবে ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলবেন? নীচের সহজ উপায় গুলি অনুসরণ করুনঃ
1. ভীতি কাটিয়ে বলা শুরু করুনঃ এমন অনেক সময়ই হয় যে ইংরেজি ভাষায় আপনি কথা বলতে চাইলেও ভুল বলে ফেলার ভয়ে আটকে যান। এও ভাবেন যে তাতে আশেপাশের সকলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু এই ভয় শীঘ্রই কাটাতে হবে। কে ঠাট্টা করলো বা কি বললো, সেসব ভুলে গিয়ে চেষ্টা করতে হবে। বলা শুরু না করা অবধি, আপনি বুঝতেই পারবেন না ইংরেজি বলা তে ভুলভ্রান্তি টা ঠিক কোথায় হচ্ছে, এবং সেখানে উন্নতি করতে গেলে কি করতে হবে। সুতরাং অযথা ভয় বা লজ্জা পেলে চলবেনা।
এই ভয় কাটাতে আপনি কিছু এমন বন্ধু খুঁজে বের করুন, যারা আপনার মতোই স্পোকেন ইংলিশ এ পারদর্শী হতে চান। তাদের সাথে ইংরেজিতে কথা বলুন, নিয়মিত চর্চা করুন। সবসময় মনে রাখবেন অনুশীলন করলে তবেই সাফল্য লাভ হয়, ইংরেজি তে একটি প্রচলিত কথা আছে- “Practice makes a man perfect”। এভাবে 4-5 জন মিলে দৈনন্দিন ইংরেজিতে বার্তালাপ করলে নিমেষেই অনেক দ্রুত আপনি ইংরেজিতে দক্ষভাবে কথা বলা শিখে যাবেন।
2. ইংরেজিতে চিন্তাভাবনা করতে শিখুনঃ আমরা যেমন কথা বলার আগে, মাথার ভিতরে কথাগুলো সাজাই এবং তারপরে বলা শুরু করি তেমন যদি আপনি ইংরেজি বলার সময়ও বাংলাতেই কথা সাজিয়ে তা ইংরেজি তে অনুবাদ করে বলা শুরু করেন অথবা ভাবা শুরু করেন, তাহলে আপনিও সঠিকভাবেই ইংরেজিতে কথা বলতে পারবেন। সুতরাং বলা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা ভাবনা করতে শিখুন, এবং মনে মনে ইংরেজিতেই কথা সাজাতে চেষ্টা করুন।
3. শব্দভান্ডার বাড়িয়ে তুলুনঃ কথা বলা শুরু করতে গেলে দরকার উপযুক্ত শব্দগুলি জানা। সেসব শব্দের ঞ্জান ঠিকমতো না থাকলে সমস্যা দেখা দেয়। এর একমাত্র সমাধান হল ইংরেজিতে
Vocabulary বাড়ানো। চেষ্টা করুন রোজই কিছু না কিছু নতুন শব্দ শিখতে এবং তার অর্থ মনে রাখতে। প্রথমে সহজ শব্দগুলি দিয়ে শুরু করুন, যেগুলো দৈনন্দিন কথা বলার সময় ব্যবহার করা হয়।
4. মিডিয়ার সাহায্য নিনঃ ইংরেজিতে কথা বলার জন্য আপনি বিভিন ধরনের মিডিয়া বা মাধ্যমকে কাজে লাগিয়ে অনেক কিছু শিখতে পারেন। ইংরেজি অনুবাদের বই, ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করুন। টেলিভিশনে বিভিন্ন ইংরেজি নিউজ চ্যানেলে প্রোগ্রামগুলি দেখুন। ইংরেজি মুভি ও দেখতে পারেন, তবে অবশ্যই Subtitle সহ। কিছু পপুলার ইংরেজি এন্টারটেইনিং শো দেখতে পারেন নিয়মিত, তাতে দেখার ইচ্ছে বজায় থাকবে এবং আপনার ইংরেজি শেখাটাও অনেক ভালো ও তাড়াতাড়ি হবে। মাঝে মাঝে নিজের ইংরেজি স্পিকিং এর Voice রেকর্ড করে শুনুন, তাতে Confidence ও বাড়বে এবং নিজের উচ্চারণ ও স্পষ্ট হচ্ছে কিনা লক্ষ রাখতে পারবেন।
5. লিসেনিং স্কিল এ নজর দিন: ভালোভাবে ইংরেজি বলার জন্য ভালো ইংরেজি জানতেও হবে এবং তার জন্য Listening Skill বাড়াতে
হবে। যত বেশি আপনি কানে শুনবেন ও বুঝবেন, ততই শীঘ্র আপনি শিখবেন। বেশি করে ইংরেজি সিনেমা দেখুন শব্দগুলো মন দিয়ে শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রামগুলি ও দেখতে পারেন, আপনি English music ও শুনতে পারেন। এগুলো ঠিকমতো অনুসরণ করলে আপনার Listening Skill সহজেই অনেক টা Developed হবে।
এছাড়াও অন্যভাবে English
podcast, online English class, YouTube ও
Unacademy তে English Lessons এর মাধ্যমে দক্ষভাবে ইংরেজি বলতে শেখার চেষ্টা করুন। অবশেষে, নতুন কিছু শেখা অনেকাংশেই নিজের ইচ্ছাশক্তি ও আগ্ৰহের ওপর নির্ভর করে। এই দুটি বজায় রেখে এগিয়ে যান, আপনার সফলতা নিশ্চিত।
স্পোকেন ইংলিশ রুল
===============================================