জেএসসি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
=====================================

বহু নির্বাচনী প্রশ্ন


১।    ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তরে মৃতের সংখ্যা ছিল প্রায়—

     ক. এক কোটি

     খ. দেড় কোটি

     গ. দুই কোটি

     ঘ. তিন কোটি

২।    চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণি তৈরি করা হয় কখন?

     ক. ১৭৯২ সালে

     খ. ১৭৯৩ সালে

     গ. ১৭৯৪ সালে

     ঘ. ১৭৯৫ সালে

৩।    ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন—

     i. সিপাহি মঙ্গলপাণ্ডে

     ii. হাবিলদার রজব আলী

     ররর. এ কে ফজলুল হক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

৪।    বধ্যভূমিকে কিসের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়?

     ক. গণহত্যা ও বর্বরতা    

     খ. সামরিক প্রশিক্ষণের কেন্দ্র

     গ. পাকিস্তানের ক্যাম্প      

     ঘ. পুলিশ ও আনসারের ব্যারাক

৫।    পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

     ক. রেসকোর্স ময়দানে    

     খ. পল্টনে

     গ. রমনা পার্কে        

     ঘ. চন্দ্রিমা উদ্যানে

৬।    ১৯৭০ সালে জয়ী হলেও আওয়ামী লীগ ক্ষমতায় না যেতে পারার কারণ—

     i. জুলফিকার আলী ভুট্টোর ষড়যন্ত্র

     ii. পাকিস্তানি শাসকের ভীতি

            iii. যোগ্য লোকের অভাব

     নিচের কোনটি সঠিক?

     ক. iও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

৭।    বাংলার বিখ্যাত মসলিন কাপড় ছিল—

            i. অতিসূক্ষ্ম

     ii. দামে সস্তা

     iii. খুব উন্নতমানের

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

৮।    কোন সময়ে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে?

     ক. সুলতানি আমল থেকে    

     খ. প্রাচীন বাংলার শুরু থেকে

     গ. ইংরেজ শাসনের প্রথম থেকে

     ঘ. ইংরেজ শাসনের শেষ থেকে

৯।    নিচের লেখকদের মধ্যে বাংলাদেশের খ্যাতনামা নাট্যকার নন কে?

     ক. শওকত ওসমান      

     খ. মুনীর চৌধুরী

     গ. সেলিম আল দীন      

     ঘ. শামসুল হক

১০।   দিঘাপতিয়ার জমিদারবাড়ি কোথায় অবস্থিত?

     ক. নাটোর      

     খ. দিনাজপুর

     গ. রাজশাহী      

     ঘ. রংপুর

১১।   কিভাবে প্রত্নসংগ্রহশালা পরিচালিত হয়?

     ক. প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক    

     খ. নৃবিজ্ঞান বিভাগ কর্তৃক

     গ. প্রশাসন বিভাগ কর্তৃক    

     ঘ. আইন বিভাগ কর্তৃক

১২।   রবীন্দ্র স্মৃতিজড়িত স্থান হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

     ক. ঢাকার আহসান মঞ্জিল        

     খ. ময়মনসিংহ শহর

     গ. কুষ্টিয়ার কুঠিবাড়ি      

     ঘ. রংপুরের তাজহাট

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নে উত্তর দাও :

     রহিম লেখাপড়ায় ভালো। পাশের বাসার রুমার সঙ্গে তার বন্ধুত্ব হয়। দুজনে অযথা অনেক সময় নষ্ট করে। ফলে সে আস্তে আস্তে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। এতে সে পরীক্ষায় খারাপ করে।

১৩।   উদ্দীপকে রহিম পড়াশোনায় অমনোযোগী হয়েছে মূলত—

     ক. বন্ধুত্ব করার ফলে      

     খ. সঙ্গীর প্রভাবের ফলে

     গ. অনুকরণের ফলে      

     ঘ. অভিভাবকের কারণে

১৪।   রহিমের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য প্রয়োজন—

     i. খারাপ সঙ্গ ত্যাগ করা

     ii. ভালো সঙ্গীর সংস্পর্শে আসা

     iii. পিতামাতা ও বড়দের অমান্য করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৫।   মেধা ও চিন্তার বিকাশ ঘটাতে কোন মাধ্যমটির গুরুত্ব রয়েছে?

     ক. ই-কমার্স          

     খ. ই-মেইল

     গ. টুইটার            

     ঘ. টেলিভিশন

১৬।   নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি কার্যক্রম হচ্ছে—

     i. নারীর অধিকার বৃদ্ধি করা

     ii. নারীনীতি বাস্তবায়ন করা

     iii. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৭।   দুস্থ নারী ও শিশুদের জন্য সমাজের মানুষের দায়িত্ব হতে পারে যা—

     i. বর্ণবৈষম্যহীন আচরণ করা

     ii. সাধ্যমতো সাহায্য করা

     iii. পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৮।   বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা বোঝা যাবে—

     i. জিডিপিতে বৃদ্ধি বা কমা দেখে

     ii. জিএনপির বৃদ্ধি বা কমা দেখে

     iii. জিএনআইয়ের বৃদ্ধি বা কমা দেখে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৯।   বাংলাদেশের প্রশাসনিক কাজ পরিচালিত হয় কোথা থেকে?

     ক. সংসদ ভবন    

     খ. গণভবন      

     গ. সচিবালয়      

     ঘ. সুপ্রিমকোর্ট

২০।   কোন বিভাগ সরকারের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করে?

     ক. আইন বিভাগ        

     খ. শাসন বিভাগ        

     গ. বিচার বিভাগ        

     ঘ. রাষ্ট্রপতির দপ্তর




উত্তর:

১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক

৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. ক

১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ  ১৮. ঘ ১৯. গ ২০. ক


===============================================

১. বাংলায় স্বাধীন সুলতানি আমল স্থায়ী হয়েছিল-
Ο ক) দু শ বছর
Ο খ) সত্তর বছর
Ο গ) একশ বছর
Ο ঘ) তিনশ বছর
 সঠিক উত্তর: (ক)

 ২. মারওয়াড়িরা বাংলার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়-
i. ক্ষমতা দখলের লোভে
ii. ব্যবসায়িক স্বার্থে
iii. স্বার্থ হাসিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. ‘ভাগ কর, শাসন কর’- এ নীতির প্রবক্তা করা?
Ο ক) পর্তুগিজরা
Ο খ) ভারতীয়রা
Ο গ) ব্রিটিশরা
Ο ঘ) ফরাসিরা
 সঠিক উত্তর: (গ)

 ৪. ব্রিটিশ শাসনকালে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে থাকার কারণ কী ছিল?
Ο ক) সামাজিক অনুশাসন
Ο খ) বৈষম্য নীতি
Ο গ) আইনগত বাধা
Ο ঘ) সামকাজিক অসহযোগিতা
 সঠিক উত্তর: (ক)

 ৫. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের ফলে কারা এটি রদ করতে বাধ্য হয়?
Ο ক) ফরাসিরা
Ο খ) ইংরেজরা
Ο গ) ওলন্দাজরা
Ο ঘ) পর্তুগিজরা
 সঠিক উত্তর: (খ)

 ৬. বাংলার স্বাধীন সুলতানি শাসন সম্পর্কে বলা যায়-
i. স্থায়িত্বকাল দুশ বছর
ii. প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মোবারক শাহ
iii. সুলতানরা অবাঙালি ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭. বাংলায় অসহযোগ আন্দোলনের মূলসূত্র কী ছিল?
Ο ক) স্বরাজ আন্দোলন
Ο খ) সশস্ত্র আন্দোলন
Ο গ) স্বদেশি আন্দোলন
Ο ঘ) বঙ্গভঙ্গ আন্দোলন
 সঠিক উত্তর: (গ)

 ৮. সুবেদার সুজাউদ্দিন ক্ষমতায় ছিলেন কত বছর?
Ο ক) ১১ বছর
Ο খ) ১৩ বছল
Ο গ) ১৫ বছর
Ο ঘ) ১৬ বছর
 সঠিক উত্তর: (ক)

 ৯. কাদের সূত্রে বাংলার রাজদরবারের ভাষা হয় ফারসি?
Ο ক) সেনদের সূত্রে
Ο খ) পালদের সূত্রে
Ο গ) সুলতানিদের সূত্রে‘
Ο ঘ) আফগানদের সূত্রে
 সঠিক উত্তর: (গ)

 ১০. পূর্ববঙ্গ বাংলাদেশের একটি পরিচয়। এই পরিচয়ের সাথে কোনটি সম্পৃক্ত?
Ο ক) ভারত শাসন আইন
Ο খ) বঙ্গভঙ্গ
Ο গ) বঙ্গভঙ্গ রদ
Ο ঘ) সাইমন কমিশন
 সঠিক উত্তর: (খ)

 ১১. কাসিমবাজারে ওলন্দাজদের ফ্যাক্টরি ছিল-
Ο ক) তাঁতের
Ο খ) বস্ত্রের
Ο গ) সিল্কের
Ο ঘ) পাটের
 সঠিক উত্তর: (গ)

 ১২. বাংলা ভূখন্ডের জাতিগোষ্ঠী হলো- i. মুসলিম ও হিন্দু ii. খ্রিস্টান iii. বৌদ্ধ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতনি শাসন প্রতিষ্ঠা করেন কোথায়?
Ο ক) দক্ষিণ ভারতে
Ο খ) তুরস্কে
Ο গ) বাংলায়
Ο ঘ) উড়িষ্যায়
 সঠিক উত্তর: (গ)

 ১৪. ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে আসেন?
Ο ক) কলকাতা
Ο খ) কালিকট
Ο গ) মংলা
Ο ঘ) মুম্বাই
 সঠিক উত্তর: (খ)

 ১৫. ফরাসিরা ইংরেজদের সাথে যুদ্ধে হেরে কোথায় চলে যায়?
Ο ক) ইন্দোনেশিয়ায়
Ο খ) মালয়েশিয়ায়
Ο গ) সিরিয়ায়
Ο ঘ) ইন্দো চীনে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. ইউরোপীয় জাতিগুলোর কাছে ভারতবর্ষের যে জিনিসগুলো আকর্ষণীয় হয়ে উঠে সেগুলো হলো-
i. বাংলার সিল্ক
ii. কয়লা সম্পদ
iii. মসলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল-
i. ফারসি চর্চা বাড়ানো
ii. মুসলমানদের খুশি করা
iii. অনুগত শ্রেণি তৈরি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮. শায়েস্তা খানের দৈনিক আয় ছিল-
Ο ক) পাঁচ লক্ষ টাকা
Ο খ) চার লক্ষ টাকা
Ο গ) দুই লক্ষ টাকা
Ο ঘ) এক লক্ষ টাকা
 সঠিক উত্তর: (গ)

 ১৯. বার্নিয়ের কে ছিলেন?
Ο ক) জার্মান পর্যটক
Ο খ) ফরাসি পর্যটক
Ο গ) চীনা পর্যটক
Ο ঘ) ব্রিটিশ পর্যটক
 সঠিক উত্তর: (খ)

 ২০. মুঘল সম্রাট আকবরের পুত্র কে ছিলেন?
Ο ক) বাবর
Ο খ) হুমায়ুন
Ο গ) শাহজাহান
Ο ঘ) জাহাঙ্গীর
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে কী সৃষ্টি করা হয়েছিল?
Ο ক) বিষ্ময়
Ο খ) জনমত
Ο গ) চেতনাবোধ
Ο ঘ) বিশ্বাস
 সঠিক উত্তর: (খ)

 ২২. চন্দননগর ও চুঁচুড়ায় শক্ত ঘাঁটি গড়ে তুলেছিল কারা?
Ο ক) ফরাসিরা
Ο খ) পর্তুগিজরা
Ο গ) ইংরেজরা
Ο ঘ) ওলন্দাজরা
 সঠিক উত্তর: (ক)

 ২৩. বাংলা থেকে কার সময়ে বেশি পুঁজি পাচার হয়েছিল?
Ο ক) সুবেদার শায়েস্তা খান
Ο খ) সুবেদার ঈসা খান
Ο গ) সুবেদার সুজাউদ্দিন
Ο ঘ) কেদার রায়
 সঠিক উত্তর: (গ)

 ২৪. কোন মুঘল সম্রাটের সময়কালে ঘন ঘন কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ο ক) সম্রাট আকবর
Ο খ) সম্রাট শাহজাহান
Ο গ) সম্রাট জাহাঙ্গীর
Ο ঘ) সম্রাট হুমায়ুন
 সঠিক উত্তর: (গ)

 ২৫. ১৯৪০ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফরমুলা প্রদান করেন কারা?
Ο ক) মুসলিম লীগ
Ο খ) কংগ্রেস
Ο গ) ন্যাপ
Ο ঘ) গণতন্ত্রী পার্টি
 সঠিক উত্তর: (ক)

 ২৬. বাংলায় স্বাধীন সুলতানি শাসন স্থায়ী হয়েছিল-
i. ১০০ বছর
ii. ২০০ বছর
iii. ৩০০ বছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (খ)

 ২৭. ১৮২১ সালে মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কোথায়?
Ο ক) চন্ডিনগরে
Ο খ) পশ্চিমবঙ্গে
Ο গ) কলকাতায়
Ο ঘ) শ্রীরামপুরে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. ইউরোপের প্রভাবশালী নৌ-শক্তির অধিকারী দেশগুলোর লক্ষ্য ছিল কোন দেশ?
Ο ক) মিশর
Ο খ) আমেরিকা
Ο গ) ভারতবর্ষ
Ο ঘ) অস্ট্রেলিয়া
 সঠিক উত্তর: (গ)

 ২৯. ব্রিটিশ শাসনামলে মুষ্টিমেয়জমিদার শ্রেণিকে কী বলা হতো?
Ο ক) বুদ্ধিজীবী শ্রেণি
Ο খ) বণিক শ্রেণি
Ο গ) সুবিধাপ্রাপ্ত শ্রেণি
Ο ঘ) সুবিধাবঞ্চিত শ্রেণি
 সঠিক উত্তর: (গ)

 ৩০. কোন জাতিটি বাংলায় কারখানা স্থাপান করে ব্যবসা করেছিল?
Ο ক) আফ্রিকান
Ο খ) কিউই
Ο গ) অসি
Ο ঘ) দিনেমার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. ভারত সচিব কত সদস্যবিশিষ্ট পরামর্শক সভা বা কাউস্নিলের মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করবেন?
Ο ক) ১০ জন
Ο খ) ১৫ জন
Ο গ) ২০ জন
Ο ঘ) ২৫ জন
 সঠিক উত্তর: (খ)

 ৩২. ইংরেজদের উত্তরোত্তর শক্তি বৃদ্ধির কারণ কী ছিল?
Ο ক) জনশক্তি
Ο খ) সামরিক শক্তি
Ο গ) কৃষিভিত্তিক উৎপাদন শক্তি
Ο ঘ) প্রাকৃতিক শক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
Ο ক) পর্তুগিজ
Ο খ) ইটালীয়
Ο গ) ফরাসি
Ο ঘ) আইরিশ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. কে বাংলায় কিচুকাল দ্বৈতশাসন চালিয়ে যায়?
Ο ক) ক্লাইভ
Ο খ) লর্ড কর্নওয়ালিস
Ο গ) লর্ড লার্ডিঞ্জ
Ο ঘ) লর্ড ডালহৌসি
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. সামাজিক অনুশাসনের দাপটে কারা ব্যাপকভাবে পিছিয়ে ছিল?
Ο ক) নারী সমাজ
Ο খ) বৃদ্ধ সমাজ
Ο গ) শিল্পীরা
Ο ঘ) শিশুরা
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. ইউরোপে বাণিজ্য বিপ্লবের ফলে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্যে কীসের সন্ধান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে?
Ο ক) বাজারের
Ο খ) পরিবহণের
Ο গ) শ্রমের
Ο ঘ) শ্রমিকের
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. ভাস্কো-ডা-গামা কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) ফরাসি
Ο খ) পর্তুগিজ
Ο গ) স্প্যানিশ
Ο ঘ) চৈনিক
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ব্রিটিশ শাসনের ফলে বাংলার যে সকল ক্ষতি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. তাঁত শিল্প প্রায় ধ্বংস হয়
ii. কৃষির উন্নতি হয়
iii. নারী সমাজ পিছিয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. আল বুকার্ক কে ছিলেন?
Ο ক) দক্ষ বৈমানিক
Ο খ) দক্ষ সাহিত্যিক
Ο গ) দক্ষ নাবিক
Ο ঘ) দক্ষ রাজনীতিবিদ
 সঠিক উত্তর: (গ)

 ৪০. বাংলায় রাজপুতনা থেকে কারা এসেছিলেন?
Ο ক) বর্গীরা
Ο খ) কাবুলিওয়ালারা
Ο গ) মারওয়াড়িরা
Ο ঘ) পাঠানরা
 সঠিক উত্তর: (গ)

 ৪১. ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে আসেন?
Ο ক) মংলা
Ο খ) মুম্বাই
Ο গ) কলকাতা
Ο ঘ) কালিকট
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. ব্রিটিশ শাসনকালে কারা বাংলার সমাজে বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল?
Ο ক) শ্রমিক
Ο খ) জমিদার
Ο গ) কৃষক
Ο ঘ) সৈনিক
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. দিল্লির মুঘল সম্রাট আকবরের সেনাপতি কে ছিলেন?
Ο ক) মানসিংহ
Ο খ) কর্দপ নারায়ণ
Ο গ) কেদার রায়
Ο ঘ) প্রতাপাদিত্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. রবার্ট ক্লাইভ যেভাবে ক্ষমতা চর্চা করেছিলেন তা হলো-
i. ক্ষমতাহীন নবাব
ii. ক্ষমতাধর শাসন
iii. দ্বৈতশাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. স্বদেশী আন্দোলনর সূত্র ধরে যা ঘটে তা হলো-
i. স্বরাজ আন্দোলন
ii. সত্যাগ্রহ
iii. অসহযোগ আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৬. কংগ্রেস ও মুসলিম লীগ কোন রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল?
Ο ক) সাম্প্রদায়িক
Ο খ) অসাম্যভিত্তিক
Ο গ) অসাম্প্রদায়িক
Ο ঘ) সাম্যভিত্তিক
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. সেনরা বাংলায় এসেছিল কোথায় থেকে?
Ο ক) উত্তর ভারত
Ο খ) দক্ষিণ ভারত
Ο গ) মধ্য ভারত
Ο ঘ) পূর্ব ভারত
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. কার সূত্রধরে বাংলার সাথে তুর্কি যোগাযোগ ঘটে?
Ο ক) ফকরুদ্দিন মোবারক শাহ
Ο খ) সম্রাট আকবর
Ο গ) দেবপাল
Ο ঘ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. সেন রাজবংশ সম্পর্কে বলা যায়-
i. পাল রাজ বংশের পরবর্তী শাসনকর্তা
ii. দক্ষিণ ভারত থেকে এসেছিল
iii. মুহাম্মদ কাসিমের কাছে পরাস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫০. ‘ভাগ করো, শাসন করো’- এ নীতির প্রবক্তা কারা?
Ο ক) ভারতীয়রা
Ο খ) ব্রিটিশরা
Ο গ) ফরাসিরা
Ο ঘ) পর্তুগিজরা
 সঠিক উত্তর: (খ)


========================================

১। ‘ক’ এলাকার জমিদার মৃত্যুর পূর্বে তার অল্পবয়স্ক নাতিকে উত্তরাধিকারী হিসেবে ক্ষমতা প্রদান করেন। কতিপয় আত্মীয়স্বজন এবং পার্শ্ববর্তী এলাকায় কিছু লোভী ব্যবসায়ী বিদেশি ব্যবসায়ীদের যোগসাজশে তাকে ক্ষমতাচ্যুত করে বিদেশি শাসন প্রতিষ্ঠা করে।
ক. ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? ১
খ. ওয়েস্টফালিয়ার চুক্তি- ব্যাখ্যা কর। ২
গ. ‘ক’ এলাকার ঘটনা বাংলার ইতিহাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘আধুনিক জ্ঞানচর্চার ফলে উক্ত এলাকায় নবজাগরণ ঘটেছিল’- যৌক্তিক মতামত দাও। ৪
২। শেলি বাণিজ্যমেলা থেকে কয়েকটি শাড়ি ও নকশিকাঁথা কেনে। শাড়িগুলোর মধ্যে কোনোটি মোটা আবার কোনোটি মিহি। কেনাকাটা শেষ করে সে সেখানে বাউল শিল্পীদের পরিবেশিত গান শুনে মুগ্ধ হয়।
ক. চণ্ডীমঙ্গল কার লেখা? ১
খ. ‘কা আ তরুবর পাঞ্চ বি ডাল, চঞ্চল চী এ পইঠা কাল’- ব্যাখ্যা কর। ২
গ. শেলির ক্রয়কৃত জিনিসগুলো কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো আলাদা হলেও সবগুলো শাখাই মানুষের সৃজনশীলতার পরিচয় বহন করে’- যথার্থতা নিরূপণ কর। ৪
৩। সেলিম পড়ালেখার ফাঁকে ফাঁকে টিভিতে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান দেখে ও দেশ-বিদেশের খবর শোনে। অপরদিকে ওর চাচাতো ভাই মতিন পড়ালেখায় ফাঁকি দিয়ে মোবাইলে সারা দিন ভিডিও গেম খেলে। তাই সে পরীক্ষায় সেলিমের মতো ভালো ফল করতে পারছে না।
ক. ই-কমার্সের পূর্ণরূপ কী? ১
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝায়? ২
গ. সেলিমের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মতিনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির নেতিবাচক দিকটি প্রতিফলিত হলেও এর অনেক ইতিবাচক দিক রয়েছে- বিশ্লেষণ কর। ৪
৪. রাকিব পড়াশোনা শেষে চাকরি নিয়ে সিঙ্গাপুর চলে যায়। সে প্রতিমাসে দেশে টাকা পাঠায়, যা পরিবারের খরচ বহন করার পর দেশের উন্নয়নে ব্যবহৃত হয়।
ক. GDP-এর পূর্ণ অর্থ কী? ১
খ. বাংলাদেশের উৎপাদন ও আয় বৃদ্ধির মূল্য লক্ষ্য ব্যাখ্যা কর। ২
গ. রাকিবের সিঙ্গাপুর থেকে পাঠানো অর্থের ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে রাকিবের গৃহীত পদক্ষেপটি কী একমাত্র উপায়? মতামত দাও। ৪
৫. জনাব ‘ক’ ও জনাব ‘খ’ দু’জনেই রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। জনাব ‘ক’ আইন প্রণয়নে ভূমিকা রাখেন। অপরদিকে জনাব ‘খ’ সে আইন বাস্তবায়ন করেন।
ক. সংবিধান কত তারিখে চূড়ান্ত অনুমোদন পায়? ১
খ. সরকারকে কেন রাষ্ট্রের মূল চালিকাশক্তি বলা হয়? ২
গ. জনাব ‘ক’-এর কাজ সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব ‘ক’ ও জনাব ‘খ’ এর সম্পাদিত কাজের মাধ্যমেই কি রাষ্ট্র পরিচালনা সম্ভব? মতামত দাও। ৪
৬। মেঘনা পাড়ের বাসিন্দা রমজান আলীর বেশকিছু জমিজমা ছিল। বিগত কয়েক বছরে একটি বিশেষ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তার সমস্ত জমি মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। সে এখন পরিবার পরিজন নিয়ে শহরের বস্তি এলাকায় বসবাস করছে।
ক. ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের নিকটবর্তী স্তর কোনটি? ১
খ. মানবসৃষ্ট দুর্যোগ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত দুর্যোগটি ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উক্ত দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব’- বিশ্লেষণ কর। ৪
৭.
ক. ‘রাখাইন’ শব্দের অর্থ কী? ১
খ. সাংগ্রাই উৎসব কীভাবে পালিত হয়? ২
গ. ছকে উল্লিখিত ‘ঈ’ চিহ্নিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা কর। ৩
ঘ. ছকের ‘অ’ ও ‘ই’ চিহ্নিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক জীবনের তুলনামূলক আলোচনা কর। ৪
৮.
ক. বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি? ১
খ. জীববৈচিত্র্য বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত ‘আ’ শিল্পটি ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্ণিত শিল্পগুলোর ভূমিকা বিশ্লেষণ কর। ৪
৯. দৃশ্যকল্প-১ : মিতুল একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যা বিশ্বে খাদ্য সংকট মোকাবেলায় ভূমিকা রাখছে।
দৃশ্যকল্প-২ : রুমকি একটি সামাজিক সংস্থায় কর্মরত যা শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করে।
ক. জলপাই পাতা কিসের প্রতীক? ১
খ. ‘আন্তর্জাতিক আদালত’ ব্যাখ্যা কর। ২
গ. মিতুল কোন সংস্থায় কর্মরত? ব্যাখ্যা কর। ৩
ঘ. রুমকির কার্যক্ষেত্র বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে-বিশ্লেষণ কর। ৪

=====================================

বহু নির্বাচনী প্রশ্ন (মান ৩০)

১।         কত সালে ওয়েস্টফালিয়ার চুক্তি হয়?
            ক) ১৬৪৭ সালে     খ) ১৬৪৮ সালে      গ) ১৬৪৯ সালে      ঘ) ১৬৫০ সালে
২।         দুর্যোগপূর্ব কাজ কোনটি?
            ক) ৫ নম্বর বিপত্সংকেত শুনে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া                    খ) আহত মানুষদের প্রাথমিক সেবা দান
            গ) বিপত্সংকেত সম্পর্কে জানা ঘ) ত্রাণকাজে সাহায্য করা
৩।         ঢাকার সবচেয়ে পুরনো গির্জা কোনটি?
            ক) আর্মেনিয়ান চার্চ              খ) সেন্ট এশিয়ান চার্চ                        গ) জোসেফ চার্চ      ঘ) হলিক্রস চার্চ
৪।         বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে—
            i. একতা  ii. সংহতি             iii. বিতর্ক
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii    খ) ii, iii                        গ) i, iii ঘ) i, ii ও iii
৫।         স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক কী?
            ক) সরাসরি নিয়ন্ত্রণ থেকে মুক্ত             খ) নির্ভরশীল                                 গ) প্রতিযোগিতামূলক                         ঘ) বাধ্যতামূলক
৬।         দেশজ উৎপাদন বৃদ্ধি পেলে জনসাধারণের জীবনধারায় যে প্রভাব পরিলক্ষিত হয়—
            i. ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়                       ii. দারিদ্র্য হ্রাস পায়              iii. বেকারত্ব বৃদ্ধি পায়
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii   খ) ii, iii                         গ) i, iii ঘ) i, ii ও iii
৭।         কোন সুযোগ থেকে বাংলাদেশের বেশির ভাগ মানুষ বঞ্চিত?
            ক) প্রযুক্তি            খ) স্বাস্থ্যসেবা         গ) চাকরি ঘ) শিক্ষা 
৮।         মানবসম্পদ উন্নয়নের জন্য সরকারকে প্রথম কোন বিষয়টি নিশ্চিত করতে হবে?
            ক) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা             খ) কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা          গ) যুব উন্নয়ন কেন্দ্র স্থাপন                  ঘ) নারী শিক্ষার প্রসার
৯।         শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা এক অপরকে—
            ক) সহযোগিতা করতে শেখায়               খ) প্রভাব বিস্তার করে                       গ) নেতা হতে শেখায়             ঘ) মাদকাসক্ত করে
১০।       শিশুর উপযুক্ত বিকাশের মূলে রয়েছে—
            ক) সঠিক দৈহিক বিকাশ সাধন খ) উপযুক্ত সামাজিকীকরণ                  গ) মনের উপযুক্ত বিকাশ সাধন ঘ) উপযুক্ত পুষ্টি দান
১১।       রায়হান প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে তাদের বাড়ির নিকটের খেলার মাঠে খেলা করে। এতে তার মধ্যে যে গুণের বিকাশ ঘটে—
            i. নেতৃত্ব ii. নান্দনিক জ্ঞান    iii. সহমর্মিতা
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii    খ) ii, iii                        গ) i, iii ঘ) i, ii ও iii
১২।       ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন—
            ক) ব্রিটিশ সেনাপতি              খ) মুঘল সেনাপতি               গ) আফগান সেনাপতি                       ঘ) তুর্কি সেনাপতি
১৩।       বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল?
            ক) এক শ বছর      খ) দুই শ বছর       গ) তিন শ বছর      ঘ) চার শ বছর
১৪।       সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের পর থেকেই সম্মুখীন হন—
            i. উদীয়মান ইংরেজ শক্তি ও বর্গিদের ষড়যন্ত্রের                               ii. ঘনিষ্ঠ আত্মীয়দের ষড়যন্ত্রের
            iii. ভারতীয় ব্যবসায়ীদের ষড়যন্ত্রের
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii   খ) ii, iii                         গ) i, iii ঘ) i, ii ও iii
১৫।       মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিল?
            ক) ১০ এপ্রিল ১৯৭১                        খ) ১২ এপ্রিল ১৯৭১                        গ) ১৫ এপ্রিল ১৯৭১                        ঘ) ২০ এপ্রিল ১৯৭১
১৬।       আলোচনার ভান করে ইয়াহিয়া খান আসলে পর্যবেক্ষণ করেন—
            ক) ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল খ) অপারেশন সার্চলাইটের কর্মসূচি  গ) বঙ্গবন্ধুর গতিবিধি                        ঘ) পূর্ব পাকিস্তানিদের গতিবিধি
১৭।       মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল—
            i. পাকিস্তানি সেনাদের পরাজয়ের মধ্য দিয়ে                                               ii. পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে
            iii. পাকিস্তানি সেনাদের মৃত্যুর মধ্য দিয়ে
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii   খ) ii, iii                         গ) i, iii ঘ) i, ii ও iii
১৮।       কাজী নজরুল ইসলাম কতটি গান লিখেছিলেন?
            ক) প্রায় তিন হাজার              খ) প্রায় চার হাজার               গ) প্রায় প্রায় হাজার              ঘ) প্রায় ছয় হাজার
১৯। সংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো—
            i. জীবনযাপন পদ্ধতি                         ii. ধর্মীয় প্রথা ও আচার-অনুষ্ঠান            iii. ভাষা ও সাহিত্য
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii   খ) ii, iii                         গ) i, iii ঘ) i, ii ও ii
২০।       আমাদের জাতীয় সংগীত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। এতে কোন ধরনের সংগীতের প্রভাব রয়েছে?
            ক) বাউল                         খ) মুর্শিদি                         গ) লালনগীতি                                ঘ) হাসন রাজার গান
২১।       সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
            ক) সোনারগাঁও       খ) লাখনাও                       গ) ঢাকা   ঘ) দিল্লি
২২।       বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হলো—
            i. বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ          ii. পাহাড়পুরের বৌদ্ধবিহার
            iii. সুন্দরবন
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii    খ) ii, iii                        গ) i, iii ঘ) i, ii ও iii
২৩।       জাদুঘরের সঙ্গে প্রত্নতত্ত্বের মিল কোথায়?
            ক) জাদুঘর হচ্ছে একটি প্রত্নতাত্ত্বিক বস্তু                                        খ) জাদুঘর হচ্ছে প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোর প্রদর্শন স্থান  
            গ) জাদুঘর হচ্ছে একটি প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোর উৎপত্তি স্থান                  ঘ) জাদুঘর হচ্ছে প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোর বিক্রয়ের স্থান
২৪।       কিশোর অপরাধের প্রধান কারণ কোনটি?
            ক) সুস্থ পারিবারিক পরিবেশের অভাব     খ) পিতা-মাতার ভীষণ ব্যস্ততা             গ) পিতা-মাতার বৈবাহিক বিচ্ছেদ           ঘ) দারিদ্র্য
২৫। কিশোর অপরাধীরা বেশির ভাগ ক্ষেত্রে যুক্ত থাকে—
            i. নারী পাচারে                               ii. ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ে
            iii. সংঘবদ্ধ ছিনতাই কাজে
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii   খ) ii, iii             গ) i, iii             ঘ) i, ii ও iii
২৬।       শিশু ও কিশোরদের মধ্যে কিভাবে ধূমপানের অভ্যাস গড়ে ওঠে?
            ক) কৌতূহলের নিবৃত্তি মেটাতে খ) বন্ধুদের প্ররোচনায়
            গ) বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে                    ঘ) সিগারেট ও বিড়ির সহজলভ্যতার কারণে
২৭।       চাকমাদের সাংস্কৃতিক জীবনে দেখা যায় যে—
            ক) তাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ‘গন্ধ’
            খ) তারা পাঞ্জাবি ও ধুতি পরিধান করে
            গ) ‘মিউয়া’ তাদের প্রিয় খাদ্য
            ঘ) তারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে
            উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
            বাংলাদেশে ‘মান্দি’ নামের একটি নৃগোষ্ঠী রয়েছে। এরা মূলত সমতল ভূমিতে বাস করে। এদের আদি বাসস্থান ছিল তিব্বতে।
২৮।       এখানে কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে?
            ক) খাসিয়া            খ) চাকমা             গ) গারো  ঘ) মারমা
২৯।       উল্লিখিত সম্প্রদায়ের সামাজিক বৈশিষ্ট্য হলো—
            i. মাতৃসূত্রীয়                                  ii. পরিবারের সবচেয়ে ছোট মেয়েটি সব সম্পদের উত্তরাধিকারী
            iii. এরা বেশির ভাগ ক্ষেত্রে কৃষিজীবী
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii   খ) ii, iii                         গ) i, iii ঘ) i, ii ও iii
৩০।       গ্রামের মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমানোর উপায়—
            i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
            ii. কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার
            iii. নতুন নতুন পেশায় কর্মসংস্থান সৃষ্টি
            নিচের কোনটি সঠিক?
            ক) i, ii    খ) ii, iii                        গ) i, iii ঘ) i, ii ও ii
উত্তর মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ।