Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL
& BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D
Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati
More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic
Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad,
P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911
450 131; E-mail:aboutdynamic@gmail.com
বাংলা ব্যাকরণের কিছু ছোট প্রশ্ন ও উত্তর
১. যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা সম্ভব নয় তাকে কী বলে?
উ: মৌলিক স্বরধ্বনি।
২. ভিন্ন ভিন্ন মৌলিক স্বরধ্বনির সাহায্যে গঠিত স্বরধ্বনিকে কী বলা হয়?
উ: যৌগিক স্বরধ্বনি।
৩. মুখের মধ্যে কোথাও না কোথাও বাধা না পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?
উ: ব্যঞ্জনধ্বনি।
৪. ব্যঞ্জধ্বনির লিখিত রূপকে কী বলা হয়?
উ: ব্যঞ্জনবর্ণ।
৫. যে পুরুষের এ যাবৎ দাড়িগোঁফ ওঠেনি তাকে কী বলে?
উ: অজাতশ্মশ্রু।
৬. যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের কী বলে?
উ: সমার্থক শব্দ।
৭. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে কী বলে?
উ: বাচ্য।
৮. ব্যাকরণের প্রধানত বিষয় কী কী?
উ: ধ্বনিত্ত্ব, শব্দত্ত্ব বা রূপত্ত্ব, বাক্যত্ত্ব।
৯. কোন ভাষারীতির রূপ সুনির্দিষ্ট ও অপরিবর্তিত?
উ: সাধু ভাষা।
১০. কৃত্রিমতা-বর্জিত কোন ভাষারীতি?
উ: চলিত ভাষা।
১১. একই গদ্য রচনায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটলে তাকে কী বলে?
উ: গুরুচন্ডালী দোষ।
১২.ভাষায় নৈপৃন্য অর্জন করতে কোন দক্ষতাগুলো প্রয়োজন?
উ: শোনার দক্ষতা, বলার দক্ষতা, পড়ার দক্ষতা, লেখার দক্ষতা।
১৩. শোনার দক্ষতা অর্জন করতে কী দরকার?
উ: আগ্রহ, ধৈর্য্য ও মনোযোগ।
১৪. ছোট ছোট অঞ্চলের লোকেরা যে ভাষায় কথা বলে তাকে কী বলে?
উ: আঞ্চলিক ভাষা ।
১৫. ব্যাকরণের ভাষায় আঞ্চলিক ভাষাকে কী বলে?
উ: উপভাষা।
১৬. কীসের মাধ্যমে ভাষার সৃষ্টি হয়?
উ: ধ্বনির।
১৭. স্বরধ্বনি কত প্রকার ও কী কী?
উ: তিন প্রকার। যথা: ১) মৌলিক স্বরধ্বনি ২) যৌগিক স্বরধ্বনি ৩) অর্ধস্বরধ্বনি।
১৮. স্বরধ্বনির লিখিত রূপকে কী বলা হয়?
উ: স্বরবর্ণ।
১৯. বাকপ্রত্যঙ্গকেগুলোকে একত্রে কী বলা হয়?
উ: বাগযন্ত্র।
২০. উচ্চারণ অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়?
উ: দুই ভাগে। যথা: ১) হ্রস্বস্বর ২) দীর্ঘস্বর।