অষ্টম শ্রেনীর বাংলা ১ম পত্রের ৬টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন


নিচের উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও                 বিভাগ : গদ্য
কথাসাহিত্যিক এম আলী তাঁর শৈশবের স্মৃতি নিয়ে রাজাশীর্ষক একটি গল্প রচনা করেন রাজার মতো আচরণ করে বলে গল্পে বর্ণিত পায়রার নাম দেওয়া হয় রাজা রাজার সঙ্গে লেখকের সম্পর্ক ভালোবাসার পাশের বাড়ির এক দুষ্ট ছেলে করিম রাজাকে ধরে তার পাখা কেটে দিয়ে আটকে রাখে কিন্তু রাজা  ঠিকই ফিরে আসে এক দিন রাতের অন্ধকারে খাটাশ আক্রমণ করলে রাজা মারা যায় লেখক রাজার স্মৃতি ভুলতে পারেননি
    ক. পাণ্ডুরশব্দের অর্থ কী?     
    খ. মালির বউ কুকুরটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কেন?         
    গ. উদ্দীপকের রাজার সঙ্গে অতিথির স্মৃতিগল্পের কোন দিকটির মিল আছেব্যাখ্যা করো     
    ঘ. উদ্দীপকের রাজা অতিথির স্মৃতিগল্পের সমগ্র দিক ধারণ করে নাকথাটি বিশ্লেষণ করো   
লোকশিল্প সংরক্ষণ সম্প্রসারণ আমাদের সবার দায়িত্ব আমরা যদি লোকশিল্পের ভেতর দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, তাহলে তা দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজেও সাহায্য করবে শুধু তাই নয়, এতে একদিকে যেমন আমাদের লোকশিল্পের প্রসার হবে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ লাভবান হবে
    ক. কোন অঞ্চলের মাদুর সবার কাছে পরিচিত?
    খ. ঢাকাই মসলিনের কদর ছিল দুনিয়াজুড়েবলতে কী বোঝায়?      
    গ. লোকশিল্প সংরক্ষণ সম্প্রসারণের উপায়গুলো ব্যাখ্যা করো                   
    ঘ. উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে, তা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো     
স্বার্থপরতা মানুষের জীবনের অশান্তির মূল কারণ মানুষকে ঠকিয়ে এবং মানুষের মনে কষ্ট দিয়ে প্রচুর সম্পদের মালিকানায় কোনো সুখ নেই অন্যায় অবৈধভাবে উপার্জিত ধনসম্পদই মানুষের অসুস্থতা অশান্তির মূলে সক্রিয় তাই প্রয়োজন, অন্যায় অবৈধ পথ পরিহার করে সুস্থ-সুন্দর জীবন পরিচালনা করা
    ক. মোড়ল কোন অঞ্চলের মানুষকে বেশি জ্বালিয়েছে?  
    খ. সুখ বড় কঠিন জিনিস কথার তাত্পর্য ব্যাখ্যা করো
    গ. উদ্দীপকের মূলভাবের সঙ্গে সুখী মানুষনাটিকার কোন চরিত্রের মিল আছেআলোচনা করো
    ঘ. মনের অশান্তি দূর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা সুখী মানুষ নাটিকা অনুসারে লেখো

বিভাগ : কবিতা
জমিদার কৃষ্ণচন্দ্রের একটি বাগান আছে বাগানটি দৈর্ঘ্য প্রস্থে সমান নয় তাই তিনি মনে করলেন বাগানটিকে বর্গাকৃতি করে সৌন্দর্য বাড়াতে হলে প্রয়োজন আরো কিছু জমি তাই জমিদার পাশের গরিব গৃহস্থ কৃষক নিমাই চন্দ্রের বাড়ি দখল করে নিয়েছেন বর্তমান সমাজে অনেক গরিব মানুষই এভাবে তাদের সর্বস্ব হারাচ্ছে
    ক. দুই বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
    খ. ছিলে দেবী, হলে দাসী কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে?
    গ. উদ্দীপকের নিমাই চন্দ্রের সঙ্গে দুই বিঘা জমিকবিতার উপেন চরিত্রের সাদৃশ্য তুলে ধরো   
    ঘ. বর্তমান সমাজের অনেক গরিব মানুষ সমাজের ক্ষমতাবানদের নিষ্ঠুরতার শিকারকথাটি কবিতার আলোকে ব্যাখ্যা করো   
নারী পুরুষের সম্মিলিত শক্তিতে নির্মিত হয়েছে আজকের মানব সভ্যতা তবে বেশির ভাগ ক্ষেত্রে পুরুষদের অবদান প্রত্যক্ষ; কিন্তু নারীদের অবদান পরোক্ষ বলে মানুষ অনেক সময় তা বুঝতে পারে না একজন পুরুষের সফলতার পেছনে রয়েছে মা-বোনের উৎসাহ উদ্দীপনা এক কথায় নারী পুরুষের ত্যাগের মহিমাই আজকের দুনিয়া
    ক. বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?    
    খ. যুগের ধর্ম এইবলতে কবি কী বুঝিয়েছেন
    গ. উদ্দীপকে নারীকবিতায় যে ভাবের প্রতিফলন প্রকাশ পেয়েছে, তা ব্যাখ্যা করো    
    ঘ. সভ্যতা নির্মাণে পুরুষের পাশাপাশি নারীর অবদান কবিতার আলোকে লেখো   
   বাংলার হাওয়া বাংলার জল
    হৃদয় আমার করে সুশীতল
    এত সুখ শান্তি এত পরিমল
    কোথা পাব আর বাংলা ছাড়া
    ক. ধানসিঁড়ি নদী কোন জেলায়
    খ. নবান্নের দেশবলতে কবি কী বুঝিয়েছেন?  
    গ. উদ্দীপকটি আবার আসিব ফিরেকবিতার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো
    ঘ. উদ্দীপকের ভাবের সঙ্গে কবি জীবনানন্দের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পৃক্ত? কবিতার আলোকে ব্যাখ্যা করো