১। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি জীবনকে কিসের প্রতীকে তুলনা করেছেন?
ক. আকাশ খ. মক্ষিকা গ. তারা ঘ. মন্দির
২। ‘অতিথির স্মৃতি’ গল্পটির মুখ্য ভাব কী?
ক. মনিব ও চাকরদের আন্তরিক সম্পর্ক খ. লেখক ও সাধারণ মানুষের আন্তঃসম্পর্ক
গ. মানুষ ও জীবের স্নেহ-প্রীতির সম্পর্ক ঘ. মানুষ ও জীবের বিপ্রতীপ সম্পর্ক
‘পালিয়ে যাবে কেবল তখন হার মেনে সব মানা
তুমি যখন সাহস করে হবে হার না মানা।’
৩। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাবটি উদ্দীপকে ফুটে উঠেছে?
ক. সততা খ. সাহসিকতা গ. সত্যবাদি ঘ. মানবতা
৪। উদ্দীপকের বৈসাদৃশ্যপূর্ণ ভাব ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
i. বিধাতা দিয়েছে প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ ii. শক্তি মরে ভীতির কবলে iii. লোকে কিছু বলে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
৫। কারা ইরানের স্বাধীনতা হরণ করতে চেয়েছিল?
ক. মাজেন্দ্রানীরা গ. তুরানিরা গ. সফেদ দেওয়েরা ঘ. আরবীয়রা
৬। কাজী নজরুল ইসলাম নারীকে বিজয়-লক্ষ্মী হিসেবে আখ্যায়িত করেছেন কারণ নারীরা—
ক. জন্মদাত্রী খ. কষ্টসহিষ্ণু গ. পুরুষের অর্ধাঙ্গ বলে ঘ. নারীদের প্রেরণায় বিজয় এসেছে বলে
৭। ‘নন্দনতত্ত্ব’ বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. সুন্দরকে জানার জ্ঞান খ. সুন্দরের সম্পূরক জ্ঞান
গ. নন্দনকে জানার বিদ্যা ঘ. রোগনির্ণয়ের বিদ্যা
৮। ‘দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে’—‘মা’ কে?
ক. উপেনের মা খ. বঙ্গভূমি
গ. ফুলবাগান ঘ. উপেনের ভিটে
‘পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে ধেয়ে’।
৯। উদ্দীপকে প্রতিফলিত দিকটি নিচের কোন রচনায় প্রকাশ পেয়েছে?
ক. মংডুর পথে খ. পড়ে পাওয়া
গ. বাঙালির বাংলা ঘ. বাংলা নববর্ষ
১০। উক্ত দিকটি হলো—
i. ইতিহাস-ঐতিহ্য ii. নিসর্গ চেতনা iii. প্রকৃতিপ্রীতি
কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
১১। ‘নওল কিশোরের দরবারে’ বইটির রচয়িতা—
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল
গ. জীবনানন্দ দাশ ঘ. লালন ফকির
১২। রাম কার আশ্রমে অহল্যাকে শাপমুক্ত করেন?
ক. গৌতম মুনির খ. বিশ্বামিত্রের
গ. জনকের ঘ. দশরথের
১৩। শরীর ও মনকে কর্মসুন্দর করার প্রক্রিয়া কি?
ক. বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে থাকা খ. অলসতা ও কর্মবিমুখতা দূরে রাখা
গ. পঙ্গুত্বকে প্রশ্রয় দেওয়া ঘ. অন্ধকারে বিচরণ করা
‘গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’।
১৪। উদ্দীপকের ভাব নিচের যে কবিতার ভাবের সঙ্গে সংগতিপূর্ণ তা হলো—
i. প্রার্থী ii. মানবধর্ম iii. নারী
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১৫। কালো লোকটি বিভূতিভূষণকে কী নামে ডেকেছিল?
ক. ইদিরভীষণ খ. বিধিভূষণ
গ. বিধু ভূষণ ঘ. বিভূতি বাবু
১৬। ‘জীব-তারা যদি খসে এ দেহ আকাশ হতে’ লাইনটির মর্মার্থ কী?
ক. আকাশকে দেহের সঙ্গে তুলনা খ. মৃত্যুর কথা বলা হয়েছে
গ. তারা খসে পড়ার কথা বলা হয়েছে ঘ. দেহকে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে
১৭. ‘পড়ে পাওয়া’ গল্পটিতে প্রকাশ পেয়েছে—
i. ঐক্যচেতনা ii. উন্নত মানবিকবোধ iii. লোভী মানসিকতা
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮। কাঁচা-পাকা চুল, একজোড়া মোটা গোঁফ—লোকটি কে?
ক. নগেনের ভাই খ. নগেন
গ. পরাশর ডাক্তার ঘ. নগেনের মামা
‘কলা রুয়ে না কেটো পাত,
তাতেই কাপড় তাতেই ভাত।’
১৯। উদ্দীপকে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার যে বার্তা প্রকাশ পেয়েছে তা হলো-
i. বৃক্ষনিধন রোধ
ii. কলাগাছের উপকারী দিক
iii. বৃক্ষের মাধ্যমে অন্ন-বস্ত্রের সংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২০। জাতীয় পরিষদের অধিবেশন কত তারিখে দেওয়ার জন্য মুজিব ইয়াহিয়াকে অনুরোধ করেন?
ক. ১ ফেব্রুয়ারি খ. ৭ ফেব্রুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি ঘ. ১ মার্চ
২১। ‘তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে।’ এই চরণে কোন দুটি বর্ণের অনুপ্রাস সৃষ্টি হয়েছে?
ক. ত, প খ. ত, র গ. ম, য় ঘ. ভ, হ
২২। পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে কেন?
ক. শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণায়
খ. প্রেসিডেন্ট আইয়ুবকে ক্ষমতাচ্যুত করায়
গ. ছয় দফা দাবি উত্থাপন করায়
ঘ. জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায়
২৩। নাজিম সোনার মোহর ফেরত দিল না যে কারণে তা হলো—
i. পরশ্রীকাতরতা ii. পরহিতব্রততা iii. পরলোভিতা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা যেদিক থেকে উপকৃত হবে—
i. অনাড়ম্বর জীবনযাপনে উত্সাহী হবে
ii. নিঃশঙ্কচিত্তে জীবন পরিচালনায় প্রেরণা পাবে
iii. নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে মুক্তি পাবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ iii ঘ ii ও iii
২৫। খাদির বৈশিষ্ট্য কী?
ক. অত্যন্ত টেকসই খ. সাধারণ মানুষের ব্যবহার্য
গ. অত্যন্ত কম দামের ঘ. হাতে তৈরি
‘বাংলার নদী, কী শোভাশালিনী
কী মধুর তাহার কুল কুল ধ্বনি
দু ধারে তাহার বিটপীর শ্রেণি,
হেরিলে জুড়ায় হিয়া।’
২৬. উদ্দীপকে প্রকাশিত দিকটি ‘দেশ’ কবিতার যে চরণে ফুটে উঠেছে তা হলো—
i. নদীর পরে নদী গেছে নদীর নাহি শেষ
ii. নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার
iii. মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ সংলাপটি নাট্যকার কার মুখে বলিয়েছেন?
ক. কবিরাজ খ. হাসু মিয়া
গ. রহমত ঘ. অচেনা লোক
২৮। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোনটি ফুটে উঠেছে?
i. কবির স্বদেশপ্রেম ii. কবির প্রকৃতিপ্রেম iii. কবির মানবপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
২৯। ১৯৬৭ সালে ছায়ানট কোথায় বর্ষবরণের উত্সব শুরু করে?
ক. রমনার পাকুড়মূলে খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়
গ. চারুকলার বকুলতলায় ঘ. রমনার বটমূলে
‘কেউ বা হিন্দু, কেউ বা খ্রিষ্টান
কেউ বা মুসলমান / ভেবে দেখ সবাই আমরা
একই মায়ের সন্তান।’
৩০। ‘মানবধর্ম’ কবিতা ও উদ্দীপকের বক্তব্যে যে চেতনা সুস্পষ্ট তা হলো—
i. ব্যক্তিস্বাতন্ত্র্যের চেতনা ii. উদার মানবিক চেতনা iii.অসাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
বাঙালি মেয়েদের সবচেয়ে পছন্দনীয় পোশাক শাড়ি। আর পুরুষের পাঞ্জাবি। পোশাকের রং এবং ডিজাইন নির্ভর করে বিভিন্ন ঋতু ও উত্সবকে কেন্দ্র করে। ঈদ, পূজা, নববর্ষ, ফাল্গুন, বিজয় দিবস, মাতৃভাষা দিবস প্রভৃতিতে বাঙালি নারী-পুরুষ মানানসই পোশাকের প্রতি বেশি গুরুত্ব দেয়।
৩১। উদ্দীপকের শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে ‘মংডুর পথে’ প্রবন্ধের কোন বিষয়টির সামঞ্জস্য আছে?
ক. ফুঙ্গি খ. লুঙ্গি সংস্কৃতি
গ. কোমরের বেল্ট ঘ. চীবর
৩২। উদ্দীপকের সঙ্গে মিয়ানমারবাসীর তুলনীয়—
i. ভূষণ বিলাসিতা ii. ভূষণ রীতি iii. ঐতিহ্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। ‘নদীর স্বপ্ন’ কবিতায় এক কিশোরের কল্পনা ছুঁয়েছে যে বিষয়কে কেন্দ্র করে—
i. নৌকা করে নদী দেখাকে নিয়ে
ii. কয়েকটি নদীকে নিয়ে
iii. কল্পনায় বিশ্ব দেখা নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. ii ও iii.
ক. আকাশ খ. মক্ষিকা গ. তারা ঘ. মন্দির
২। ‘অতিথির স্মৃতি’ গল্পটির মুখ্য ভাব কী?
ক. মনিব ও চাকরদের আন্তরিক সম্পর্ক খ. লেখক ও সাধারণ মানুষের আন্তঃসম্পর্ক
গ. মানুষ ও জীবের স্নেহ-প্রীতির সম্পর্ক ঘ. মানুষ ও জীবের বিপ্রতীপ সম্পর্ক
‘পালিয়ে যাবে কেবল তখন হার মেনে সব মানা
তুমি যখন সাহস করে হবে হার না মানা।’
৩। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাবটি উদ্দীপকে ফুটে উঠেছে?
ক. সততা খ. সাহসিকতা গ. সত্যবাদি ঘ. মানবতা
৪। উদ্দীপকের বৈসাদৃশ্যপূর্ণ ভাব ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
i. বিধাতা দিয়েছে প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ ii. শক্তি মরে ভীতির কবলে iii. লোকে কিছু বলে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
৫। কারা ইরানের স্বাধীনতা হরণ করতে চেয়েছিল?
ক. মাজেন্দ্রানীরা গ. তুরানিরা গ. সফেদ দেওয়েরা ঘ. আরবীয়রা
৬। কাজী নজরুল ইসলাম নারীকে বিজয়-লক্ষ্মী হিসেবে আখ্যায়িত করেছেন কারণ নারীরা—
ক. জন্মদাত্রী খ. কষ্টসহিষ্ণু গ. পুরুষের অর্ধাঙ্গ বলে ঘ. নারীদের প্রেরণায় বিজয় এসেছে বলে
৭। ‘নন্দনতত্ত্ব’ বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. সুন্দরকে জানার জ্ঞান খ. সুন্দরের সম্পূরক জ্ঞান
গ. নন্দনকে জানার বিদ্যা ঘ. রোগনির্ণয়ের বিদ্যা
৮। ‘দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে’—‘মা’ কে?
ক. উপেনের মা খ. বঙ্গভূমি
গ. ফুলবাগান ঘ. উপেনের ভিটে
‘পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে ধেয়ে’।
৯। উদ্দীপকে প্রতিফলিত দিকটি নিচের কোন রচনায় প্রকাশ পেয়েছে?
ক. মংডুর পথে খ. পড়ে পাওয়া
গ. বাঙালির বাংলা ঘ. বাংলা নববর্ষ
১০। উক্ত দিকটি হলো—
i. ইতিহাস-ঐতিহ্য ii. নিসর্গ চেতনা iii. প্রকৃতিপ্রীতি
কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
১১। ‘নওল কিশোরের দরবারে’ বইটির রচয়িতা—
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল
গ. জীবনানন্দ দাশ ঘ. লালন ফকির
১২। রাম কার আশ্রমে অহল্যাকে শাপমুক্ত করেন?
ক. গৌতম মুনির খ. বিশ্বামিত্রের
গ. জনকের ঘ. দশরথের
১৩। শরীর ও মনকে কর্মসুন্দর করার প্রক্রিয়া কি?
ক. বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে থাকা খ. অলসতা ও কর্মবিমুখতা দূরে রাখা
গ. পঙ্গুত্বকে প্রশ্রয় দেওয়া ঘ. অন্ধকারে বিচরণ করা
‘গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’।
১৪। উদ্দীপকের ভাব নিচের যে কবিতার ভাবের সঙ্গে সংগতিপূর্ণ তা হলো—
i. প্রার্থী ii. মানবধর্ম iii. নারী
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১৫। কালো লোকটি বিভূতিভূষণকে কী নামে ডেকেছিল?
ক. ইদিরভীষণ খ. বিধিভূষণ
গ. বিধু ভূষণ ঘ. বিভূতি বাবু
১৬। ‘জীব-তারা যদি খসে এ দেহ আকাশ হতে’ লাইনটির মর্মার্থ কী?
ক. আকাশকে দেহের সঙ্গে তুলনা খ. মৃত্যুর কথা বলা হয়েছে
গ. তারা খসে পড়ার কথা বলা হয়েছে ঘ. দেহকে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে
১৭. ‘পড়ে পাওয়া’ গল্পটিতে প্রকাশ পেয়েছে—
i. ঐক্যচেতনা ii. উন্নত মানবিকবোধ iii. লোভী মানসিকতা
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮। কাঁচা-পাকা চুল, একজোড়া মোটা গোঁফ—লোকটি কে?
ক. নগেনের ভাই খ. নগেন
গ. পরাশর ডাক্তার ঘ. নগেনের মামা
‘কলা রুয়ে না কেটো পাত,
তাতেই কাপড় তাতেই ভাত।’
১৯। উদ্দীপকে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার যে বার্তা প্রকাশ পেয়েছে তা হলো-
i. বৃক্ষনিধন রোধ
ii. কলাগাছের উপকারী দিক
iii. বৃক্ষের মাধ্যমে অন্ন-বস্ত্রের সংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২০। জাতীয় পরিষদের অধিবেশন কত তারিখে দেওয়ার জন্য মুজিব ইয়াহিয়াকে অনুরোধ করেন?
ক. ১ ফেব্রুয়ারি খ. ৭ ফেব্রুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি ঘ. ১ মার্চ
২১। ‘তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে।’ এই চরণে কোন দুটি বর্ণের অনুপ্রাস সৃষ্টি হয়েছে?
ক. ত, প খ. ত, র গ. ম, য় ঘ. ভ, হ
২২। পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে কেন?
ক. শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণায়
খ. প্রেসিডেন্ট আইয়ুবকে ক্ষমতাচ্যুত করায়
গ. ছয় দফা দাবি উত্থাপন করায়
ঘ. জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায়
২৩। নাজিম সোনার মোহর ফেরত দিল না যে কারণে তা হলো—
i. পরশ্রীকাতরতা ii. পরহিতব্রততা iii. পরলোভিতা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা যেদিক থেকে উপকৃত হবে—
i. অনাড়ম্বর জীবনযাপনে উত্সাহী হবে
ii. নিঃশঙ্কচিত্তে জীবন পরিচালনায় প্রেরণা পাবে
iii. নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে মুক্তি পাবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ iii ঘ ii ও iii
২৫। খাদির বৈশিষ্ট্য কী?
ক. অত্যন্ত টেকসই খ. সাধারণ মানুষের ব্যবহার্য
গ. অত্যন্ত কম দামের ঘ. হাতে তৈরি
‘বাংলার নদী, কী শোভাশালিনী
কী মধুর তাহার কুল কুল ধ্বনি
দু ধারে তাহার বিটপীর শ্রেণি,
হেরিলে জুড়ায় হিয়া।’
২৬. উদ্দীপকে প্রকাশিত দিকটি ‘দেশ’ কবিতার যে চরণে ফুটে উঠেছে তা হলো—
i. নদীর পরে নদী গেছে নদীর নাহি শেষ
ii. নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার
iii. মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ সংলাপটি নাট্যকার কার মুখে বলিয়েছেন?
ক. কবিরাজ খ. হাসু মিয়া
গ. রহমত ঘ. অচেনা লোক
২৮। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোনটি ফুটে উঠেছে?
i. কবির স্বদেশপ্রেম ii. কবির প্রকৃতিপ্রেম iii. কবির মানবপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
২৯। ১৯৬৭ সালে ছায়ানট কোথায় বর্ষবরণের উত্সব শুরু করে?
ক. রমনার পাকুড়মূলে খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়
গ. চারুকলার বকুলতলায় ঘ. রমনার বটমূলে
‘কেউ বা হিন্দু, কেউ বা খ্রিষ্টান
কেউ বা মুসলমান / ভেবে দেখ সবাই আমরা
একই মায়ের সন্তান।’
৩০। ‘মানবধর্ম’ কবিতা ও উদ্দীপকের বক্তব্যে যে চেতনা সুস্পষ্ট তা হলো—
i. ব্যক্তিস্বাতন্ত্র্যের চেতনা ii. উদার মানবিক চেতনা iii.অসাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
বাঙালি মেয়েদের সবচেয়ে পছন্দনীয় পোশাক শাড়ি। আর পুরুষের পাঞ্জাবি। পোশাকের রং এবং ডিজাইন নির্ভর করে বিভিন্ন ঋতু ও উত্সবকে কেন্দ্র করে। ঈদ, পূজা, নববর্ষ, ফাল্গুন, বিজয় দিবস, মাতৃভাষা দিবস প্রভৃতিতে বাঙালি নারী-পুরুষ মানানসই পোশাকের প্রতি বেশি গুরুত্ব দেয়।
৩১। উদ্দীপকের শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে ‘মংডুর পথে’ প্রবন্ধের কোন বিষয়টির সামঞ্জস্য আছে?
ক. ফুঙ্গি খ. লুঙ্গি সংস্কৃতি
গ. কোমরের বেল্ট ঘ. চীবর
৩২। উদ্দীপকের সঙ্গে মিয়ানমারবাসীর তুলনীয়—
i. ভূষণ বিলাসিতা ii. ভূষণ রীতি iii. ঐতিহ্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। ‘নদীর স্বপ্ন’ কবিতায় এক কিশোরের কল্পনা ছুঁয়েছে যে বিষয়কে কেন্দ্র করে—
i. নৌকা করে নদী দেখাকে নিয়ে
ii. কয়েকটি নদীকে নিয়ে
iii. কল্পনায় বিশ্ব দেখা নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. ii ও iii.
বাংলা ১ম পত্র (বহুনির্বাচনি)
১. গ ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. ক।
১. গ ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. ক।