এসএসসি: পদার্থবিজ্ঞান


এসএসসি: মডেল টেস্ট            পদার্থবিজ্ঞান                 সৃজনশীল প্রশ্ন
[বি. দ্র. যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান 15kg ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 75m দূরত্ব অতিক্রম করার পর 5 সেকেন্ড সমবেগে চলে।
ক) লঘিষ্ঠ গণনা কাকে বলে? খ) নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়—ব্যাখ্যা করো।      
গ) বস্তুটি সমবেগে থাকা অবস্থায় কতটুকু দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো।         
ঘ) উদ্দীপকে উল্লিখিত মোট সময়ে বস্তুটি যদি 1.6km পথ অতিক্রম করতে চায়, তবে বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান কত হওয়া প্রয়োজন—গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো।    
২। ১০ম ভরের একটি বুলেট 400ms-1 বেগে বন্দুকের নল থেকে বেরিয়ে 2cm পুরু ৩টি তক্তার একটি বান্ডেলের মধ্যে প্রবেশ করতে লাগল। প্রথম তক্তা ভেদ করায় গুলির বেগ 20% হ্রাস পেল।  
ক) অসাম্য বল কী?        খ) ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে কি? ব্যাখ্যা করো।    
গ) কাঠের তক্তার বাধাদানকারী বলের মান নির্ণয় করো।    
ঘ) বুলেটটি সব কয়টি তক্তা ভেদ করতে পারবে কি না—গাণিতিক ব্যাখ্যা দাও।     
৩। 12kw এর একটি তড়িৎ মোটর 800kg পানি 40m DuPz ছাদে ওঠাতে পারে। মোটরটির কর্মদক্ষতা 62.22%.
ক) বলের ঘাত কী?           খ) বায়ুভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা সামনের দিকে উড়ে চলে কেন?        
গ) মোটরটির পানি ওঠাতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো।    
ঘ) কর্মদক্ষতা 80% হলে উল্লিখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো।     
৪।
https://www.kalerkantho.com/ckfinder/userfiles/images/2018/February-2018/07/12/kalerkantho-22aa-2018-02-12.jpg
Q P P এর মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.8m
ক) আপেক্ষিক তাপ কী?                খ) উঁচু পাহাড়ে রান্না করা অসুবিধাজনক কেন—ব্যাখ্যা করো। 
গ) P মাধ্যমে শব্দের পর্যায়কাল নির্ণয় করো।       
ঘ) P I ছ মাধ্যমে শব্দটির ৩৫টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করা যাবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।      
৫। দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব ৪০স। গ্রীষ্মকালে ৩৫০ঈ তাপমাত্রায় বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য হবে 40.01 m01m, তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.410-6K-1.
ক) সুপ্ত তাপ কী?         খ) পুরু কাচের গ্লাসে গরম চা রাখলে ফেটে যায় কেন? ব্যাখ্যা করো।      
গ) গ্রীষ্মকালের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো।       
ঘ) শীতকালে তাপমাত্রা 50C-এ নেমে এলে ওই তারটি নিরাপদে ব্যবহার করা যাবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৬। মি. X ক্লাসে বসে দূরে অবস্থিত বোর্ডের লেখা স্পষ্ট পড়তে পারছিল না। পরবর্তী সময় চক্ষু ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তার চোখ পরীক্ষা করে -2.45D ক্ষমতার লেন্সের চশমা ব্যবহারের পরামর্শ দিলেন।   
ক) প্রতিধ্বনি কী?          খ) যানবাহনে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।         
গ) মি. X-এর চশমার লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো।                                                                  
ঘ) মি. XX-এর চোখের ত্রুটির কারণ ও প্রতিকার রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।            
৭। একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 50 I ভোল্টেজ ৬ঠ এবং গৌন কুণ্ডলীর পাকসংখ্যা 500.
ক) সমন্বিত বর্তনী কী? খ) দূরে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করলে শক্তি অপচয় কমানো যায়? ব্যাখ্যা করো।   গ) গৌন কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো।          
ঘ) গৌন কুণ্ডলীকে 600V300V পেতে হলে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? গাণিতিক ব্যাখ্যা দাও।       
৮। X-ray -ray হচ্ছে 10-10m10m তরঙ্গদৈর্ঘ্যের একটি তড়িৎ চৌম্বক তরঙ্গ। বর্তমানে এর বহুমুখী ব্যবহার জীবনকে সহজ করেছে।
ক) প্রতিবিম্ব কী?          খ) চিকিৎসাক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? ২
গ) X-ray এর কম্পাঙ্ক নির্ণয় করো।      
ঘ) মানবসভ্যতা উন্নয়নে এই রশ্মির বহুমুখী ভূমিকা তোমার মতামতের আলোকে বিশ্লেষণ করো।