এসএসসি:
মডেল টেস্ট পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন
[বি. দ্র. যেকোনো ৫টি
প্রশ্নের উত্তর দিতে হবে। দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান 15kg ভরের একটি বস্তু 5
সেকেন্ডে 75m দূরত্ব অতিক্রম করার পর 5 সেকেন্ড সমবেগে চলে।
ক) লঘিষ্ঠ গণনা কাকে বলে?১
খ) নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়—ব্যাখ্যা করো। ২
গ) বস্তুটি সমবেগে থাকা অবস্থায় কতটুকু দূরত্ব অতিক্রম করে নির্ণয়
করো। ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত মোট
সময়ে বস্তুটি যদি 1.6km পথ অতিক্রম
করতে চায়, তবে বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান কত হওয়া প্রয়োজন—গাণিতিক যুক্তিসহ
বিশ্লেষণ করো। ৪
২। ১০ম ভরের একটি বুলেট 400ms-1 বেগে বন্দুকের নল থেকে বেরিয়ে 2cm পুরু ৩টি তক্তার একটি বান্ডেলের মধ্যে প্রবেশ করতে লাগল। প্রথম
তক্তা ভেদ করায় গুলির বেগ 20% হ্রাস পেল।
ক) অসাম্য বল কী? ১
খ) ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে কি? ব্যাখ্যা করো। ২
গ) কাঠের তক্তার বাধাদানকারী বলের মান নির্ণয় করো। ৩
ঘ) বুলেটটি সব কয়টি তক্তা
ভেদ করতে পারবে কি না—গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৩। 12kw এর একটি তড়িৎ মোটর
800kg পানি 40m DuPz ছাদে ওঠাতে পারে। মোটরটির কর্মদক্ষতা 62.22%.
ক) বলের ঘাত কী? ১
খ) বায়ুভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা সামনের দিকে উড়ে চলে কেন? ২
গ) মোটরটির পানি ওঠাতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। ৩
ঘ) কর্মদক্ষতা 80% হলে উল্লিখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ গাণিতিকভাবে
বিশ্লেষণ করো। ৪
৪।
Q ও P
P এর মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.8m
ক) আপেক্ষিক তাপ কী? ১
খ) উঁচু পাহাড়ে রান্না করা অসুবিধাজনক কেন—ব্যাখ্যা করো। ২
গ) P মাধ্যমে শব্দের পর্যায়কাল নির্ণয় করো। ৩
ঘ) P I ছ মাধ্যমে শব্দটির ৩৫টি কম্পনের জন্য
অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করা যাবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
৫। দুটি বৈদ্যুতিক খুঁটির
মধ্যবর্তী দূরত্ব ৪০স। গ্রীষ্মকালে ৩৫০ঈ তাপমাত্রায় বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য হবে 40.01 m01m, তামার ক্ষেত্র প্রসারণ
সহগ 33.410-6K-1.
ক) সুপ্ত তাপ কী? ১
খ) পুরু কাচের গ্লাসে গরম চা রাখলে ফেটে যায় কেন? ব্যাখ্যা করো। ২
গ) গ্রীষ্মকালের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। ৩
ঘ) শীতকালে তাপমাত্রা
50C-এ নেমে এলে ওই তারটি নিরাপদে ব্যবহার করা যাবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৬। মি. X ক্লাসে বসে দূরে অবস্থিত বোর্ডের লেখা স্পষ্ট পড়তে পারছিল না।
পরবর্তী সময় চক্ষু ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তার চোখ পরীক্ষা করে -2.45D ক্ষমতার লেন্সের চশমা ব্যবহারের পরামর্শ
দিলেন।
ক) প্রতিধ্বনি কী? ১
খ) যানবাহনে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ) মি. X-এর চশমার লেন্সটির ফোকাস দূরত্ব
নির্ণয় করো। ৩
ঘ) মি. XX-এর চোখের ত্রুটির কারণ ও
প্রতিকার রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ৪
৭। একটি ট্রান্সফর্মারের
মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 50 I ভোল্টেজ ৬ঠ এবং গৌন কুণ্ডলীর পাকসংখ্যা 500.
ক) সমন্বিত বর্তনী কী? ১খ) দূরে তড়িৎ প্রেরণের
ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করলে শক্তি অপচয় কমানো যায়? ব্যাখ্যা করো। ২ গ) গৌন কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। ৩
ঘ) গৌন কুণ্ডলীকে 600V ও 300V পেতে হলে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৮। X-ray -ray হচ্ছে 10-10m10m তরঙ্গদৈর্ঘ্যের একটি
তড়িৎ চৌম্বক তরঙ্গ। বর্তমানে এর বহুমুখী ব্যবহার জীবনকে সহজ করেছে।
ক) প্রতিবিম্ব কী? ১
খ) চিকিৎসাক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? ২
গ) X-ray এর কম্পাঙ্ক
নির্ণয় করো। ৩
ঘ) মানবসভ্যতা উন্নয়নে এই
রশ্মির বহুমুখী ভূমিকা তোমার মতামতের আলোকে বিশ্লেষণ করো। ৪