জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ; মডেল টেস্ট: বিজ্ঞান
Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
=====================================
বহুনির্বাচনি প্রশ্ন মান ৪০
১। অর্ধভেদ্য পর্দা কোনটি?
ক. পলিথিন
খ. কিউটিনযুক্ত কোষপ্রাচীর
গ. কোষপর্দা ঘ. কোষপ্রাচীর
২। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৩। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. আরএনএ খ. ডিএনএ
গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার
৪। পত্ররন্ধ্র বন্ধ ও খোলা নিয়ন্ত্রণ করে কে?
ক. নিউক্লিয়াস খ. রক্ষীকোষ
গ. সঙ্গীকোষ ঘ. সিভপ্লেট
নিচের উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একদিন বাবুল লক্ষ করল যে শুকনা কিশমিশকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তা ফুলে ওঠে।
৫। উল্লিখিত প্রক্রিয়াটি কী?
ক. ব্যাপন খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
৬। উল্লিখিত প্রক্রিয়ায়—
i. দ্রাবক কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বে ব্যাপিত হয়
ii. দ্রাবক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ব্যাপিত হয়
iii. অর্ধভেদ্য পর্দা ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। কোনটি ক্ষারক?
ক. CH3COOH খ. HCOOH
গ. NH4OH ঘ. H2CO3
৮। আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহূত হয়?
ক. H2 খ. N2 গ. CO2 ঘ. SO2
নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুবেল ভিন্ন দুটি বিকারে X ও Y রাসায়নিক পদার্থ নিয়ে এদের বৈশিষ্ট্য যাচাই করল। X জলীয় দ্রবণে H+ আয়ন সৃষ্টি করলেও Y উত্পন্ন করে OH-। X আইপিএসের ব্যাটারিতে ব্যবহূত হয়। রুমেল জানে, Y পদার্থটি সাবানের মূল উপাদান।
৯। X-এর সংকেত কোনটি?
ক. HNO3 খ. HCI
গ. H2SO4 ঘ. HClO4
১০। বিকারদ্বয়ে আলাদাভাবে লিটমাস পেপারযোগে—
i. উভয় পদার্থটি বর্ণহীন হবে
ii. পদার্থটি নীল লিটমাসের সঙ্গে ক্রিয়া করবে
iii. পদার্থটি লাল লিটমাসের সঙ্গে ক্রিয়া করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। রুবেল যদি একটি বিকারের পদার্থ অন্যটিতে যোগ করে তাহলে কী উত্পন্ন হবে?
ক. Na2SO4 লবণ খ. CO2 গ্যাস গ. H2 গ্যাস ঘ. K2SO4 লবণ
১২। মূলের সাহায্যে প্রজনন হয় কোনটিতে?
ক. বেগুন, পটোল খ. মিষ্টি আলু, কচু গ. আদা, ঘ. পটোল, হলুদ
১৩। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
ক. প্রকৃত ফল খ. অপ্রকৃত ফল
গ. সরল ফল ঘ. যৌগিক ফল
১৪। অঙ্কুরোদ্গম কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ২
১৫। নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
ক. টেলিস্কোপ
খ. ম্যাগনেফাইং গ্লাস
গ. অ্যামিটার
ঘ. অপটিক্যাল ফাইবার
১৬। লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে বিদ্যমান পদার্থকে কী বলে?
ক. অক্ষিপট খ. ভিট্রিয়াস হিউমার গ. মণি ঘ. অ্যাকুয়াস হিউমার
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি খালি পাত্রে একটি মুদ্রা রাখা হলো। পাত্রের কিনারা বরাবর চোখ এমনভাবে রাখা হলো যেন মুদ্রাটি একটুর জন্য দেখা না যায়। এ অবস্থায় চোখ স্থির রেখে পাত্রে পানি ঢালতে থাকলে মুদ্রাটি দেখা যাবে।
১৭। মুদ্রাটি আমরা বায়ু থেকে কোনটির কারণে দেখতে পাই?
ক. আলোর প্রতিসরণের কারণে
খ. আলোর প্রতিফলনের কারণে
গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
ঘ. ব্যতিচারের
১৮। উদ্দীপক অনুসারে কোনটি সঠিক উক্তি?
ক. আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি হয়
খ. আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হয়
গ. আপতন কোণ=প্রতিসরণ কোণ
ঘ. আপতন কোণ অপেক্ষা সংকট কোণ ছোট হয়
১৯। নিউরনের কোষদেহ বিভাজিত না হওয়ার কারণ কী?
ক. নিউক্লিয়াস নেই
খ. নিউক্লিয়াস আছে
গ. সেন্ট্রিওল নেই
ঘ. সেন্ট্রোসোম নেই
২০। নিশ্বাসের বায়ুতে কার্ব ডাই-অক্সাইডের সঙ্গে আর কী থাকে?
ক. জলীয় বাষ্প খ. পানি
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
২১। স্নায়ুতন্ত্রের প্রধান কাজ—
i. বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা
ii. পরিবেশের সঙ্গে সম্পর্ক করা
iii. উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। টিট্রিয়ামের ভরসংখ্যা কত?
ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4
২৩। কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে তাকে কী বলা হয়?
ক. ক্যাটায়ন খ. আইসোটোপ
গ. অ্যানায়ন ঘ. তেজস্ক্রিয় মৌল
২৪। Mg2+ হলো—
i. Mg এর একটি ক্যাটায়ন
ii. একটি আয়ন, যার ইলেকট্রন বিন্যাস Na+ এর অনুরূপ
iii. একটি সক্রিয় আয়ন, যা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। কত কিলোমিটারের পর বায়ুমণ্ডল থাকে না বললে চলে?
ক. ১৬০ কিমি খ. ১৭০ কিমি
গ. ১৮০ কিমি ঘ. ১৯০ কিমি
২৬। সূর্য ও তার পরিবারকে কী বলা হয়?
ক. জ্যোতিষ্ক খ. ছায়াপথ
গ. সৌরজগত্ ঘ. গ্রহাণুপুঞ্জ
২৭। ১ গ্রাম শর্করা কত কিলোক্যালরি তাপ উত্পন্ন করে?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
২৮। আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়ে থাকে?
ক. গলগণ্ড খ. রিকেটস
গ. স্কার্ভি ঘ. ক্রোটিনিজম
২৯। কোন ভিটামিন সূর্যরশ্মি হতে পাওয়া যায়?
ক. ই খ. বি৬ গ. সি ঘ. ডি
৩০। পৃথিবী এবং একটি বইয়ের মধ্যকার আকর্ষণকে কী বলে?
ক. ওজন খ. মহাকর্ষ
গ. অভিকর্ষ ঘ. অভিকর্ষজ ত্বরণ
৩১। চাঁদে কত কেজি ভরের বস্তুর ওজন হবে ১.৬ নিউটন?
ক. ০.৫ কেজি খ. ১ কেজি
গ. ২ কেজি ঘ. ৩ কেজি
৩২। জলজ বাস্তুতন্ত্র কয় ধরনের?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
৩৩। জু-প্লাঙ্কটন কোনটি?
ক. শৈবাল খ. প্রাণিকণা
গ. ছোট মাছ ঘ. জলজ প্রাণী
৩৪। বাস্তুতন্ত্রের অজীব উপাদান—
i. পানি ii. ব্যাকটেরিয়া iii. আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। কোনটি ফাইলেরিয়া কৃমির বৈশিষ্ট্য?
ক. পৌষ্টিক নালি অসম্পূর্ণ
খ. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ
গ. সাধারণত উভলিঙ্গ
ঘ. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত
৩৬। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে?
ক. প্রজাপতি খ. কেঁচো
গ. জোঁক ঘ. তারামাছ
৩৭। কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?
ক. পরিকেরা খ. সিনডেরিয়া
গ. নেমোটোডা ঘ. অ্যামিলিডা
৩৮। কোনটির প্রবাহের জন্য বিদ্যুত্ প্রবাহিত হয়?
ক. ইলেকট্রনের খ. নিউট্রনের
গ. প্রোটনের ঘ. নিউক্লিয়াসের
৩৯। বাড়ির মেইন ফিউজ সাধারণত কত অ্যাম্পিয়ারের হয়ে থাকে?
ক. ৫ বা ১০ খ. ১০ বা ১৫ গ. ১৫ বা ২০ ঘ. ৩০ বা ৬০
৪০। চুনাপাথরের সংকেত কোনটি?
ক. CaO খ. CaCO3 গ. Ca (OH)2 ঘ. Mg(OH)2
ক. পলিথিন
খ. কিউটিনযুক্ত কোষপ্রাচীর
গ. কোষপর্দা ঘ. কোষপ্রাচীর
২। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৩। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. আরএনএ খ. ডিএনএ
গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার
৪। পত্ররন্ধ্র বন্ধ ও খোলা নিয়ন্ত্রণ করে কে?
ক. নিউক্লিয়াস খ. রক্ষীকোষ
গ. সঙ্গীকোষ ঘ. সিভপ্লেট
নিচের উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একদিন বাবুল লক্ষ করল যে শুকনা কিশমিশকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তা ফুলে ওঠে।
৫। উল্লিখিত প্রক্রিয়াটি কী?
ক. ব্যাপন খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
৬। উল্লিখিত প্রক্রিয়ায়—
i. দ্রাবক কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বে ব্যাপিত হয়
ii. দ্রাবক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ব্যাপিত হয়
iii. অর্ধভেদ্য পর্দা ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। কোনটি ক্ষারক?
ক. CH3COOH খ. HCOOH
গ. NH4OH ঘ. H2CO3
৮। আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহূত হয়?
ক. H2 খ. N2 গ. CO2 ঘ. SO2
নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুবেল ভিন্ন দুটি বিকারে X ও Y রাসায়নিক পদার্থ নিয়ে এদের বৈশিষ্ট্য যাচাই করল। X জলীয় দ্রবণে H+ আয়ন সৃষ্টি করলেও Y উত্পন্ন করে OH-। X আইপিএসের ব্যাটারিতে ব্যবহূত হয়। রুমেল জানে, Y পদার্থটি সাবানের মূল উপাদান।
৯। X-এর সংকেত কোনটি?
ক. HNO3 খ. HCI
গ. H2SO4 ঘ. HClO4
১০। বিকারদ্বয়ে আলাদাভাবে লিটমাস পেপারযোগে—
i. উভয় পদার্থটি বর্ণহীন হবে
ii. পদার্থটি নীল লিটমাসের সঙ্গে ক্রিয়া করবে
iii. পদার্থটি লাল লিটমাসের সঙ্গে ক্রিয়া করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। রুবেল যদি একটি বিকারের পদার্থ অন্যটিতে যোগ করে তাহলে কী উত্পন্ন হবে?
ক. Na2SO4 লবণ খ. CO2 গ্যাস গ. H2 গ্যাস ঘ. K2SO4 লবণ
১২। মূলের সাহায্যে প্রজনন হয় কোনটিতে?
ক. বেগুন, পটোল খ. মিষ্টি আলু, কচু গ. আদা, ঘ. পটোল, হলুদ
১৩। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
ক. প্রকৃত ফল খ. অপ্রকৃত ফল
গ. সরল ফল ঘ. যৌগিক ফল
১৪। অঙ্কুরোদ্গম কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ২
১৫। নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
ক. টেলিস্কোপ
খ. ম্যাগনেফাইং গ্লাস
গ. অ্যামিটার
ঘ. অপটিক্যাল ফাইবার
১৬। লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে বিদ্যমান পদার্থকে কী বলে?
ক. অক্ষিপট খ. ভিট্রিয়াস হিউমার গ. মণি ঘ. অ্যাকুয়াস হিউমার
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি খালি পাত্রে একটি মুদ্রা রাখা হলো। পাত্রের কিনারা বরাবর চোখ এমনভাবে রাখা হলো যেন মুদ্রাটি একটুর জন্য দেখা না যায়। এ অবস্থায় চোখ স্থির রেখে পাত্রে পানি ঢালতে থাকলে মুদ্রাটি দেখা যাবে।
১৭। মুদ্রাটি আমরা বায়ু থেকে কোনটির কারণে দেখতে পাই?
ক. আলোর প্রতিসরণের কারণে
খ. আলোর প্রতিফলনের কারণে
গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
ঘ. ব্যতিচারের
১৮। উদ্দীপক অনুসারে কোনটি সঠিক উক্তি?
ক. আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি হয়
খ. আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হয়
গ. আপতন কোণ=প্রতিসরণ কোণ
ঘ. আপতন কোণ অপেক্ষা সংকট কোণ ছোট হয়
১৯। নিউরনের কোষদেহ বিভাজিত না হওয়ার কারণ কী?
ক. নিউক্লিয়াস নেই
খ. নিউক্লিয়াস আছে
গ. সেন্ট্রিওল নেই
ঘ. সেন্ট্রোসোম নেই
২০। নিশ্বাসের বায়ুতে কার্ব ডাই-অক্সাইডের সঙ্গে আর কী থাকে?
ক. জলীয় বাষ্প খ. পানি
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
২১। স্নায়ুতন্ত্রের প্রধান কাজ—
i. বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা
ii. পরিবেশের সঙ্গে সম্পর্ক করা
iii. উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। টিট্রিয়ামের ভরসংখ্যা কত?
ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4
২৩। কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে তাকে কী বলা হয়?
ক. ক্যাটায়ন খ. আইসোটোপ
গ. অ্যানায়ন ঘ. তেজস্ক্রিয় মৌল
২৪। Mg2+ হলো—
i. Mg এর একটি ক্যাটায়ন
ii. একটি আয়ন, যার ইলেকট্রন বিন্যাস Na+ এর অনুরূপ
iii. একটি সক্রিয় আয়ন, যা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। কত কিলোমিটারের পর বায়ুমণ্ডল থাকে না বললে চলে?
ক. ১৬০ কিমি খ. ১৭০ কিমি
গ. ১৮০ কিমি ঘ. ১৯০ কিমি
২৬। সূর্য ও তার পরিবারকে কী বলা হয়?
ক. জ্যোতিষ্ক খ. ছায়াপথ
গ. সৌরজগত্ ঘ. গ্রহাণুপুঞ্জ
২৭। ১ গ্রাম শর্করা কত কিলোক্যালরি তাপ উত্পন্ন করে?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
২৮। আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়ে থাকে?
ক. গলগণ্ড খ. রিকেটস
গ. স্কার্ভি ঘ. ক্রোটিনিজম
২৯। কোন ভিটামিন সূর্যরশ্মি হতে পাওয়া যায়?
ক. ই খ. বি৬ গ. সি ঘ. ডি
৩০। পৃথিবী এবং একটি বইয়ের মধ্যকার আকর্ষণকে কী বলে?
ক. ওজন খ. মহাকর্ষ
গ. অভিকর্ষ ঘ. অভিকর্ষজ ত্বরণ
৩১। চাঁদে কত কেজি ভরের বস্তুর ওজন হবে ১.৬ নিউটন?
ক. ০.৫ কেজি খ. ১ কেজি
গ. ২ কেজি ঘ. ৩ কেজি
৩২। জলজ বাস্তুতন্ত্র কয় ধরনের?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
৩৩। জু-প্লাঙ্কটন কোনটি?
ক. শৈবাল খ. প্রাণিকণা
গ. ছোট মাছ ঘ. জলজ প্রাণী
৩৪। বাস্তুতন্ত্রের অজীব উপাদান—
i. পানি ii. ব্যাকটেরিয়া iii. আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। কোনটি ফাইলেরিয়া কৃমির বৈশিষ্ট্য?
ক. পৌষ্টিক নালি অসম্পূর্ণ
খ. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ
গ. সাধারণত উভলিঙ্গ
ঘ. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত
৩৬। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে?
ক. প্রজাপতি খ. কেঁচো
গ. জোঁক ঘ. তারামাছ
৩৭। কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?
ক. পরিকেরা খ. সিনডেরিয়া
গ. নেমোটোডা ঘ. অ্যামিলিডা
৩৮। কোনটির প্রবাহের জন্য বিদ্যুত্ প্রবাহিত হয়?
ক. ইলেকট্রনের খ. নিউট্রনের
গ. প্রোটনের ঘ. নিউক্লিয়াসের
৩৯। বাড়ির মেইন ফিউজ সাধারণত কত অ্যাম্পিয়ারের হয়ে থাকে?
ক. ৫ বা ১০ খ. ১০ বা ১৫ গ. ১৫ বা ২০ ঘ. ৩০ বা ৬০
৪০। চুনাপাথরের সংকেত কোনটি?
ক. CaO খ. CaCO3 গ. Ca (OH)2 ঘ. Mg(OH)2
সঠিক উত্তর
১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. গ ৩১. খ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ঘ ৪০. খ
=========================================
১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. গ ৩১. খ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ঘ ৪০. খ
=========================================
সৃজনশীল গুরুত্বপূর্ণ প্রশ্ন
১। নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও
অষ্টম শ্রেণির বিজ্ঞান ক্লাসে শিক্ষক মূলরোম দ্বারা উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ পড়াচ্ছিলেন। এ সময় তিনি বোর্ডে একটি মূলের চিহ্নিত চিত্র আঁকেন এবং খনিজ লবণ শোষণের সক্রিয় ও নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ার বর্ণনা করেন।
ক. অভিস্রবণ কাকে বলে?
খ. উদ্ভিদ জীবনে খনিজ লবণ প্রয়োজন কেন?
গ. শিক্ষকের বোর্ডে আঁকা চিত্রটি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
ঘ. খণিজ লবণ শোষণের উক্ত প্রক্রিয়াদ্বয়ের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
২। নিচের বিক্রিয়া দুটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও
CaCO3 + তাপ A (কঠিন) + B (গ্যাস)
A + H2O Ca(OH)2
ক. দহন বিক্রিয়ায় কী শক্তি উৎপন্ন হয়?
খ. তুঁতের নীল দ্রবণে লোহার গুঁড়া যোগ করলে তা হালকা সবুজ বর্ণে পরিণত হয় কেন?
গ. উদ্দীপকের ই গ্যাসটির অম্লধর্মিতা পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিক্রিয়াদ্বয় কোন প্রকৃতির? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
৩। অষ্টম শ্রেণির শিক্ষার্থী আসিফ প্রাণী জাদুঘরে গিয়ে বিভিন্ন বাক্সে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পেল। প্রথম বাক্সের প্রাণীগুলোর দেহ খণ্ডায়িত, সন্ধিযুক্ত পদ, মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা বিদ্যমান। দ্বিতীয় বাক্সের প্রাীণগুলোর দেহ নরম ও সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত, পেশিবহুল পা দিয়ে চলাচল করে এবং ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন চালায়।
ক. শ্রেণিবিন্যাসের জনক কে?
খ. দ্বি-পদ নামকরণ বলতে কী বোঝ?
গ. আসিফের দেখা বাক্স দুটির প্রাণীগুলোর প্রতি পর্বের একটি করে প্রাণীর চিত্র আঁক।
ঘ. উল্লিখিত বাক্সের পর্ব দুটির প্রাণীদের স্বভাব ও বাসস্থান সম্পর্কে আলোচনা কর।
৪। আসিফ তার পড়ার রুমে বেড সুইচ ব্যবহার করে। বেড সুইচের সাহয্যে সে যখন বাতিটি জ্বালায় তখন ০.৫ অলিম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। একদিন গোসল করার পর ভেজা হাতে সুইচটি অন করার সময় সঙ্গে সঙ্গে সে বৈদ্যুতিক শক অনুভব করল।
ক. রোধের এসআই একক কী?
খ. সুইচ কেন ব্যবহার করা হয়?
গ. আসিফের তারের বিভব পার্থক্য ২২০ ভোল্ট হলে তারটির রোধের মান নির্ণয় কর।
ঘ. আসিফের দুর্ঘটনাটির কারণ ও প্রতিকার সম্বন্ধে তোমার মতামত দাও।
৫। দুটি বস্তুর ভর ৫০ গ্রাম ও ১০০ গ্রাম এবং তাদের মধ্যে দূরত্ব হল ১০ সেমি.। বস্তু দুটির মহাকর্ষ বল হল ঋ। [দেয়া আছে, ে = ৬.৬৭৩ › ১০-১১ নি.মি২/কেজি২]
ক. মহাকর্ষ কাকে বলে?
খ. বস্তুর ভর ও ওজনের মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. ঋ এর মান বের কর।
ঘ. যদি দুটি বস্তুর ভরই দ্বিগুণ করা হয় এবং দূরত্বও দ্বিগুণ করা হয় তবে মহাকর্ষ বল কিরূপ হবে- বিশ্লেষণ কর।
৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও
পানির মধ্যে থেকে একটি মাছ সূর্যোদয় দেখার জন্য অভিলম্বের সঙ্গে ৪৯° কোণ করে তাকায়। কিন্তু মাছটি ৫৫° কোণ করে তাকালে সুর্যোদয় দেখতে পায় না। এমনকি পানির ওপরের কিছুই দেখতে পায় না বরং পানির মধ্যকার অন্য প্রাণী দেখতে পায়।
ক. উদ্দীপকের ৪৯° কোণকে কী বলে?
খ. উল্লিখিত ৫৫° কোণে তাকালে মাছ পানির ওপরের কিছুই দেখতে পায় না কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক অনুযায়ী সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা কর।
ঘ. ‘মাছের ঘটনা অনুসারে টেলিকমিউনিকেশন্স সিস্টেম গঠিত’- উক্তিটি বিশ্লেষণ কর।
===========================================
নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
H ও O পরমানু নিজেদের সাথে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে দুটি ভিন্ন যৌগ H2O2 এবং H2O তৈরি করে।
ক. বেরিলিয়ামের প্রতীক কী?
খ. 2F ও F2 দিয়ে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটির পরিমাণগত তাৎপর্য ব্যাখ্যা করো।
ঘ. “H এর যোজনী পরিবর্তনশীল” – উক্তিটি প্রদত্ত উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
নমুনা উত্তরঃ
ক. বেরিলিয়ামের প্রতীক Be ।
খ. আমরা জানি, ফ্লোরিনের প্রতীক হলো F । আমরা আরও জানি, অসংযুক্ত ও পরস্পর থেকে বিচ্ছিন্ন কোনো মৌলের পরমাণুকে প্রকাশ করতে ঐ মৌলের প্রতীকের বাম পাশে পরমাণুর মোট সংখ্যা চিহ্ন বসাতে হয়। তাই, 2F দিয়ে দুইটি অসংযুক্ত ফ্লোরিন পরমাণু্কে বুঝায়।আবার কোনো মৌলের সংকেত লেখার সময় মৌলটির একটি অণুতে যে কয়টি পরমাণু আছে সেই সংখ্যাটি প্রতীকের ডানদিকে একটু নিচে লিখতে হয়। তাই, F2 দিয়ে ফ্লোরিনের একটি অণুকে বুঝায় যা দুইটি পরমাণু নিয়ে গঠিত।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটি হলো H2O2 যার পরিমাণগত তাৎপর্য নিম্নরূপঃ
H2O থেকে দেখা যায় H এর ডানে নিচের দিকে ২ আছে, যা হলো O এর যোজনী এবং O এর বামে নিচের দিকে কোনো সংখ্যা নেই। এর থেকে বুঝতে হবে এখানে ১ আছে, যা হলো H এর যোজনী। হাইড্রোজেন ও অক্সিজেনের এই যোজনী আরও পরিষ্কার হওয়া যায় যৌগটির নিচের সংকেতটি দেখেঃ
এইখানে, প্রত্যেকটি হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে একটি করে হাত দ্বারা যুক্ত। যেহেতু মৌলের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে তুলনা করি, সেহেতু আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
আবার, H2O2 যৌগটিতে দেখা যাচ্ছে H এর ডানে নিচের দিকে ২ আছে যা হলো O এর যোজনী। একইভাবে O এর বামদিকে নিচের দিকে ২ আছে যাকে অনেকেই H এর যোজনী বলে ভুল করতে পারে। কিন্তু আমরা জানি, হাইড্রোজেনের যোজনী ১। এটি এইক্ষেত্রেও প্রযোজ্য যা যৌগটির নিচের সংকেত দিয়ে বুঝা যায়ঃ
এইখানে দেখা যাচ্ছে, H2O2 এর একটি অণুতে দুইটি হাইড্রোজেন আছে যারা দুইটি ভিন্ন ভিন্ন অক্সিজেনের সাথে একটি করে হাত দিয়ে যুক্ত। তাই আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
সুতরাং “H এর যোজনী পরিবর্তনশীল” - কথাটি সত্য নয়। হাইড্রোজেনের যোজনী একটি এবং সেটি হলো ১।
===========================================
নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
H ও O পরমানু নিজেদের সাথে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে দুটি ভিন্ন যৌগ H2O2 এবং H2O তৈরি করে।
ক. বেরিলিয়ামের প্রতীক কী?
খ. 2F ও F2 দিয়ে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটির পরিমাণগত তাৎপর্য ব্যাখ্যা করো।
ঘ. “H এর যোজনী পরিবর্তনশীল” – উক্তিটি প্রদত্ত উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
নমুনা উত্তরঃ
ক. বেরিলিয়ামের প্রতীক Be ।
খ. আমরা জানি, ফ্লোরিনের প্রতীক হলো F । আমরা আরও জানি, অসংযুক্ত ও পরস্পর থেকে বিচ্ছিন্ন কোনো মৌলের পরমাণুকে প্রকাশ করতে ঐ মৌলের প্রতীকের বাম পাশে পরমাণুর মোট সংখ্যা চিহ্ন বসাতে হয়। তাই, 2F দিয়ে দুইটি অসংযুক্ত ফ্লোরিন পরমাণু্কে বুঝায়।আবার কোনো মৌলের সংকেত লেখার সময় মৌলটির একটি অণুতে যে কয়টি পরমাণু আছে সেই সংখ্যাটি প্রতীকের ডানদিকে একটু নিচে লিখতে হয়। তাই, F2 দিয়ে ফ্লোরিনের একটি অণুকে বুঝায় যা দুইটি পরমাণু নিয়ে গঠিত।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটি হলো H2O2 যার পরিমাণগত তাৎপর্য নিম্নরূপঃ
- H2O2 দ্বারা হাইড্রোজেন পার অক্সাইডের একটি অণুকে বুঝায়।
- সংকেতটি থেকে বুঝা যায় যে হাইড্রোজেন পার অক্সাইডের একটি অণু দুইটি হাইড্রোজেন ও দুইটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত।
- সংকেতটি থেকে আরও জানা যায় যে হাইড্রোজেন পার অক্সাইডের আণবিক ভর = (১ x ২)+ (১৬ x ২) = ৩৪। এবং এর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত = ২ : ৩২ বা ১:১৬।
H2O থেকে দেখা যায় H এর ডানে নিচের দিকে ২ আছে, যা হলো O এর যোজনী এবং O এর বামে নিচের দিকে কোনো সংখ্যা নেই। এর থেকে বুঝতে হবে এখানে ১ আছে, যা হলো H এর যোজনী। হাইড্রোজেন ও অক্সিজেনের এই যোজনী আরও পরিষ্কার হওয়া যায় যৌগটির নিচের সংকেতটি দেখেঃ
এইখানে, প্রত্যেকটি হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে একটি করে হাত দ্বারা যুক্ত। যেহেতু মৌলের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে তুলনা করি, সেহেতু আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
আবার, H2O2 যৌগটিতে দেখা যাচ্ছে H এর ডানে নিচের দিকে ২ আছে যা হলো O এর যোজনী। একইভাবে O এর বামদিকে নিচের দিকে ২ আছে যাকে অনেকেই H এর যোজনী বলে ভুল করতে পারে। কিন্তু আমরা জানি, হাইড্রোজেনের যোজনী ১। এটি এইক্ষেত্রেও প্রযোজ্য যা যৌগটির নিচের সংকেত দিয়ে বুঝা যায়ঃ
এইখানে দেখা যাচ্ছে, H2O2 এর একটি অণুতে দুইটি হাইড্রোজেন আছে যারা দুইটি ভিন্ন ভিন্ন অক্সিজেনের সাথে একটি করে হাত দিয়ে যুক্ত। তাই আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
সুতরাং “H এর যোজনী পরিবর্তনশীল” - কথাটি সত্য নয়। হাইড্রোজেনের যোজনী একটি এবং সেটি হলো ১।