৭। বাংলাদেশে বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে কখন থেকে?
ক. ব্রিটিশ শাসনামলে
খ. স্বাধীনতা উত্তরকালীন
গ. পাকিস্তানি শাসনকালে
ঘ. সুলতানি শাসনামলে
৮। নারীকে বহির্মুখী কর্মগ্রহণ ও চাকরিমুখী করেছে
ক. নগরায়ন
খ. নারী শিক্ষা
গ. যোগাযোগ ব্যবস্থার উন্নতি
ঘ. শিল্পায়ন
৯। নারীর ক্ষমতায়ন ঘটেছে
ক. সাংস্কৃতিক বিশৃঙ্খলায়
খ. নারী শিক্ষায়
গ. প্রযুক্তিতে আধুনিকায়নে
ঘ. নগরায়নে
১০। ব্যাপক শিল্পায়ন ও নগরায়ন কার ভূমিকায় পরিবর্তন এনে দিয়েছে?
ক. নারীদের
খ. শিক্ষিত মানুষের
গ. শিশুদের
ঘ. সুবিধাবঞ্চিতদের
১১। শিল্পায়নের ফলে উদ্ভব হয়েছে
র. নিম্নবিত্ত শ্রেণীর
রর. মধ্যবিত্ত শ্রেণীর
ররর. উচ্চবিত্ত শ্রেণীর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর, ও ররর
১২। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠেছে
ক. ব্যাংক খ. পল্লী উন্নয়ন সংস্থা
গ. বীমা ঘ. জমিদার শ্রেণী
১৩। শিক্ষা হলো এক ধরনের
র. সংস্কার সাধন
রর. প্রযুক্তির উন্নয়ন
ররর. বিরামহীন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. রর খ. ররর গ. র ও ররর ঘ. র, রর, ও ররর
১৪। নারী ভূমিকায় পরিবর্তন এনেছে
ক. শিল্পায়ন
খ. প্রযুক্তি
গ. নগরায়ন
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কার
১৫। সমাজ পরিবর্তনের যে উপাদান নারী অধিকারকে সমুন্নত করেÑ
ক. শিক্ষা খ. নগরায়ন
গ. শিল্পায়ন ঘ. সংস্কৃতি
১৬। শিক্ষা দূর করে
র.কুসংস্কৃতি রর. যাবতীয় অন্ধত্ব
ররর. অপসংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. রর খ. ররর
গ. র ও রর ঘ. র, রর, ও ররর
১৭। শিল্প শ্রমিকরা অধিকাংশ সময় কাদের সাথে কাটায়?
ক. সহকর্মীদের খ. সন্তানদের
গ. পরিবারের ঘ. মা-বাবার
উত্তর : ৭. খ, ৮. খ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক।
ক. ব্রিটিশ শাসনামলে
খ. স্বাধীনতা উত্তরকালীন
গ. পাকিস্তানি শাসনকালে
ঘ. সুলতানি শাসনামলে
৮। নারীকে বহির্মুখী কর্মগ্রহণ ও চাকরিমুখী করেছে
ক. নগরায়ন
খ. নারী শিক্ষা
গ. যোগাযোগ ব্যবস্থার উন্নতি
ঘ. শিল্পায়ন
৯। নারীর ক্ষমতায়ন ঘটেছে
ক. সাংস্কৃতিক বিশৃঙ্খলায়
খ. নারী শিক্ষায়
গ. প্রযুক্তিতে আধুনিকায়নে
ঘ. নগরায়নে
১০। ব্যাপক শিল্পায়ন ও নগরায়ন কার ভূমিকায় পরিবর্তন এনে দিয়েছে?
ক. নারীদের
খ. শিক্ষিত মানুষের
গ. শিশুদের
ঘ. সুবিধাবঞ্চিতদের
১১। শিল্পায়নের ফলে উদ্ভব হয়েছে
র. নিম্নবিত্ত শ্রেণীর
রর. মধ্যবিত্ত শ্রেণীর
ররর. উচ্চবিত্ত শ্রেণীর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর, ও ররর
১২। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠেছে
ক. ব্যাংক খ. পল্লী উন্নয়ন সংস্থা
গ. বীমা ঘ. জমিদার শ্রেণী
১৩। শিক্ষা হলো এক ধরনের
র. সংস্কার সাধন
রর. প্রযুক্তির উন্নয়ন
ররর. বিরামহীন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. রর খ. ররর গ. র ও ররর ঘ. র, রর, ও ররর
১৪। নারী ভূমিকায় পরিবর্তন এনেছে
ক. শিল্পায়ন
খ. প্রযুক্তি
গ. নগরায়ন
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কার
১৫। সমাজ পরিবর্তনের যে উপাদান নারী অধিকারকে সমুন্নত করেÑ
ক. শিক্ষা খ. নগরায়ন
গ. শিল্পায়ন ঘ. সংস্কৃতি
১৬। শিক্ষা দূর করে
র.কুসংস্কৃতি রর. যাবতীয় অন্ধত্ব
ররর. অপসংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. রর খ. ররর
গ. র ও রর ঘ. র, রর, ও ররর
১৭। শিল্প শ্রমিকরা অধিকাংশ সময় কাদের সাথে কাটায়?
ক. সহকর্মীদের খ. সন্তানদের
গ. পরিবারের ঘ. মা-বাবার
উত্তর : ৭. খ, ৮. খ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক।