এসিড-ক্ষারক সমতা

https://youtu.be/Ml5kcddkM8w
Watch the Vedio before Reading
৫১. pH এর জন্য কোনটি সঠিক?
i. ত্বকের pH এর মান 5.5 থেকে 5.6
ii. রক্তের pH এর মান 7.35 থেকে 7.45
iii. কৃষি উৎপাদনে pH এর ভূমিকা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫২. এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় এ বিক্রিয়াকে কি বলে?
Ο ক) পানিযোজন বিক্রিয়া
Ο খ) প্রশমন বিক্রিয়া
Ο গ) সংশ্লেষণ বিক্রিয়া
Ο ঘ) সংশ্লেষণ বিক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. এসিডের ক্ষেত্রে-
i. যৌগের অণুতে প্রতিস্থাপনীয় H থাকে?
ii. হাইড্রোজেনকে ক্রিয়াশীলমূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়
iii. উদাহরণ- H2SO4, HCI
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. গাঢ় HNO3 তে শতকরা কতভাগ HNO3 থাকে?
Ο ক) 75%
Ο খ) 70%
Ο গ) 65%
Ο ঘ) 60%
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. কোন দ্রবণে নীল লিটমাস কাগজ লাল হলে দ্রবণটির pH মান কত?
Ο ক) 7 এর বেশি
Ο খ) 7 এর সমান
Ο গ) 7 এর কম
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. অনুভবে পিচ্ছিল অনুভূত হয় কোনটির?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. COD এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) Chemistrey Oxygen Demand
Ο খ) Chemical Oxygen Demand
Ο গ) Chemistry Organaiztion Development
Ο ঘ) Chemical Oxygen Development
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. আলকেমি শব্দটি?
Ο ক) বাংলা
Ο খ) ইংরেজি
Ο গ) আরবী
Ο ঘ) ফারসী
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. Zn CI2 এর সাথে NaOH এর দ্রবণের বিক্রিয়ায় কোনটির অধঃক্ষেপ পড়ে?
Ο ক) Zn(OH)2
Ο খ) NaCl
Ο গ) ZnO
Ο ঘ) Cl2O2
 সঠিক উত্তর: (ক)

 ৬০. টারটারিক এসিডে কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
 সঠিক উত্তর: (খ)

 ৬১. রহমান সাহেবের বাজার করা মাছ, তরকারিতে কী মিশানো ছিল?
Ο ক) ফরমালিন
Ο খ) ম্যালামাইন
Ο গ) প্রিজারভেটিভস্
Ο ঘ) মেডিসিন
 সঠিক উত্তর: (ক)

 ৬২. লবণের ক্ষেত্রে-
i. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ
ii. সাধারণত প্রশম বা নিরপেক্ষ পদার্থ
iii. উচ্চ গলনাঙ্ক ও স্ফটনাঙ্ক বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. লঘু-এসিডসমূহ কেমন স্বাদযুক্ত?
Ο ক) জাল
Ο খ) টক
Ο গ) মিষ্টি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. কোন দ্রবণে pH মান এর মানের সীমা কত?
Ο ক) 0-14
Ο খ) 1-14
Ο গ) 2-14
Ο ঘ) 3-14
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. কোনটি ক্ষার?
Ο ক) CaO
Ο খ) Fe(OH)2
Ο গ) FeO
Ο ঘ) Cu2O
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. Fe(OH)2 অধঃক্ষেপের বর্ণ কেমন?
Ο ক) সাদা
Ο খ) নাীল
Ο গ) লালচে
Ο ঘ) সবুজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. ‘আল-কেমী’ কোন জাতীয় শব্দ?
Ο ক) মিসরীয়
Ο খ) উর্দু
Ο গ) আরবি
Ο ঘ) ইংরেজি
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. পানি বিশুদ্ধতা পরীক্ষার জন্য যে মানগুলো জানা দরকার-
i. পানির তাপমাত্রা
ii. পানির pH মান
iii. BOD মান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. ক্ষারক ও এসিডের প্রমমন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ ও পানি
Ο ঘ) এস্টার
 সঠিক উত্তর: (গ)

 ৭০. টারটারিক এসিডযুক্ত ফল হচ্ছে-
Ο ক) লেবু
Ο খ) আম
Ο গ) তেতুল
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (গ)

 ৭১. লিল্প বর্জ্যের দূষক পদার্থগুলো দেওয়া হলো তা লক্ষ্য করো-
i. ম্যাঙ্গানিজ (Mn)
ii. ক্লোমিয়াম (Cr)
iii. ক্যাডমিয়াম (Cd)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. মুখে রুচি আনে কোনটি?
Ο ক) কার্বনিক এসিড
Ο খ) লেবু
Ο গ) টারটারিক এসিড
Ο ঘ) ল্যাকটিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. নিচের কোনটি সবচেয়ে বিষাক্ত এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর?
Ο ক) CO2
Ο খ) CO3
Ο গ) CO
Ο ঘ) C-কণা
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. পানির খরতার জন্য দায়ী Ca, Mg, Fe ধাতুর-
i. ক্লোরাইড
ii. সালফেট
iii. বাই কার্বনেট লবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. H2 ও N2 অণুর সমষ্টিতে কোন গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) অ্যামোনিয়া গ্যাস
Ο খ) নাইট্রোজেন গ্যাস
Ο গ) ক্লোরিন গ্যাস
Ο ঘ) ফ্লোরিন গ্যাস
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে-
Ο ক) তথ্য নির্ভর
Ο খ) পরিকল্পনা নির্ভর
Ο গ) পরীক্ষণ নির্ভর
Ο ঘ) বিষয়বস্তু নির্ভর
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. ভিটামিন সি পাওয়া যায় নিচের কোনগুলোতে?
i. আমলকি
ii. আলু
iii. কাঁচামরিচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার?
Ο ক) NH4 + আয়ন
Ο খ) OH আয়ন
Ο গ) NH2
Ο ঘ) H2O
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) আধুনিক
Ο গ) মধ্যযুগ
Ο ঘ) প্রাচীন ও মধ্যযুগ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. স্বাস্থ্য রক্ষার জন্য দরকার-
Ο ক) শ্যাম্পু
Ο খ) লোসন
Ο গ) ঔষুধ
Ο ঘ) সাবান
 সঠিক উত্তর: (গ)

 ৮১. HCI এসিডে ভরের অনুপাতে শতকরা কত ভাগ হাইড্রোজেন ক্লোরাইড থাকে?
Ο ক) 40%
Ο খ) 45%
Ο গ) 55%
Ο ঘ) 35%
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. H2SO3 কি ধরনের যৌগ?
Ο ক) দুর্বল ক্ষার
Ο খ) দুর্বল এসিড
Ο গ) শক্তিশালী এসিড
Ο ঘ) শক্তিশালী ক্ষার
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. ক্লোরিনের ক্ষেত্রে-
(i) ইহা একটি গ্যাস
(ii) বিজারণ পাত্রে রাখা ঠিক নয়
(iii) ব্যবহারের সময় কহাতে দস্তানা ব্যবহার করা উচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. নাইট্রাস এসিড অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন হয়?
Ο ক) নাইট্রিক এসিড
Ο খ) হাইড্রোক্লোরিক এসিড
Ο গ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
Ο ঘ) নাইট্রিক অক্সাইড
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. মাটি ক্ষারীয় হলে কোন আয়নটি মািট থেকে গাছের মূলে চলে যায়?
Ο ক) AI2+
Ο খ) AI3+
Ο গ) AI+
Ο ঘ) AI3
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. অক্সিজেনের উৎস-
(i) প্রকৃতি
(ii) পানি
(iii) বায়ু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল-
(i) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা ভিত্তিতে রাসায়নিক পদার্থকে ভাগ করা
(ii) ঝুঁকির সতর্কতা সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা
(iii) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. ১ অনু Al2O3 এর সাথে কত অণু HCl বিক্রিয়া করে?
Ο ক) 4
Ο খ) 6
Ο গ) 5
Ο ঘ) 3
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. শরীরে কোনটির অভাবে স্কার্ভি রোগ হয়?
Ο ক) ভিটামিন-সি
Ο খ) ভিটামিন-ডি
Ο গ) ভিটামিন-এ
Ο ঘ) ভিটামিন-বি
 সঠিক উত্তর: (ক)

 ৯০. কোন প্রক্রিয়ায় কাচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?
Ο ক) ভৌত প্রক্রিয়ায়
Ο খ) রাসায়নিক প্রক্রিয়ায়
Ο গ) জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
Ο ঘ) ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৯১. রংধনু পরীক্ষায় টেস্টটিউবে ভিন্ন ভিন্ন বর্ণ সৃষ্টি হওয়ার কারণ-
Ο ক) দ্রবণে ঘনমাত্রার পার্থক্য
Ο খ) দ্রবণে H+ আয়নের উপস্থিতি
Ο গ) দ্রবণে H- আয়নের উপস্থিতি
Ο ঘ) দ্রবণে pH এর পার্থক্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়-
i. পাকস্থলীর এসিড প্রশমিত করতে
ii. দাঁত ব্রাশের সময়
iii. কেক তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. সফট ড্রিকস এ কোন এসিড থাকে?
Ο ক) কার্বনিক এসিড
Ο খ) টারটারিক এসিড
Ο গ) ইথানয়িক এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. পানি দূষণের জন্য দায়ী-
(i) সার ও কীটনাশক
(ii) সাবান ও শ্যাম্পু
(iii) আরোসল ও কয়েল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. টুথপেস্ট কী জাতীয় পদার্থ?
Ο ক) ক্ষার জাতীয়
Ο খ) এসিড জাতীয়
Ο গ) লবণ জাতীয়
Ο ঘ) পানি জাতীয়
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. রসায়নের সাথে যোগসূত্র রয়েছে-
(i) গণিতের
(ii) পরিবেশ বিজ্ঞানের
(iii) ভূগর্ভস্থ বিজ্ঞানের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. প্রায় ৫০০০ বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার শুরু হয়?
Ο ক) আরবে
Ο খ) ভারতবর্ষে
Ο গ) মিসরে
Ο ঘ) গ্রিসে
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মুখে কোন রং দিয়েছে?
Ο ক) নীল
Ο খ) সবুজ
Ο গ) লাল
Ο ঘ) সাদা
 সঠিক উত্তর: (গ)

https://youtu.be/Ml5kcddkM8w ৯৯. জায়মান অক্সিজেন কিভাবে প্রকাশ করা হয়?
Ο ক) O2
Ο খ) O
Ο গ) [O]
Ο ঘ) O3
 সঠিক উত্তর: (গ)

 ১০০. লঘু ক্ষার-
i. কটু স্বাদ ও গন্ধযুক্ত
ii. ধাতব আয়নের বিক্রিয়া হয়
iii. অ্যামোনিয়াম যৌগের বিক্রিয়ায় গ্যাস NH3 বিমুক্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)