ষষ্ঠ শ্রেনীর বিজ্ঞান গুরুত্তপূর্ন বহু নির্বচিনী প্রশ্ন ও উত্তর

১।   চাপের একক কী?
     ক. মিটার         
খ. নিউটন
     গ. প্যাসকেল       ঘ. জুল
২।   সিপ্রং নিক্তির সাহায্য কী মাপা যায়?
     ক. চাপ     খ. বল
     গ. কাজ     ঘ. ক্ষমতা
৩।   বেগের একক কী?
     ক. মিটার/সেকেন্ড    খ. মিনিট
     গ. মিটার         
ঘ. সেকেন্ড
৪।   সরণের একক কী?
     ক. নিউটন    খ. ওয়াট
     গ. জুল     ঘ. মিটার
৫।   রিকশার চাকার গতি কী ধরনের গতি?
ক. জটিল গতি            খ. ঘূর্ষণ গতি
     গ. পর্যায় গতি            ঘ. দোলন গতি
৬।   ওজনের একক কী?
     ক. নিউটন    খ. জুল
     গ. ওয়াট    ঘ. মিটার
৭।   একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কী বলে?
ক. বল      খ. কাজ
     গ. চাপ     ঘ. ক্ষমতা
৮।   ক্ষেত্রফলের একক কী?
     ক. মিটার    খ. বর্গমিটার
     গ. প্যাসকেল       ঘ. জুল
৯।   বস্তুর স্থির অবস্থানকে বলা হয়—
     ক. গতি      খ. স্থিতি
     গ. গতিশক্তি ঘ. স্থিতিশক্তি
১০। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে—
     ক. দ্রুতি         
খ. সরণ
     গ. বেগ          
ঘ. সময়
১১।  বেগের দিক—
     ক. নির্দিষ্ট         
খ. অনির্দিষ্ট
     গ. উভয়ই        
ঘ. কোনোটিই নয়
১২।  একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হচ্ছে—
     ক. চাপ    
     খ. গতি
     গ. পর্যায়   
     ঘ. বেগ
১৩।  রেলগাড়ির গতি হলো—
     ক. জটিল গতি            খ. পর্যায় গতি
     গ. রৈখিক গতি           ঘ. ঘূর্ণন গতি
১৪।  বেগ বলতে বোঝায়—
     ক. সরণের হারকে    খ. বেগের হারকে
     গ. মন্দনের       
ঘ. ত্বরণের হারকে
১৫।  দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হলো—
     ক. স্পিডোমিটার           খ. ভেলোটোমিটার
     গ. সিপ্রং নিক্তি           ঘ. সবগুলো
১৬।  দ্রুতি কিসের ওপর নির্ভর করে?
     ক. মানের ওপর           খ. দিকের ওপর
     গ. উভয়ের ওপর          ঘ. কোনোটিই নয়
১৭।  কিসের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়?
     i. মান          
     ii. দিক         
     iii. উভয়ের
     নিচের কোনটি সঠিক?
     ক. i            খ. i ও iii
     গ. ii ও iii    
ঘ. i, ii, iii
১৮। বাস্তব ক্ষেত্রে কোনটি অসম্ভব?
     i. চরম গতি      
     ii. চরম স্থিতি          
     iii. বল
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii      
খ. i ও iii
     গ. ii ও iii         
ঘ. i, ii, iii
১৯। তরল পদার্থ কী ধরনের চাপ দেয়?
     i. নিম্নচাপ       
     ii. ঊর্ধ্বচাপ      
     iii. পার্শ্বচাপ
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii      
খ. i ও iii
     গ. ii ও iii         
ঘ. i, ii, iii

উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক
৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. গ
১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক
১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ক
১৯. ক