৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (গণিত)
১। ৩টি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ১২, ৩০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
ক. ৩০ সেকেন্ড পর
খ. ৬০ সেকেন্ড পর
গ. ৭২ সেকেন্ড পর
ঘ. ৯০ সেকেন্ড পর
সঠিক উত্তর : খ. ৬০ সেকেন্ড পর
২। দুটি সংখ্যার ল.সা.গু. ২৪ এবং গ.সা.গু. ৪। সংখ্যা দুটির গুণফল কত?
ক. ৪৮
খ. ৭২
গ. ৯৬
ঘ. ১২০
সঠিক উত্তর: গ. ৯৬
৩। দুটি সংখ্যার ল.সা.গু. ৩৬ এবং গ.সা.গু. ৬। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যা কত?
ক. ২৭ খ. ১৮
গ. ১৫ ঘ. ৯
সঠিক উত্তর: খ. ১৮
৪। যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট তাকে বলা হয়-
ক. প্রকৃত ভগ্নাংশ
খ. মিশ্র ভগ্নাংশ
গ. অপ্রকৃত ভগ্নাংশ
ঘ. সমতুল ভগ্নাংশ
সঠিক উত্তর: গ. অপ্রকৃত ভগ্নাংশ
৫। কোনো ভগ্নাংশের লব ও হরকে ০ (শূন্য) বাদে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তাকে কী বলা হয়?
ক. প্রকৃত ভগ্নাংশ
খ. মিশ্র ভগ্নাংশ
গ. অপ্রকৃত ভগ্নাংশ
ঘ. সমতুল ভগ্নাংশ
সঠিক উত্তর: ঘ. সমতুল ভগ্নাংশ
৬। ৩/৫ এর সমতুল ভগ্নাংশ কোনটি?
ক. ৩/১৫
খ. ৯/৫
গ. ৯/১৫
ঘ. ১৮/৫
সঠিক উত্তর: গ. ৯/১৫
৭। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ১
খ. ২
গ. ৬
ঘ. ৯
সঠিক উত্তর: খ. ২
৮। কোনো সংখ্যা থেকে ১ ধাপ ডান দিকে গেলে-
র. ওই সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যা পাওয়া যায়
রর. ওই সংখ্যাটির পরবর্তী সংখ্যা পাওয়া যায়
ররর. ওই সংখ্যা থেকে বড় সংখ্যা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও ররর ঘ. রর ও ররর
সঠিক উত্তর: খ. রর
৯। ১, ২, ৩, ৪,... সংখ্যাগুলোকে বলা হয়-
র. পূর্ণ সংখ্যা
রর. ধনাত্মক সংখ্যা
ররর. অঋণাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর: ক. র ও রর
১০। শূন্যসহ সব ধনাত্মক পূর্ণ সংখ্যাকে নিচের কোনটি বলা হয়?
ক. ধনাত্মক সংখ্যা
খ. অঋণাত্মক সংখ্যা
গ. ঋণাত্মক সংখ্যা
ঘ. স্বাভাবিক সংখ্যা
সঠিক উত্তর: খ. অঋণাত্মক সংখ্যা
১১। আয়কে (+) চিহ্ন দ্বারা প্রকাশ করা হলে লাভকে নিচের কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা যাবে?
ক. + চিহ্ন
খ. ু চিহ্ন
গ. ক্ম চিহ্ন
ঘ. গু চিহ্ন
সঠিক উত্তর: ক. + চিহ্ন
নিচের তথ্যের আলোকে ৭-৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও।
কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নরূপ:
স্থানের নাম তাপমাত্রা
ঢাকা ০ড়ঈ এর ওপরে ৩ড়ঈ
বার্লিন ০ড়ঈ এর ওপরে ৩ড়ঈ
মস্কো ০ড়ঈ এর ওপরে ৫ড়ঈ
জেদ্দা ০ড়ঈ এর ওপরে ৪ড়ঈ
১২। কোন স্থানের তাপমাত্রা সবচেয়ে কম?
ক. ঢাকা
খ. বার্লিন
গ. মস্কো
ঘ. জেদ্দা
সঠিক উত্তর: গ. মস্কো
১৩। মস্কো অপেক্ষা বার্লিনের তাপমাত্রা কত বেশি?
ক. -৩ড়প
খ. -২ড়প
গ. +৩ড়প
ঘ. +২ড়প
সঠিক উত্তর: ঘ. +২ড়প
১৪। ঢাকার তাপমাত্রা কত ডিগ্রি বাড়লে তা জেদ্দার তাপমাত্রার সমান হবে?
ক. -৭০ড়প
খ. -১০ড়প
গ. +১০ড়প
ঘ. +৭০ড়প
সঠিক উত্তর: গ. +১০ড়প
১৫। যদি সমতল ভূমিকে ০ (শূন্য) বিন্দু ধরা হয়, তবে ৫টি সিঁড়ি ওপরে উঠলে নিচের কোনটি হবে?
ক. -৫
খ. = ৫
গ. ৫
ঘ. +৫
সঠিক উত্তর: ঘ. +৫
নিচের সংখ্যা দুটির আলোকে ১১-১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।
সংখ্যা দুটি হলো: -৬ ও +৬
১৬। প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে বাঁয়ে কোনটি অবস্থিত?
ক. -৬ খ. ০
গ. ১ ঘ. +৬
সঠিক উত্তর: ক. -৬