বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ৪৫টি সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর (সকলের জন্য)





১. প্রশ্ন : বাঙ্গালা ভাষার ইতিবৃত্তকে রচনা করেন?                                         
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ


২. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?                                          

উত্তর : শেষের কবিতা


৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত
ধূমকেতুকোন ধরনের প্রকাশনা?                                                             

উত্তর : পত্রিকা


৪. প্রশ্ন : জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর : রাখালী


৫. প্রশ্ন : রাইফেল রোটি আওরাতউপন্যাসের রচয়িতা কে?



উত্তর : আনোয়ার পাশা


৬. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?                                        

উত্তর : মৃত্যুক্ষুধা


৭. প্রশ্ন : মা যে জননী কান্দেকোন ধরনের রচনা?                                         

উত্তর : কাব্য


৮. প্রশ্ন : বহিঃপীর কী?

 উত্তর : একটি নাটক


৯. প্রশ্ন : শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক
বাজেয়াপ্ত হয়েছিল?

উত্তর : পথের দাবী


১০. প্রশ্ন : কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী?



উত্তর : ভবিষ্যতের বাঙালি


১১. প্রশ্ন : ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’- কে বলেছেন?

উত্তর : প্রমথ চৌধুরী


১২. প্রশ্ন : জঙ্গমএর বিপরীত শব্দ কী?

উত্তর : স্থাবর


১৩. প্রশ্ন : উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?

উত্তর : প্রত্যয়জনিত


১৪. প্রশ্ন : তুমি না বলেছিলে আগামীকাল আসবে? – এখানেনাএর ব্যবহার কী অর্থে?

উত্তর : হ্যাঁ-বাচক


১৫. প্রশ্ন : কার মাথায় হাত বুলিয়েছে- এখানে মাথাশব্দের অর্থ-



উত্তর : ফাঁকি দেওয়া


১৬. প্রশ্ন : নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?

উত্তর : আষাঢ়


১৭. প্রশ্ন : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-

উত্তর : সমক্ষ


১৮. প্রশ্ন : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী?



উত্তর : উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে


১৯. প্রশ্ন : তুমি এতক্ষণ কী করেছ?- বাক্যে কীকোনপদ?

উত্তর : সর্বনাম


২০. প্রশ্ন : আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস বাক্যে আকাশেশব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর : অধিকরণ কারকে সপ্তমী                                                                           

১. বাংলায় টি.এস.এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?



উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২. বাংলার মাটি বাংলার জলসনেটটির রচয়িতা কে?



উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৩. শত্রুকে পীড়া দেয় যে’-সঠিক বাক্য সংকোচন-



উঃ পরন্তপ

৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?



উঃ কার

৫. হে দারিদ্র,তুমি মোরে করেছ মহান’- চরণটি কোন ছন্দে লেখা?



উঃ অমিত্রাক্ষর

৬. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?



উঃ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

৭. আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা’-চরণ দুটির রচয়িতা কে?



উঃ লালন শাহ

৮. খেয়া পারের তরণীকবিতার কবি কে?



উঃ কাজী নজরুল ইসলাম

৯. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি



উঃ মাইকেল মধুসূদন দত্ত

১০. কোন সাহিত্যকর্মে সান্ধ্যাভাষার প্রয়োগ আছে?



উঃ চর্যাপদ

১১. চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কত?



উঃ সাড়ে ৪৬ টি

১২. বৈরতক,করুক্ষেত্র,প্রভাস’-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?



উঃ নবীনচন্দ্র সেন

১৩. ভারতীপত্রিকা কে সম্পাদনা করতেন?



উঃ স্বর্ণকুমারী দেবী

১৪. জসীমউদ্দীনের আসমানীচরিত্রটির বাড়ি কোথায়?



উঃ ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে

১৫. সংস্কৃত ভাষার কবি কাকে বলা হয়?



উঃ কালিদাস

১৬. তারাবাঈনাটকের রচয়িতা কে?



উঃ দ্বিজেন্দ্রলাল রায়

১৭. বনি আদমকাব্যগ্রন্থটির রচয়িতা কে?



উঃ গোলাম মোস্তফা

১৮. বিশ্বজনের হিতকরএক কথায় কী বলে?



উঃ বিশ্বজনীন

১৯. সাত নরী হারকাব্যগ্রন্থটি কোন কবির রচনা?



উঃ আবু জাফর ওবায়দুল্লাহ

২০. ছায় হরিণকাব্যগ্রন্থটির রচয়িতা কে?



উঃ আহসান হাবীব

২১. যা বলা হয় নি’- এক কথায় কি হবে?



উঃ অনুক্ত

২২. অক্ষীর সমীপে’-এর সংক্ষপণ



উঃ সমক্ষ

২৩. রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোরকার রচনা?



উঃ জ্ঞানদাস

২৪. রঙ্গিলা নায়ের মাঝিএর লেখক কে?



উঃ জসীমউদ্দীন

২৫. বিভক্তহীন নাম শব্দকে কি বলে?



উঃ প্রাতিপদিক

Top of Form