এসএসসি: পদার্থ বিজ্ঞান


Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com

=====================================

এসএসসি পদার্থ বিজ্ঞান 

১. কোন বস্তুর জড়তা কীসের উপর নির্ভর করে?
  ক) বস্তুর গতি
  খ) বস্তুর ভর
  গ) বস্তুর ত্বরণ
  ঘ) সময়



সঠিক উত্তর: (খ)
২. যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে কী বলে?
  ক) স্পর্শ বল
  খ) অভিকর্ষ বল
  গ) ঘর্ষণ বল
  ঘ) মহাকর্ষ বল



সঠিক উত্তর: (ক)
 
৩. গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন কেন?
  ক) আরামবোধের জন্য
  খ) নিরাপত্তার জন্য
  গ) মেরুদন্ড সোজা রাখার জন্য
  ঘ) গতি বাড়ানোর জন্য



সঠিক উত্তর: (খ)
৪. যে বস্তুর ভর বেশি তার জড়তা তত –
  ক) বেশি
  খ) কম
  গ) সমান
  ঘ) কোনটিই নয়



সঠিক উত্তর: (ক)
৫. দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে কী বলে?
  ক) মহাকর্ষ বল
  খ) তাড়িতচৌম্বক বল
  গ) দুর্বল নিউক্লীয় বল
  ঘ) সবল নিউক্লীয় বল



সঠিক উত্তর: (খ)
৬. যানবাহনে ভ্রমণের সময় নিচের কোন দুটি জিনিস ওঁতপ্রোতভাবে জড়িত?
  ক) গতি ও সরণ
  খ) গতি ও বল
  গ) বল ও সময়
  ঘ) গতি ও সরণ



সঠিক উত্তর: (খ)
৭. একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হল –
  ক) স্পর্শ বল
  খ) দূরবর্তী বল
  গ) মহাকর্ষ বল
  ঘ) সাম্য বল



সঠিক উত্তর: (খ)
৮. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলে –
  ক) স্পর্শ বল
  খ) অস্পর্শ বল
  গ) সাম্য বল
  ঘ) অসাম্য বল



সঠিক উত্তর: (গ)
৯. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে?
  ক) স্পর্শ বল
  খ) ঘর্ষণ বল
  গ) টান বল
  ঘ) অস্পর্শ বল



সঠিক উত্তর: (ঘ)
১০. কোনটির মাত্রা MLT-1?
  ক) ভর
  খ) বল
  গ) ভরবেগ
  ঘ) বেগ



সঠিক উত্তর: (গ)
১১. নিচের কোনটি নিউক্লিয়নে অবস্থিত?
  ক) নিউট্রন
  খ) মেসন
  গ) পজিট্রন
 ঘ) ইলেকট্রন



সঠিক উত্তর: (ক)
১২. ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?
  ক) [p] = [MLT-2]
  খ) [p] = [ML-1T-2]
  গ) [p] = [MLT-1]
  ঘ) [p] = [MLT]



সঠিক উত্তর: (গ)
১৩. একটি মার্বেল গড়িয়ে দিলে কিছুদূর যেয়ে থেমে যায় কেন?
  ক) স্থিতি জড়তার কারণে
  খ) ‘g’ এর কারণে
  গ) ঘর্ষণের কারণে
  ঘ) মন্দনের কারণে



সঠিক উত্তর: (গ)
১৪. হাঁটার সময় আমাদের পেছনের পা বল প্রয়োগ করে –
  ক) তীর্যকভাবে
  খ) লম্বভাবে
  গ) ভূমির সমান্তরালে
  ঘ) সামনের পায়ের সমান্তরালে


সঠিক উত্তর: (ক) 
 
১৫. একটি বলকে স্থির অবস্থা হতে নিক্ষেপ করা হলে বলের ক্ষেত্রে ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে?
 ক) হ্রাস পাবে
  খ) বৃদ্ধি পাবে
  গ) অপরিবর্তিত থাকবে
  ঘ) শূন্য হবে


সঠিক উত্তর: (খ)

==================================
১৫১. মাইক্রো বলতে 10 এর সূচক কত বোঝায়?
ক) -3
খ) -4
গ) -5
ঘ) -6
 



সঠিক উত্তর: (ঘ)
১৫২. কত সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন?
ক) ১৮৩১
খ) ১৮৫৮
গ) ১৮৬৪
ঘ) ১৮৫৭
 



সঠিক উত্তর: (গ)
১৫৩. ১ মিটারে কত সেন্টিমিটার?
ক) 10
খ) 100
গ) 1000
ঘ) 1
 



সঠিক উত্তর: (খ)

১৫৪. কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?
ক) লিভারের নীতি
খ) জ্যামিতিক উপপাদ্য
গ) পরমাণু তত্ত্ব
ঘ) তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল
 



সঠিক উত্তর: (ঘ)

১৫৫. তাড়িতচৌম্বক তরঙ্গের মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে শক্তি প্রেরণে সক্ষম হন –
i. মার্কনী
ii. ক্লার্ক ম্যাক্সওয়েল
iii. জগদীশ চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (খ)

১৫৬. 1 পিকো ফ্যারাডে = - ফ্যারাড।
ক) 10-9
খ) 10-10
গ) 10-11
ঘ) 10-12
 



সঠিক উত্তর: (ঘ)

১৫৭. নিচের কোনটি মৌলিক রাশি নয়?
ক) ভর
খ) তাপ
গ) তড়িৎ প্রবাহ
ঘ) পদার্থের পরিমাণ
 



সঠিক উত্তর: (খ)

১৫৮. নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
ক) বায়ুকল
খ) বায়ুবাষ্প
গ) বাষ্পীয় ইঞ্জিন
ঘ) ইউরেনিয়াম
 



সঠিক উত্তর: (গ)

১৫৯. পদার্থবিজ্ঞানে বিভিন্ন রাশির বা এককের জন্য বিভিন্ন সংকেত ও প্রতীক ব্যবহার করা হয় এককের কোন পদ্ধতি অনুসরণ করে?
ক) F.P.S পদ্ধতি
খ) CGS পদ্ধতি
গ) আন্তর্জাতিক পদ্ধতি
ঘ) ব্রিটিশ পদ্ধতি
 



সঠিক উত্তর: (গ)

১৬০. স্ক্রু গজে প্রধানত কয় ধরনের ত্রুটি দেখা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 



সঠিক উত্তর: (ক)

১৬১. কোনটি লব্ধ রাশি?
ক) ভর
খ) দীপন ক্ষমতা
গ) তড়িৎপ্রবাহ
ঘ) ঘনত্ব



সঠিক উত্তর: (ঘ)

১৬২. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
ক) জেমস ওয়াট
খ) লেঞ্জ
গ) ওয়েরস্টেড
ঘ) মাইকেল ফ্যারাডে
 



সঠিক উত্তর: (গ)

১৬৩. কোয়ান্টাম তত্ত্ব কখন আবিষ্কৃত হয়?
ক) অষ্টাদশ শতাব্দীতে
খ) ঊনবিংশ শতাব্দীর শেষে
গ) বিংশ শতাব্দীর শুরুতে
ঘ) বিংশ শতাব্দীর শেষে
 



সঠিক উত্তর: (গ)

১৬৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
ক) জুল
খ) নিউটন
গ) প্যাসকেল
ঘ) কেলভিন
 



সঠিক উত্তর: (ঘ)

১৬৫. বিজ্ঞান সকল জাতির জন্য বয়ে এনেছে –
i. উন্নতি
ii. সমৃদ্ধি
iii. অকল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (ক)

১৬৬. মাইকেল ফ্যারাডে কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৭৭৭
খ) ১৭৯১
গ) ১০৯৭
ঘ) ১৮০৪
 



সঠিক উত্তর: (খ)

১৬৭. 104/10-6= ?
ক) 10-2
খ) 10-10
গ) 102
ঘ) 1010
 



সঠিক উত্তর: (ঘ)

১৬৮. আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রাখছে –
ক) টেলিভিশন
খ) রেডিও
গ) কৃত্রিম উপগ্রহ
ঘ) আইপ্যাড
 



সঠিক উত্তর: (গ)

১৬৯. এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কী বলা হয়?
ক) S.I
খ) C.G.S
গ) I.S.U
ঘ) M.K.S
 



সঠিক উত্তর: (ক)

১৭০. প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে?
ক) ৭টি
খ) ৮টি
গ) ১১টি
ঘ) ১৩টি
 



সঠিক উত্তর: (ক)

১৭১. কম্পিউটার মানুষের ক্ষমতা –
ক) স্থবির করেছে
খ) কমিয়ে দিয়েছে
গ) বাড়িয়ে দিয়েছে
ঘ) ধ্বংস করেছে
 



সঠিক উত্তর: (গ)

১৭২. পিথাগোরাস অবদান রেখেছেন –
i. কম্পমান তারের উপর
ii. জ্যামিতিক উপপাদ্য
iii. পরমাণুর গঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (ক)

১৭৩. সৌরতত্ত্বের ধারণা, বর্ণনা ও সত্যতা যাচাই এর সাথে জড়িত –
i. কোপারনিকাস
ii. কেপলার
iii. টাইকোব্রাহে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (ঘ)

১৭৪. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. তাপ মৌলিক রাশি
ii. দীপন তীব্রতা লব্ধ রাশি
iii. তড়িৎ প্রবাহ মৌলিক রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (খ)

১৭৫. জগদীশ চন্দ্র বসু কোন দেশীয় বিজ্ঞানী ছিলেন?
ক) গ্রিক
খ) স্পেনীয়
গ) বাংলাদেশীয়
ঘ) রোমান
 



সঠিক উত্তর: (গ)

১৭৬. নীলস বোরের কোন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ?
ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) সোডিয়াম
ঘ) ইউরেনিয়াম
 



সঠিক উত্তর: (ক)

১৭৭. এস.আই. – এর মৌলিক একক কয়টি?
ক) ৫টি
খ) ৮টি
গ) ৭টি
ঘ) ১০টি
 



সঠিক উত্তর: (গ)

১৭৮. কেপলার কোন বিজ্ঞানীর ধারণার সাধারণ গাণিতিক বর্ণনা দেন তিনটি সূত্রের সাহায্যে?
ক) কোপার্নিকাস
খ) থেলিস
গ) নিউটন
ঘ) ডপলার
 



সঠিক উত্তর: (ক)

১৭৯. কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কী বলে?
ক) পাওয়ার
খ) মাত্রা
গ) সমষ্টি
ঘ) বল
 



সঠিক উত্তর: (খ)

১৮০. যে সকল যন্ত্র স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে তৈরি সে সকল যন্ত্রের কী ত্রুটি দেখা যায়?
ক) পিছন ত্রুটি
খ) শূন্য ত্রুটি
গ) প্যারালাক্স
ঘ) ক ও খ উভয়ই
 



সঠিক উত্তর: (ক)

১৮১. গ্যালিলিও কোন বিদ্যার ভিত্তি স্থাপন করেন?
ক) বলবিদ্যা
খ) সৃতিবিদ্যা
গ) ক্যালকুলাস
ঘ) জ্যোতির্বিদ্যা
 



সঠিক উত্তর: (খ)

১৮২. পশ্চিম ইউরোপীয় সভ্যতা কখন বাইজানটাইন ও মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা গ্রহণ করেছিল?
ক) সপ্তদশ শতাব্দীর পূর্বে
খ) পঞ্চদশ শতাব্দীর পূর্বে
গ) ত্রয়োদশ শতাব্দীর পূর্বে
ঘ) ষোড়শ শতাব্দীর পূর্বে
 



সঠিক উত্তর: (গ)

১৮৩. আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী?
ক) গ্রাম
খ) কিলোগ্রাম
গ) মোল
ঘ) পাউন্ড
 



সঠিক উত্তর: (গ)

১৮৪. 1 মাইক্রো উপসর্গটি নির্দেশ করে –
ক) 10-5
খ) 10-7
গ) 10-6
ঘ) 10-3
 



সঠিক উত্তর: (গ)

১৮৫. ডা. গিলবার্ট চিরস্মরণীয় হয়ে আছেন যে কাজের জন্য –
i. চুম্বক তত্ত্ব প্রদান
ii. আলোর প্রতিসরণের সূত্র প্রদান
iii. চুম্বকত্ব নিয়ে গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (গ)

১৮৬. নিচের কোনটিকে নিউটনের অবদান আছে?
ক) সৌরতত্ত্ব
খ) চুম্বক তত্ত্ব
গ) শব্দ বিজ্ঞান
ঘ) আপেক্ষিক বস্তু
 



সঠিক উত্তর: (গ)

১৮৭. “পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত” – এটি কার মত?
ক) ইউক্লিড
খ) টলেমি
গ) নিউটন
ঘ) রজার বেকন
 



সঠিক উত্তর: (ঘ)

১৮৮. মূল স্কেলের পাঠ 14 মি.মি., ভার্নিয়ার ধ্রুবক 0.1 মি.মি. এবং ভার্নিয়ার পাঠ 3 হলে মোট পাঠ কত হবে?
ক) 14.3 সে.মি.
খ) 1.43 সে.মি.
গ) 14.3 মি.মি.
ঘ) 143 মি.মি.
 



সঠিক উত্তর: (গ)

১৮৯. নিচের বিবৃতিগুলো লক্ষ কর:
i. রোমার আলোর বেগ নির্ণয় করেন
ii. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন রবার্ট হুক
iii. সৌরতত্ত্বের গাণিতিক বর্ণনা দেন কোপারনিকাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (ক)

১৯০. তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় –
ক) কম্পিউটারে
খ) মহাশূন্যযানে
গ) ইলেকট্রনিক্সে
ঘ) রোগ নিরাময়ে
 



সঠিক উত্তর: (ঘ)

১৯১. চন্দ্রশেখর রমন কত সালে নোবেল পুরস্কার পান?
ক) ১৯১৩
খ) ১৯১৭
গ) ১৯৩০
ঘ) ১৯৭৯
 



সঠিক উত্তর: (গ)

১৯২. দৈর্ঘ্য কেমন রাশি?
ক) কর্কট রাশি
খ) লব্ধ রাশি
গ) মৌলিক রাশি
ঘ) যৌগিক রাশি
 



সঠিক উত্তর: (গ)

১৯৩. 1 মিলিমিটার = কত মিটার?
ক) 10
খ) 102
গ) 103
ঘ) 10-3


সঠিক উত্তর: (ঘ)

১৯৪. পিথাগোরাস অবদান রেখেছেন কোন কোন বিষয়ের উপর?
ক) লীভারের নীতি
খ) পরমাণু তত্ত্ব
গ) জ্যামিতিক উপপাদ্য ও কম্পমান তার
ঘ) জ্যোতির্বিজ্ঞান
 



সঠিক উত্তর: (গ)

১৯৫. আলোর বেগ পরিমাপ করেন কে?
ক) রবার্ট বয়েল
খ) কেপলার
গ) গ্যালিলিও
ঘ) রোমার
 



সঠিক উত্তর: (ঘ)

১৯৬. আমাদের আরাম-আয়েশ ও চিত্তবিনোদনের ক্ষেত্রে কিসের ভূমিকা বেশি?
ক) চুম্বক
খ) তড়িৎ
গ) তাপ
ঘ) ক ও খ
 



সঠিক উত্তর: (ঘ)

১৯৭. লিউনার্দো দা ভিঞ্চি কে ছিলেন?
ক) নৃত্য শিল্পী
খ) বিজ্ঞানী
গ) গণিতবিদ
ঘ) চিত্রশিল্পী
 



সঠিক উত্তর: (ঘ)

১৯৮. স্ক্রুগজ ব্যবহার করা হয় –
i. তারের ব্যাসার্ধ নির্ণয়ে
ii. দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ে
iii. সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 



সঠিক উত্তর: (গ)

১৯৯. কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?
ক) প্ল্যাঙ্ক
খ) আইনস্টাইন
গ) রাদারফোর্ড
ঘ) হাইজেনবার্গ
 



সঠিক উত্তর: (ক)


২০০. মানুষ চাঁদে পদার্পন করে কোন শতাব্দীতে?
ক) অষ্টাদশ
খ) ঊনবিংশ
গ) বিংশ
ঘ) একবিংশ
 



সঠিক উত্তর: (গ)