এইচএসসি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র





এইচএসসি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী প্রশ্ন



১।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’– গানটির সুরকার কে?
ক. আবদুল গাফ্ফার চৌধুরী
খ. আলতাফ মাহমুদ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আলতাফ হোসেন
২। পূর্ব বাংলার জনগণ ভাষা আন্দোলনে যোগ দেয় কোন ঐক্যের প্রভাবে?
ক. রাজনৈতিক ঐক্য খ. সামাজিক ঐক্য 
গ. ভাষাগত ঐক্য ঘ. সাংস্কৃতিক ঐক্য
৩। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে সৃষ্টি হয়
i. অসাম্প্রদায়িক চেতনা
ii. নতুন নেতৃত্ব
iii. অধিকার সচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক. i i i   খ.    
গ. i i     ঘ. i, i i i i i
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৪। উক্ত বিষয়দ্বয় কোন ঘটনাকে ইঙ্গিত করে?
ক. ভাষা আন্দোলন
খ. ছয় দফা কর্মসূচি
গ. গণ-অভ্যুত্থান
ঘ. অসহযোগ আন্দোলন
৫। উক্ত দাবি উত্থাপনের কারণ হলো
i. বাংলার স্বাধিকার প্রতিষ্ঠা
i i. বাঙালির রাজনৈতিক অধিকার আদায়
i i i. আইয়ুব সরকারের পতন নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i i i
গ. i i i i i ঘ. i, i i i i i
৬। ‘The Rural Community গ্রন্থটি কার লেখা?
ক. কুলি খ. কোলব
গ. ব্রুনার ঘ. মান্ডারসন
৭। স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম সোপান কোনটি?
ক. ইউনিয়ন পরিষদ খ. পৌরসভা
গ. সিটি করপোরেশন ঘ. উপজেলা পরিষদ
৮। বাংলাদেশের শহুরে সমাজে নানা আর্থসামাজিক শ্রেণি সৃষ্টির কারণ
i. পেশার বৈচিত্র্য
i i. শিক্ষার পার্থক্য
i i i. আয়ের তারতম্য
নিচের কোনটি সঠিক?
ক.     খ. i i i  
গ. i i i i ঘ. i i i i i
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রূপসা গ্রামের করিম সাহেবের ২০০ বিঘা জমি রয়েছে। তিনি তাঁর জমি অন্যদেরকে ভাগে চাষ করতে দেন।
৯। অনুচ্ছেদে বর্ণিত করিম সাহেব ভূমি মালিকানার ভিত্তিতে কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. বর্গাচাষি খ. ধনী কৃষক
গ. প্রান্তিক কৃষক ঘ. ভূমিহীন কৃষক
১০। করিম সাহেব উল্লিখিত জমির কারণে
i. সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন
i i. সামাজিক কার্যক্রমে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারেন
i i i. দরিদ্রদের সাহায্য করতে পারেন
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i    
গ. i i i i ঘ. i, i i i i i
১১।  বাংলাদেশে মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স কোনটি?
ক. ১৫ বছর খ. ১৬ বছর
গ. ১৭ বছর ঘ. ১৮ বছর
১২। বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে বাংলাদেশে দেখা যায়
i. পিতৃবাস পরিবার
i i. মাতৃবাস পরিবার
i i i. নয়াবাস পরিবার
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i i i
গ. i i i   ঘ. i, i i i i i
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৩।চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
ক. জ্ঞাতি সম্পর্ক খ. প্রতিবেশী
গ. পরিবার ঘ. রাষ্ট্র
১৪। আমাদের সমাজে নির্দেশিত বন্ধনগুলোর ভূমিকা
i. সমাজে নৈরাজ্য সৃষ্টি করে 
i i. সামাজিক দায়-দায়িত্ব ও অধিকার সৃষ্টি করে
 i i. নেতৃত্ব সৃষ্টি ও নির্বাচনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i i i
গ. i i i i i ঘ. i, i i i i i
১৫। যৌথ পরিবারগুলো ভেঙে অণু পরিবার বৃদ্ধি পাচ্ছে
i. শিল্পায়নের ফলে
i i. বিশ্বায়নের কারণে
i i i. নগরায়ণের কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i i  
গ. i i i i i ঘ. i, i i i i i
১৬।  সমাজব্যবস্থার মূল ভিত্তি কী?
ক. ধর্ম খ. সংঘ
গ. সম্প্রদায় ঘ. অর্থনীতি
১৭। বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক কে ছিলেন?
ক. রোনাল্ড খ. আলব্রো
গ. ম্যাগ্র ঘ. স্যামুয়েল কোনিগ
১৮। বিশ্বায়ন হলো
i. পণ্যের অবাধ প্রবাহ
i i. তথ্যের অবাধ প্রবাহ
i i i. শ্রমের অবাধ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i    
গ. i i i i ঘ. i, i i i i i
১৯। একটি জাতি গঠনের প্রধান মাধ্যম কী?
ক. শিল্প খ. জনসংখ্যা
গ. প্রাকৃতিক সম্পদ ঘ. শিক্ষা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কামাল অর্থনীতিতে মাস্টার্স পাস করে ২ বছর ধরে চাকরি খুঁজছে, কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। এর ফলে সে হতাশার মধ্যে রয়েছে।
২০। অনুচ্ছেদে বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. দারিদ্র্য
খ. অপরাধ
গ. বেকারত্ব
ঘ. জনসংখ্যাস্ফীতি
২১। বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব হলো
i. সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করে
i i. হতাশা ও ব্যর্থতার জন্ম দেয়
i i i. অপরাধ বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i i i i
গ. i i i i ঘ. i, i i i i i
২২।  ‘সেভ দ্য চিলড্রেনকোন ধরনের বেসরকারি সংস্থা?
ক. স্থানীয় খ. জাতীয়
গ. আন্তর্জাতিক ঘ. আঞ্চলিক
২৩। কুমিল্লা সমবায় পদ্ধতির উদ্দেশ্য
i. পেশার বৈচিত্র্য
i i. শিক্ষার পার্থক্য
i i i. আয়ের তারতম্য
নিচের কোনটি সঠিক?
ক.     খ. i ও   
গ. i i i ঘ. i i i i i
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর
প্রশ্নের উত্তর দাও:
ঝালকাঠি জেলার স্বনির্ভর আন্দোলন কর্মসূচি সবুজ ঝালকাঠিনামে পরিচিত। এ কর্মসূচির অধীনে গাবখান নদী খনন করা হয়েছে। এ ছাড়া গ্রামভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
২৪। অনুচ্ছেদে উল্লিখিত কর্মসূচির অনুরূপ কর্মসূচি হচ্ছে
i. শ্যামল সিলেট
i i. সোনালি বরিশাল
i i i. স্বনির্ভর রাজশাহী
নিচের কোনটি সঠিক?
ক. i i   খ. i i i i
গ. i i i i i ঘ. i, i i i i i
২৫। উক্ত কর্মসূচি গ্রহণ করার যৌক্তিক কারণ কী ছিল?
ক. আর্থসামাজিক উন্নয়ন
খ. আত্মকর্মসংস্থান সৃষ্টি
গ. সার্বিক অর্থনৈতিক উন্নয়ন
ঘ. খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন




উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. গ