এসএসসি : জীববিজ্ঞান





এসএসসি পরীক্ষা: বিশেষ মডেল টেস্ট
জীববিজ্ঞান
মান-২৫                  সময়-২৫ মিনিট

১। জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
ক. ইকোলজি খ. হিস্টোলজি
গ. এন্টোমোলজি ঘ. ইভোলিউশন
২। কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
ক. ইস্ট খ. ডায়াটম
গ. ব্যাকটেরিয়া ঘ. প্যারামেসিয়াম
৩। মানুষের শ্বসনতন্ত্রের অংশ কোনগুলো?
ক. ইলিয়াম, গলবিল, বৃক্ক
খ. গলবিল, অন্ননালি, ইউরেটর
গ. গলবিল, ল্যারিংস, ব্রঙ্কাস
ঘ. ইলিয়াম, ল্যারিংস, ব্রঙ্কাস
নিচের অনুচ্ছেদ পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩৫ বছরের মনিকার উচ্চতা ১২০ সেমি. এবং ওজন ৫৫ কেজি।
৪। মনিকার বিএমআর মান কত?
ক. ১১৮১.৫০ খ. ১২৩৪.৫০
গ. ১২৮১.৬০ ঘ. ১৫৬৩.৫০
৫। বিএমআই মানদণ্ডে মনিকা কোন অবস্থানে রয়েছেন?
ক. সুস্বাস্থ্যের আদর্শমান
খ. মোটা হওয়ার প্রথম স্তর
গ. মোটা হওয়ার দ্বিতীয় স্তর
ঘ. অতিরিক্ত মোটাত্ব
৬। প্রো-মেটাফেজ দশায়—
i. দুই মেরুবিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি হয়
ii. ক্রোমোজোমের পানি যোজন শুরু হয়
iii. নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii
৭। পার্শ্বীর জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে?
ক. ট্রাকিড খ. ভেসেল
গ. সিভকোষ ঘ. সঙ্গীকোষ
৮। পাতার কোন অংশ সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে?
ক. ম্যাট্রিকস খ. সেট্রামা ল্যামেলাম
গ. গ্রানা ঘ. অন্তস্তর
৯। লোহিত রক্তিকণিকা—
i. লৌহজাতীয় যৌগ দ্বারা গঠিত
ii. আত্মরক্ষার অংশগ্রহণ করে
iii. অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii
১০। প্রোটিন সংশ্লেষণ করে—
ক. সেন্ট্রোজোম ও ক্রোমোজোম
খ. ক্রোমোজোম ও লাইসোজোম
গ. লাইসোজোম ও রাইবোজোম
ঘ. রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
নিচের চিত্রটি লক্ষ করে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১১। চিত্রের কোষটির নাম কী?
ক. ট্রাকিড খ. ভেসেল
গ. জাইলেম ফাইবার ঘ. সঙ্গীকোষ
১২। উদ্দীপকের কোষটি—
i. ফার্নবর্গ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদে দেখা যায়
ii. কোষ রসের পরিবহন অঙ্গে দৃঢ়তা প্রদান করে
iii. খাদ্য সঞ্চয়ের সঙ্গে জড়িত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। C4 উদ্ভিদ কোনটি?
ক. আম খ. আখ গ. লিচু ঘ. কলা
১৪। রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক. এ খ. বি গ. সি ঘ. ডি
১৫। সবাত শ্বসনের ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজ থেকে নিট কতটি ATP তৈরি হয়?
ক. ২৪ খ. ১৮ গ. ৪ ঘ. ২
১৬। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ম্যাক্রো উপাদান কোনগুলো?
ক. N, Cu, MO খ. N, Ca, Mg
গ. Mn, B, CI ঘ. C, B, N
নিচের চিত্রটি দেখে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৭। উদ্দীপকে কতটি খাদ্যশৃঙ্খল রয়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৮। কোনটির প্রভাবে উদ্দীপকের বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ ক্ষতিগ্রস্ত হবে?
ক. ফাইটোপ্লাঙ্কটন খ. বড় মাছ
গ. জুয়োপ্লাঙ্কটন ঘ. বাজপাখি
১৯। হঠাত্ বৃক্ক বিকল হওয়ার কারণ কী?
ক. নেফ্রাইটিস, ডায়রিয়া
খ. পেরিকাডিয়াম গ. পেরিভিসেরাল
ঘ. পেরিকন্ড্রিয়াম
২০। তরুণাস্থি কোন তন্তুময় যোজককলা দ্বারা পরিবেষ্টিত?
ক.পেরিটোনিয়াম খ. পেরিকোডিয়াম
গ. পেরিভিসেরাল ঘ. পেরিকন্ড্রিয়াম
২১। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?
ক. ইউরিয়া খ. ইউরোক্রোম
গ. ইউরিক অ্যাসিড ঘ. ক্রিয়েটিনিন
২২। আইলেটস অব ল্যাংগারসনস নিঃসৃত হরমোন কোনটি?
ক. ইনসুলিন খ. প্রোল্যাকটিন
গ. অ্যাডরেনালিন থ. থাইরোট্রপিন
২৩। কোন ফুলে বহু গুচ্ছ পরাগ দণ্ড থাকে?
ক. শিমুল খ. জবা গ. সরিষা ঘ. ধুতরা
নিচের চিত্রের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৪। B কোনটির প্রস্থচ্ছেদের চিত্র?
ক. ধমনি খ. শিরা গ. নালি ঘ. নেফ্রন
২৫। B চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হলো—
i. এর প্রাচীর তিন স্তরবিশিষ্ট
ii. কপাটিকা থাকে না iii. নালিপথ সরু
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii





সঠিক উত্তর:
১. ঘ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. খ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. ঘ




Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center
Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail: aboutdynamic@gmail.com