জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট


জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট

সময়-৩ ঘণ্টা : পূর্ণমান-৭০+৩০ = ১০০
সৃজনশীল : মান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]

১। ‘ক’ এলাকার জমিদার মৃত্যুর পূর্বে তার অল্পবয়স্ক নাতিকে উত্তরাধিকারী হিসেবে ক্ষমতা প্রদান করেন। কতিপয় আত্মীয়স্বজন এবং পার্শ্ববর্তী এলাকায় কিছু লোভী ব্যবসায়ী বিদেশি ব্যবসায়ীদের যোগসাজশে তাকে ক্ষমতাচ্যুত করে বিদেশি শাসন প্রতিষ্ঠা করে।
ক. ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? ১
খ. ওয়েস্টফালিয়ার চুক্তি- ব্যাখ্যা কর। ২
গ. ‘ক’ এলাকার ঘটনা বাংলার ইতিহাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘আধুনিক জ্ঞানচর্চার ফলে উক্ত এলাকায় নবজাগরণ ঘটেছিল’- যৌক্তিক মতামত দাও। ৪
২। শেলি বাণিজ্যমেলা থেকে কয়েকটি শাড়ি ও নকশিকাঁথা কেনে। শাড়িগুলোর মধ্যে কোনোটি মোটা আবার কোনোটি মিহি। কেনাকাটা শেষ করে সে সেখানে বাউল শিল্পীদের পরিবেশিত গান শুনে মুগ্ধ হয়।
ক. চণ্ডীমঙ্গল কার লেখা? ১
খ. ‘কা আ তরুবর পাঞ্চ বি ডাল, চঞ্চল চী এ পইঠা কাল’- ব্যাখ্যা কর। ২
গ. শেলির ক্রয়কৃত জিনিসগুলো কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো আলাদা হলেও সবগুলো শাখাই মানুষের সৃজনশীলতার পরিচয় বহন করে’- যথার্থতা নিরূপণ কর। ৪
৩। সেলিম পড়ালেখার ফাঁকে ফাঁকে টিভিতে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান দেখে ও দেশ-বিদেশের খবর শোনে। অপরদিকে ওর চাচাতো ভাই মতিন পড়ালেখায় ফাঁকি দিয়ে মোবাইলে সারা দিন ভিডিও গেম খেলে। তাই সে পরীক্ষায় সেলিমের মতো ভালো ফল করতে পারছে না।
ক. ই-কমার্সের পূর্ণরূপ কী? ১
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝায়? ২
গ. সেলিমের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মতিনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির নেতিবাচক দিকটি প্রতিফলিত হলেও এর অনেক ইতিবাচক দিক রয়েছে- বিশ্লেষণ কর। ৪
৪. রাকিব পড়াশোনা শেষে চাকরি নিয়ে সিঙ্গাপুর চলে যায়। সে প্রতিমাসে দেশে টাকা পাঠায়, যা পরিবারের খরচ বহন করার পর দেশের উন্নয়নে ব্যবহৃত হয়।
ক. GDP-এর পূর্ণ অর্থ কী? ১
খ. বাংলাদেশের উৎপাদন ও আয় বৃদ্ধির মূল্য লক্ষ্য ব্যাখ্যা কর। ২
গ. রাকিবের সিঙ্গাপুর থেকে পাঠানো অর্থের ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে রাকিবের গৃহীত পদক্ষেপটি কী একমাত্র উপায়? মতামত দাও। ৪
৫. জনাব ‘ক’ ও জনাব ‘খ’ দু’জনেই রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। জনাব ‘ক’ আইন প্রণয়নে ভূমিকা রাখেন। অপরদিকে জনাব ‘খ’ সে আইন বাস্তবায়ন করেন।
ক. সংবিধান কত তারিখে চূড়ান্ত অনুমোদন পায়? ১
খ. সরকারকে কেন রাষ্ট্রের মূল চালিকাশক্তি বলা হয়? ২
গ. জনাব ‘ক’-এর কাজ সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব ‘ক’ ও জনাব ‘খ’ এর সম্পাদিত কাজের মাধ্যমেই কি রাষ্ট্র পরিচালনা সম্ভব? মতামত দাও। ৪
৬। মেঘনা পাড়ের বাসিন্দা রমজান আলীর বেশ কিছু জমিজমা ছিল। বিগত কয়েক বছরে একটি বিশেষ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তার সমস্ত জমি মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। সে এখন পরিবার পরিজন নিয়ে শহরের বস্তি এলাকায় বসবাস করছে।
ক. ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের নিকটবর্তী স্তর কোনটি? ১
খ. মানবসৃষ্ট দুর্যোগ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত দুর্যোগটি ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উক্ত দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব’- বিশ্লেষণ কর। ৪
৭.
ক. ‘রাখাইন’ শব্দের অর্থ কী? ১
খ. সাংগ্রাই উৎসব কীভাবে পালিত হয়? ২
গ. ছকে উল্লিখিত ‘ঈ’ চিহ্নিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা কর। ৩
ঘ. ছকের ‘অ’ ও ‘ই’ চিহ্নিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক জীবনের তুলনামূলক আলোচনা কর। ৪
৮.
ক. বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি? ১
খ. জীববৈচিত্র্য বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত ‘আ’ শিল্পটি ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্ণিত শিল্পগুলোর ভূমিকা বিশ্লেষণ কর। ৪
৯. দৃশ্যকল্প-১ : মিতুল একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যা বিশ্বে খাদ্য সংকট মোকাবেলায় ভূমিকা রাখছে।
দৃশ্যকল্প-২ : রুমকি একটি সামাজিক সংস্থায় কর্মরত যা শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করে।
ক. জলপাই পাতা কিসের প্রতীক? ১
খ. ‘আন্তর্জাতিক আদালত’ ব্যাখ্যা কর। ২
গ. মিতুল কোন সংস্থায় কর্মরত? ব্যাখ্যা কর। ৩
ঘ. রুমকির কার্যক্ষেত্র বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে-বিশ্লেষণ কর। ৪