এসএসসি (বাংলা ২য় পত্র)




এসএসসি (বাংলা ২য় পত্র)

বহুনির্বাচনি প্রশ্নোত্তর (শব্দের শ্রেণিবিভাগ)

১। অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক. পদ খ. বাক্য গ. শব্দ ঘ. ধ্বনি
২। ভাষার মূল উপকরণ কী?
ক. অক্ষর খ. ধ্বনি গ. বর্ণ ঘ. শব্দ
৩। তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী?
ক. উত্পত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক
খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক
গ. উত্পত্তিমূলক, ব্যুত্পত্তিমূলক, উত্মূলক
ঘ. উত্পত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক
৪। সাধিত শব্দ কয় প্রকার?
ক. তিন খ. দুই
গ. চার ঘ. প্রকারভেদ নেই
৫। গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৬। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৭। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
ক. যৌগিক শব্দ খ. মৌলিক শব্দ
গ. সাধিত শব্দ ঘ. রূঢ় শব্দ
৮। কোন ধরনের শব্দাবলি ভাষার মূল উপকরণ?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. রূঢ় শব্দ  ঘ. যোগরূঢ় শব্দ
৯। মৌলিক শব্দ কোনটি?
ক. গায়ক খ. গোলাপি
গ. গোলাপ ঘ. হরিণ
১০। সাধিত শব্দগুলো সাধারণত—
ক. অর্থবাচক শব্দ খ. স্ত্রীবাচক শব্দ
গ. পুরুষবাচক শব্দ ঘ. জাতিবাচক শব্দ
১১। প্রতিটি সাধিত পদের কয়টি অংশ থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
১২। সাধিত শব্দগুলো সাধারণত—
ক. বিশেষ শব্দ
খ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
গ. অর্থবাচক শব্দ ঘ. মৌলিক শব্দ
১৩। যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাদের কী বলে?
ক. মৌলিক শব্দ খ. যোগরূঢ় শব্দ
গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ
১৪। ‘গায়ক’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় ঘ. পরিশব্দ
১৫। ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. দেশি শব্দ
১৬। সমাসনিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদগুলোর অর্থের অনুযায়ী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাদের কীরূপ শব্দ বলে?
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় ঘ. সাধিত শব্দ
১৭। ‘রাজপুত’ শব্দের ব্যুত্পত্তিগত অর্থ কোনটি?
ক. পুত্রের রাজা খ. রাজা যে পুত্র
গ. রাজার পুত্র ঘ. জাতিবিশেষ
১৮। ‘মহাযাত্রা’ কোন প্রকারের শব্দ?
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ 
গ. মৌলিক শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
১৯। রূঢ়ি শব্দ কীসের দ্বারা গঠিত হয়?
ক. সমাস দ্বারা খ. প্রত্যয় দ্বারা
গ. উপসর্গ বা প্রত্যয় দ্বারা 
ঘ. কারক প্রত্যয় দ্বারা
২০। ‘হস্তী’ অর্থগতভাবে কোন শব্দ?
ক. যৌগিক খ. তত্সম
গ. রূঢ়ি ঘ. যোগরূঢ়
২১। কোনটি রূঢ়ি শব্দ?
ক. বাঁশি খ. দৌহিত্র
গ. জলধি ঘ. গায়ক
২২। ‘বাশি’ কোন ধরনের শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যোগরূঢ় শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. পারিভাষিক শব্দ।




উত্তর:
১. গ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. খ  ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. ক ২২. ক