পঞ্চম শ্রেণির : বিজ্ঞান
তৃতীয় অধ্যায়: (জীবনের জন্য পানি)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
১। পানির পাঁচটি উৎসের নাম
লেখো।
উত্তর: পানির পাঁচটি উত্স হলো: পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্র।
২। পানি কিভাবে দূষিত হয়?
উত্তর: প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়।
৩। ছাঁকন কী?
উত্তর: ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন।
৪। পানি জীবাণুমুক্ত করতে
কত সময় ধরে ফোটাতে হবে?
উত্তর: ২০ মিনিটের বেশি সময় ধরে ফোটাতে হবে।
৫। নিরাপদ পানি কী?
উত্তর: মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।
৬। পানিকে
পুরোপুরি নিরাপদ করতে হলে কী করতে হবে?
উত্তর: পানিকে পুরোপুরি নিরাপদ করতে হলে পানি ফোটাতে হবে।
৭। হ্যালোজেন ট্যাবলেট
কখন ব্যবহার করা হয়?
উত্তর: বন্যা বা জলোচ্ছ্বাসের সময় যখন পানি ফুটিয়ে বিশুদ্ধ করা যায় না,
তখন হ্যালোজেন
ট্যাবলেট ব্যবহার
করা হয়।
৮। মেঘ কী?
উত্তর: সূর্যতাপে ভূপৃষ্ঠের পানি জলীয়বাষ্পে পরিণত হয় বা বায়ুমণ্ডলের
ওপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। এই ক্ষুদ্র পানিকণাগুলো
একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে।
কাঠামোবদ্ধ প্রশ্ন
১। প্রশ্ন:
কিভাবে পানি দূষিত হয়? তোমার পুকুরের পানি দূষিত হয়েছে। এ
দূষিত পানির ক্ষতিকর দিকগুলো চারটি বাক্যে উল্লেখ করো।
উত্তর: প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়।
দূষিত পানির ক্ষতিকর দিকগুলো হলো:
i. দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া প্রভৃতি রোগ দেখা যায়।
i i. দূষিত পানি পান করলে পেটের পীড়া ও চর্মরোগ দেখা দিতে পারে।
i i i. পানিদূষণের ফলে পুকুর, নদী বা জলাশয়ের মাছসহ
অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে।
iv. জলজ খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে।
২। প্রশ্ন:
জলীয়বাষ্প থেকে কী তৈরি হয়? পানি দূষণ রোধে তোমার
প্রতিবেশীদের জন্য চারটি পরামর্শ উল্লেখ করো।
উত্তর: জলীয়বাষ্প থেকে বৃষ্টি ও শিশির তৈরি হয়। পানিদূষণ রোধে আমার
প্রতিবেশীদের জন্য চারটি পরামর্শ নিচে উল্লেখ করা হলো:-
i. পুকুর, নদী বা অন্য কোনো পানির উেস বাসনকোসন
মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা,
গরু-মহিষ গোসল করানো, পাট পচানো,
পায়খানা-প্রস্রাব করা ও প্রাণীর মৃতদেহ ফেলার ফলে পানি যে দূষিত হয়, এ ব্যাপারে তাদের
সচেতন করব।
i i. পানির উত্স যেমন : পুকুর, নলকূপ, কুয়া ইত্যাদি উঁচু জায়গায় করতে হবে।
i i i. কৃষিকাজে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হওয়ার সঙ্গে
সঙ্গে পানিও দূষিত হয়। তাই তাদের জমিতে রাসায়নিকের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে
বলব।
iv. যেসব জায়গায় আর্সেনিক-দূষণ নেই, সেসব জায়গায়
পানির কৃত্রিম উত্স তৈরি করতে হবে।