ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান (বহু নির্বাচনী প্রশ্ন)




ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান (বহু নির্বাচনী প্রশ্ন)


১। জীবদেহের এককের নাম কী?
ক. বল খ. চাপ
গ. গতি ঘ. কোষ
২। জীবনের ভৌত ভিত্তি কোনটি?
ক. প্রোটোপ্লাজম খ. কোষপ্রাচীর
গ. উভয়ই ঘ. কোনোটিই নয়
৩। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
ক. ১৬৬৫ সালে খ. ১৬৬৪ সালে
গ. ১৭৬৫ সালে ঘ. ১৮৬৫ সালে
৪। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কেমন থাকে?
ক. ৭০-৯০ ভাগ খ. ৭০-৮০ ভাগ
গ. ৮০-৯০ ভাগ ঘ. কোনোটিই নয়
৫। কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?
ক. কোষঝিল্লি খ. সাইটোপ্লাজম
গ. নিউক্লিয়াস ঘ. কোষপ্রাচীর
৬। বংশগতির ধারক ও বাহক কোনটি?
ক. নিউক্লিয়াস খ. ক্রোমোজোম
গ. নিউক্লিওপ্লাজম ঘ. সবগুলো
৭।কোষের শক্তিঘরবলা হয় কাকে?
ক. প্লাস্টিড
খ. কোষগহ্বর
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. নিউক্লিয়াস
৮। ক্রোমোপ্লাস্ট কী রঙের হয়ে থাকে?
ক. লাল খ. হলুদ
গ. নীল ঘ. সবগুলো
৯। কোষের মস্তিষ্কবলা হয় কাকে?
ক. নিউক্লিয়াস
খ. প্লাস্টিড
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. কোষগহ্বর
১০। প্লাস্টিড কত প্রকার?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
১১। জীবনের ভৌত ভিত্তি হলো
ক. প্রোটোপ্লাজম
খ. প্লাস্টিড
গ. রাইবোসোম
ঘ. নিউক্লিয়াস
১২। প্রোটোপ্লাজম হলো
ক. স্বচ্ছ খ. অর্ধস্বচ্ছ
গ. অস্বচ্ছ ঘ. কোনোটিই নয়
১৩। কোষের সীমানা নির্দেশক হলো
ক. কোষঝিল্লি খ. কোষপ্রাচীর গ. নিউক্লিয়াস ঘ. সাইটোপ্লাজম




উত্তর: ১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক