HSC: ICT (1st Chapter)


Posted By:

Mostafa Kamal

Researcher of DCPL & BDTP / Ph.D (Study)

Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
=====================================

এইচএসসি আইসিটি (প্রথম অধ্যায়)

  • প্রশ্ন : সাইবার ক্রাইম কী?
  • প্রশ্ন : রোবটিক্স কী?
  • প্রশ্ন: প্লেজিয়ারিজম কী?
  • প্রশ্ন: আউটসোর্সিং কী?
  • প্রশ্ন : ই-কমার্স কী?
  • প্রশ্ন : হ্যাকিং কী?
  • প্রশ্ন : বায়োইনফরমেটিকস কাকে বলে?
  • প্রশ্ন : বিশ্বগ্রাম কী?
  • প্রশ্ন : তথ্য প্রযুক্তি কী?
  • প্রশ্ন : ই- মেইল কী?
  • প্রশ্ন : জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
  • প্রশ্ন : ক্রায়োসার্জারি কী?
  • প্রশ্ন ন্যানো কাকে বলে?
  • প্রশ্ন. ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই মুক্ত কেন? (অনুধাবন)
  • প্রশ্ন: ন্যানোটেকনোলজি কাকে বলে?
  • প্রশ্ন. 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা- ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. বায়োইনফরমেটিকস- এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লিখ। (অনুধাবন)
  • প্রশ্ন: জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে মানুষকে সহায়তা দিচ্ছে? (অনুধাবন)
  • প্রশ্ন: তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম- ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন: বাস্তব জগৎ ও ভার্চুয়াল জগতের মধ্যে পার্থক্য লেখ। (অনুধাবন)
  • প্রশ্ন. কোনো প্রযুক্তির ব্যবহার পাটের জীবন রহস্য উন্মেচিত হয়েছে- ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. “বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম”- ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড- ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. “টেলিমেডিসিন এক ধরনের সেবা”- বুঝিয়ে লিখ। (অনুধাবন)
  • প্রশ্ন. নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- ব্যাখ্যা কর। (অনুধাবন)
  • প্রশ্ন. আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। (অনুধাবন)
==========================================

প্রশ্ন : সাইবার ক্রাইম কী?

উত্তর : কম্পিউটারভিত্তিক কিংবা নেটওয়ার্ক বা ইন্টারনেটভিত্তিক অপরাধ কর্মকান্ডকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলা হয়।

প্রশ্ন : রোবটিক্স কী?

উত্তর : কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্র ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞাইন হলো রোবটিক্স।

প্রশ্ন: প্লেজিয়ারিজম কী?

উত্তর : অন্যের লেখা, গুবেষণালব্ধ তথ্য ইত্যাদি নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে।

প্রশ্ন: আউটসোর্সিং কী?

উত্তর : কোনো নির্দিষ্ট কাজ নিজেরা না করে অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াই হলো আউট সের্সিং।

প্রশ্ন : ই-কমার্স কী?

উত্তর : ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, ক্রয়-বিক্রয়, গ্রহণ-বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে ই-কমার্স।

প্রশ্ন : হ্যাকিং কী?

উত্তর : সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াই হ্যাকিং।

প্রশ্ন : বায়োইনফরমেটিকস কাকে বলে?

উত্তর : জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিকস।

প্রশ্ন : বিশ্বগ্রাম কী?

উত্তর : বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বলে। বিশ্বগ্রাম শব্দটি দ্বারা বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটকে বুঝানো হয়ে থাকে।

প্রশ্ন : তথ্য প্রযুক্তি কী?

উত্তর : তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেমের সাথে সংশ্লিষ্ট কম্পিউটার নির্ভর প্রযুক্তিই হলো তথ্য প্রযুক্তি।

প্রশ্ন : ই- মেইল কী?

উত্তর : কম্পিউটারের সাহায্যে কোনো তথ্য বা সংবাদ অন্য কোথাও পাঠানো বা গ্রহণ করার ব্যবস্থাই হলো ই- মেইল।

প্রশ্ন : জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

উত্তর : কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী উঘঅ খন্ড পৃথক করে ভিন্ন একটিক জীবে স্থানান্তরের কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

প্রশ্ন : ক্রায়োসার্জারি কী?

উত্তর : ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি, যা খুব নি¤œ তাপমাত্রায় বা শীতলীকরণের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করে।

প্রশ্ন ন্যানো কাকে বলে?

উত্তর : কোনো কিছুর একশ কোটি ভাগের এ ভাগকে- ১ ন্যানো বলা হয়।

প্রশ্ন. ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই মুক্ত কেন? (অনুধাবন)

উত্তর: ফাইবার অপটিক্স অন্তরক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব বা ইএমআই মুক্ত। ফাইবার অপটিক্স এর উপাদানগুলো হলো- সোডা, বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট এবং সোডা অ্যালুমিনা সিলিকেট যা অন্তরক পদার্থ। এছাড়াও ফাইবার অপটিক্স এর বহিরাবরণ হিসেবে যে জ্যাকেট ব্যবহার করা হয় তা হলো প্লাস্টিক এবং প্লাস্টিকও অন্তরক পদার্থ। ফলে ফাইবার অপটিক্স সর্বদাই ইএমআই মুক্ত থাকে।


প্রশ্ন: ন্যানোটেকনোলজি কাকে বলে?

উত্তর : ন্যানো মিটার স্কেলে পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি সম্পর্কিত টেকনোলজিকেই ন্যানোটেকনোলজি বলে। অর্থাৎ ন্যানো মিটার স্কেলে পরিমিত যে কেনো বিষয়ের বহুমাত্রিক টেকনোলজিকে ন্যানোপ্রযুক্তি বা ন্যানোটেকনোলজি বলে।

প্রশ্ন. ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই মুক্ত কেন? (অনুধাবন)

উত্তর: ফাইবার অপটিক্স অন্তরক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব বা ইএমআই মুক্ত। ফাইবার অপটিক্স এর উপাদানগুলো হলো- সোডা, বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট এবং সোডা অ্যালুমিনা সিলিকেট যা অন্তরক পদার্থ। এছাড়াও ফাইবার অপটিক্স এর বহিরাবরণ হিসেবে যে জ্যাকেট ব্যবহার করা হয় তা হলো প্লাস্টিক এবং প্লাস্টিকও অন্তরক পদার্থ। ফলে ফাইবার অপটিক্স সর্বদাই ইএমআই মুক্ত থাকে।

প্রশ্ন: ন্যানোটেকনোলজি কাকে বলে?

উত্তর : ন্যানো মিটার স্কেলে পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি সম্পর্কিত টেকনোলজিকেই ন্যানোটেকনোলজি বলে। অর্থাৎ ন্যানো মিটার স্কেলে পরিমিত যে কেনো বিষয়ের বহুমাত্রিক টেকনোলজিকে ন্যানোপ্রযুক্তি বা ন্যানোটেকনোলজি বলে।

প্রশ্ন. 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: 9600 bps স্পিডটি হলো ভয়েস ব্যান্ড। 9600 bps বলতে বুঝায় প্রতি সেকেন্ডে 9600 bit ডেটা স্থানান্তরিত হয়।
ভয়েস ব্যান্ডে সাধারণত 9600 bps পর্যন্ত ডেটা স্থানান্তরিত হয়। টেলিফোন লাইনে এই ব্যান্ডউইড্থ ব্যবহার করা হয়। এছাড়া কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও এই ব্যান্ডউইড্থ ব্যবহার করা হয়।

প্রশ্ন. বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্ব আজ হতের মুঠোয়। তাই বর্তমান সময়কে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বা বিশ্বায়নের যুগ। এ যুগের প্রধান চালিকাশক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়। আর এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব আজ পরিণত হয়েছে বিশ্বগ্রামে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব যেন একটি গ্রাম যেখানে একসাথে নিবিড় সম্পর্কের বন্ধনে বসবাস করছে।

প্রশ্ন. বায়োইনফরমেটিকস- এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: জৈব তথ্যবিজ্ঞান তথা বায়োইনফরমেটিকস এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার, বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ে গবেষণাই এখানে অন্তর্ভূক্ত হয়। কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান অনেক সময় সিস্টেম্স জীববিজ্ঞানের সমত্যু হয়ে যায়। বায়োইনফরমেটিকস হলো জৈব তথ্য ব্যবস্থাপনার জন্য কম্পিউটার প্রযুক্তির একটি ব্যবহার। জৈব ও জেনেটিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং একত্রীকরণের কাজ কম্পিউটারের মাধদধ্যমে করা হয়, যা জিনভিত্তিক নতুন ঔষধ আবিষ্কার এবং উন্নয়নের কাজে লাগে।

প্রশ্ন. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লিখ। (অনুধাবন)

উত্তর: শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা অনেক। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা ক্লাসের শুরুতেই লেকচার এর কপি অনলাইনে অথবা ছাত্রদের সরাসরি দিয়ে দেয়, যার ফলে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া বুঝতে পারে। এছাড়া অনলাইন লাইব্রেরি থেকে বই, গবেষণাপত্র বা প্রবন্ধ পড়া যায়, অনেক ক্ষেত্রে এর জন্য কোনো মূল্যও দিতে হয় না। ফলে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের ক্ষেত্র এখন অনেক বিস্তৃত। আর বিভিন্ন জায়গা থেকে তথত্য আহরণ করে কোনো কাজ তৈরি করে বলে শিক্ষার্থীদের কাজের মধ্যে স্বাতন্ত্র পরিলক্ষিত হয় যা আগে ছিল না।

প্রশ্ন: জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে মানুষকে সহায়তা দিচ্ছে? (অনুধাবন)

উত্তর: কৃষি উৎপাদন, ঔষধ তৈরি, খাদ্য প্রস্তুত কারখানা ইত্যাদি বিভিন্ন গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এতে উন্নত জাতের, প্রকৃতি সহনশীল ও দ্রুত অধিক উৎপাদনক্ষম খাদ্যশস্য প্রাপ্তি সম্ভব হয়েছে যা মানব জাতির খাদ্য ঘাটতি পূরণে বিশেষভাবে সহায়তা করছে। বর্তমান সময়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং- এর প্রায় সব ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রয়োগ লক্ষ করা যায়।

প্রশ্ন: তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্ব আজ হাতের মুঠোয়। তাই বর্তমান সময়কে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বা বিশ্বায়নের যুগ। এ যুগের প্রধান চালিকাশক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়। আর এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব আজ পরিণত হয়েছে বিশ্বগ্রামে। তাই তথ্য ও যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব যেনব একটি গ্রাম যেখানে সবাই একসাথে নিবিড় সম্পর্কের বন্ধনে বসবাস করছে।

প্রশ্ন: বাস্তব জগৎ ও ভার্চুয়াল জগতের মধ্যে পার্থক্য লেখ। (অনুধাবন)

উত্তর: প্রকৃত অর্থে বাস্ববে যা ঘটে তাই বাস্তব জগৎ, পক্ষান্তরে বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল জগৎ বলে। ভার্চুয়াল জগতে বাস্তবকে শুধু উপলব্ধি করা যায়। যেমন- বাস্তব জগতে মানুষ শূন্যে উড়ে যেতে পারে না, ১২০ তলা ভবন থেকে লাফ দেওয়া কল্পনাও করতে পারে না। কিন্তু ভার্চুয়াল জগতে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরি করে। এসব বিষয়গুলো উপলব্ধি করা যায়, যা বাস্তবে সম্ভব হয় না।

প্রশ্ন. কোনো প্রযুক্তির ব্যবহার পাটের জীবন রহস্য উন্মেচিত হয়েছে- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর : পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে। আমাদের দেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম পাটের জীবন রহস্য উন্মোচিত করেছেন। এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ DNA এর মধ্যে নতুন DNA প্রতিস্থাপন করে নতুন ক্রোমোসোম তৈরির কৌশল হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

প্রশ্ন. “বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম”- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর : বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দরুন কম্পিউটারের ভাবনা-চিন্তাগুলো মানুষের মতোই হয়। যেখানে মানুষ একই সময়ে বিভিন্ন চিন্তা করতে পারে না সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলো একই সময়ে বহুবিধ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে। কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করবে প্রভৃতি বিষয়গুলোর উপর গবেষণা চালানো হচ্ছে।

প্রশ্ন. হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর : সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে হ্যাকিং বলে। নৈতিকতার আলোকে হ্যাকিং নৈতিকতা বিরোধী কাজ। কারণ এর মাধ্যমে একজন বা হ্যাকার অন্যের কম্পিউটার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এমনকি ব্যক্তিগত তথ্যও চুরি করতে পারে। এর ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে না এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। এসব কারণে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড।

প্রশ্ন. “টেলিমেডিসিন এক ধরনের সেবা”- বুঝিয়ে লিখ। (অনুধাবন)

উত্তর : টেলিমেডিসিন এক ধরনের চিকিৎসা সেবা যা টেলিফোন বা মোবাইলের মাধ্যমে দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে অতিদ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। বর্তমানে ঘরে বসেই টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স বা অনলাইনের মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যায়, একে টেলিমেডিসিন বলে। এছাড়া, ইন্টারনেট ও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে এক দেশের চিকিৎসক অন্য দেশের চিকিৎসকের সাথে সহজেই অনলাইন যোগাযোগ স্থাপন করে চিকিৎসা সেবা গ্রহণ করা এবং চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক উন্নতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া যায়। টেলিমেডিসিন যেহেতু চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করে তাই এটি অবশ্যই একটি সেবা।

প্রশ্ন ৩. নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর : নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। এটা এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রায় 40 c রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজ করে। অতিরিক্ত শৈত্য যখন ভিতরের সেলগুলোকে ছিঁড়ে ফেলে তখন রক্তনালি থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্তপ্রবাহ বন্ধ করে আরও নষ্ট করে ফেলে।

প্রশ্ন. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর : ‘বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- এটি শুধুমাত্র সম্ভব হবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হতে, বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখতে, সেই সাথে বাস্তবের মতো শ্রবণাভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে।

প্রশ্ন. আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর : আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি হলো ন্যানোটেকনোলজি। যখন কোনো একটা বস্তুর কর্মদক্ষতা বাড়ানোর জন্য কোনো বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহর করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয় তখন সেই প্রযুক্তিকে ন্যানো টেকনোলীজ বলে। এ প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু-পরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাক্সিক্ষত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এ টেকনোলজি ব্যবহার করা হয়।

আইসিটি: JSC-SSC-HSC


জেএসসি-এসএসসি-এইচএসসি: আইসিটি


Posted By:

Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com
=====================================

১. একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে কোন যুগ উপহার দিয়েছে?
ক) তথ্য যুগ
খ) যোগাযোগ যুগ
গ) মোবাইল যুগ
ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুগ

২. বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে
ক) সময় বেশি কিন্তু খরচ কম হয়
খ) সময় ও খরচ খুবই কম হয়
গ) খরচ বেশি কিন্তু সময় কম হয়
ঘ) সময় ও শক্তি খরচ বেশি হয়

৩. কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?
ক) বিশ্বায়ন
খ) উষ্ণায়ন
গ) বন্যা
ঘ) চেকপোস্ট না থাকা

৪. বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কারণ
  . শুধু মানুষই জ্ঞান সৃষ্টি করতে পারে
 i. জ্ঞান ধারণ করতে পারে
 ii. জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i, ii iii

৫. পৃথিবীর সম্পদের এই নতুন সারণি
i. সারা পৃথিবীতে মানুষের চিন্তা-ভাবনার জগিট পাল্টে দিয়েছে
ii. সারা পৃথিবীতে মানুষের চিন্তা- ভাবনার জগিট স্থির রেখেছে
iii. সারা পৃথিবীতেই মানুষ আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i, ii iii

৬. বিশ্বায়নের কারণে
i. দেশের সীমা এখন বিশ্বব্যাপী ছড়িয়েছে
ii. এক দেশের অধিবাসী হয়ে অন্য দেশের নাগরিক হওয়া যায়
iii. আন্তর্জাতিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i, ii iii

৭. শিল্প বিপ্লবে অংশগ্রহণকারী দেশগুলো পরবর্তী সময়
i. পৃথিবীকে নিয়ন্ত্রণ করে
ii. পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করে
iii. অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i, ii iii

৮. আগে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো?
ক) টাকা-পয়সা
খ) প্রকৃতি
গ) মানবসৃষ্ট পরিবেশ
ঘ) পানি

৯. শিল্প বিপ্লবের পর মানুষ কিসের ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করত?
ক) টাকা
খ) যন্ত্র
গ) অস্ত্র
ঘ) সম্মান

১০. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কোনটি?
ক) সৃজনশীলতা
খ) বিশ্লেষণী চিন্তন দক্ষতা
গ) সুনাগরিকত্ব
ঘ) তথ্য-প্রযুক্তিতে পারদর্শিতা

১১. একুশ শতকে টিকে থাকতে হলে সবাইকে জানতে হবে
ক) তথ্য-প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো
খ) যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো
গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো
গ) অর্থনৈতিক বিষয়গুলো

১২. অরপানেট (ARPANET)-এর কার্যক্রম বন্ধ হয়ে যায় কত সালে?
ক) ১৯৬৯
খ) ১৯৮৩
গ) ১৯৯০
ঘ) ১৯৯৩

১৩. আইএসপি (ISP) দিয়ে কী বোঝানো হয়?
ক) ইন্টারনেট সোশ্যাল প্রিভিলেজ
খ) ইন্টারনেট স্যোশাল পাবলিক
গ) ইন্টারনেট সার্ভিস প্রিভিলেজ
ঘ) ইন্টারনেট সার্ভিস প্রভাইটার


১৪. জমির রেকর্ডের অনলাইনে সংগ্রহ করার পদ্ধতিতে কী বলে?
ক) ই-পূর্জি
খ) ই-পর্চা
গ) ই-লার্নিং
ঘ) ই-টিকেটিং
১৫। শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশের শেষে
ঘ. বিংশ শতাব্দীতে

১৬। ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?
ক. যারা ঘরে বসে থাকবে
খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে

১৭। মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. যন্ত্রের ওপর
খ. ইচ্ছার ওপর
গ. জ্ঞানের ওপর
ঘ. তথ্যের ওপর

১৮। জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা
খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তাভাবনা
ঘ. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

১৯। একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?
ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. বিশ্বগ্রাম ঘ. বিশ্বায়ন

২০। মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে
i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে
ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে
iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ii
খ. i iii
গ. ii iii 
ঘ. i, ii iii

২১। বর্তমান যুগে টিকে থাকতে যে দক্ষতাগুলো আয়ত্ত করা প্রয়োজন
i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা
ii. যোগাযোগ দক্ষতা
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ii
খ. i iii
গ. ii iii
ঘ. i, ii iii

২২। নতুন তথ্য সৃষ্টি করতে কোনটি প্রয়োজন?
ক. ইন্টারনেটের জগতে প্রবেশ
খ. জ্ঞান আহরণ
গ. তথ্য প্রযুক্তির বিনাশ
ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ

২৩। বর্তমানের জ্ঞানভিত্তিক সমাজে অংশগ্রহণ করতে হলে কোনটির অবশ্যই দরকার?
ক. জ্ঞানভিত্তিক সমাজের নাগরিক হওয়া
খ. তথ্যপ্রযুক্তির বিষয়ে দক্ষতা অর্জন
গ. তথ্যপ্রযুক্তি বিষয়ে জানা
ঘ. তথ্যপ্রযুক্তির ব্যবহার না করা

২৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে
i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি সম্ভব হবে
ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ii খ. i iii
গ. ii iii ঘ. i, ii iii

২৫। আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. স্টিভ জবস

২৬। চার্লস ব্যাবেজ ছিলেন একজন
ক. প্রকৌশলী এবং গণিতবিদ
খ. চিত্রকর
গ. গবেষক
ঘ. শিক্ষক

২৭। চার্লস ব্যাবেজের জন্ম কোন সালে?
ক. ১৭৯১ সালে
খ. ১৭৯২ সালে
গ. ১৭৯৩ সালে
ঘ. ১৮৫২ সালে

২৮। চার্লস ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?
ক. ১৮১৫
খ. ১৮৪২
গ. ১৮৫২
ঘ. ১৮৭১



উত্তরঃ
১.ঘ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. 
  ৯. খ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. ঘ

-: আইসিটি বিষয়ক গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তরঃ-

১. কিম্পিউটারের মাধ্যমে-
i. গান শোনা যায়
ii. ভিডিও দেখা যায়
iii. হিসেবের কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (ঘ)

২. টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়?
ক) Follower
খ) Follow
গ) Twit
ঘ) Customer


উত্তর: (ক)

৩. শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলা হয়?
ক) ডিজিটাল অবস্থা
খ) ই-গভর্ন্যান্স
গ) ইলেকট্রনিক পদ্ধতি
ঘ) সুশাসন


উত্তর: (খ)

৪. কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?
ক) ১৯৯০
খ) ১৯৯১
গ) ১৯৯২
ঘ) ১৯৯৩


উত্তর: (খ)

৫. ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি


উত্তর: (ক)

৬. যান্ত্রিক পদ্ধতি কোনটি?
ক) ই-লার্নিং
খ) প্রচলিত পাঠদান
গ) সনাতন পাঠদান
ঘ) ক্লাসরুমে শিক্ষাদান


উত্তর: (ক)

৭. বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
ক) অ্যাপল
খ) আইবিএম
গ) ইনটেল
ঘ) মাইক্রোসফট


উত্তর: (ঘ)

৮. নেটওর্য়াক কী?
ক) ইন্টারনেটের নাম
খ) একাধিক প্রটোকল
গ) প্রোগ্রাম
ঘ) মাইক্রোপ্রসেসর


উত্তর: (ক)

৯. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশের নাম কী?
ক) ডিজিটাল বাংলাদেশ
খ) নতুন বাংলাদেশ
গ) তথ্য বাংলাদেশ
ঘ) আধুনিক বাংলাদেশ


উত্তর: (ক)

১০. প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে?
ক) অ্যাপল
খ) ডেল
গ) মাইক্রোসফট
ঘ) এডোবি


উত্তর: (গ)

১১. আমাদের দেশের স্কুলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে তা হলো-
i. দক্ষ শিক্ষকের অভাব
ii. লেখা পড়ার প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব
iii. ল্যাবরেটরি অপ্রতুল
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (ঘ)

১২. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ) স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ) মোবাইল ফোনের ব্যবহার
ঘ) বিনামূল্যে সেবা প্রদান


উত্তর: (খ)

১৩. ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের কম্পিউটার ব্যবহার করা হয়-
i. তথ্য গ্রহণে
ii. শেয়ার ব্যবস্থাপনায়
iii. তথ্য বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (ঘ)

১৪. চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি


উত্তর: (খ)

১৫. টুইটার সদস্যদের টুইট -
i. বার্তগেুলো যে কোনে পেইজে দেখা যায়
ii. বার্তগুলো তাদের নিজস্ব পেইজে দেখা যায়
iii. তাদের অনুসারীরা পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (গ)

১৬. মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
ক) অ্যাপল
খ) আইবিএম
গ) ইনটেল
ঘ) জেরোক্স


উত্তর: (গ)

১৭. প্রথম যখন কম্পিউটারর আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল?
ক) ইন্টারনেট ব্যবহার করা
খ) তথ্য সংগ্রহ করা
গ) কমপিউট করা
ঘ) বার্তা প্রেরণ করা


উত্তর: (গ)

১৮. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?
ক) এমটিএইচ
খ) ইএমটি
গ) এমটিএস
ঘ) এমটিএস


উত্তর: (ঘ)

১৯. কোন ব্যবস্থা গ্রহণের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে যুগোপযোগী করা সম্ভব হয়েছে?
ক) অব্যবস্থা
খ) আধুনিক ব্যবস্থা
গ) যুগোপযোগী ব্যবস্থা
ঘ) ডিজিটাল ব্যবস্থা


উত্তর: (ঘ)

২০. একজন দক্ষ কর্মী হতে হলে প্রয়োজন-
ক) সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে
খ) হার্ডওয়্যার বিষয়ে দক্ষ হতে হবে
গ) আইসিটির রক্ষণাবেক্ষণ জানতে হবে
ঘ) উপরের সবগুলো


উত্তর: (ঘ)

২১. ডিজিটাল পদ্ধতিতে একজন সেবাগ্রহীতা যেভাবে সেবা পেতে পারে-
i. মোবাইল
ii. রেডিওতে
iii. ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (খ)

২২. প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে-
i. বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের সমন্বয়
ii. ই-গভর্ন্যান্সের মাধ্যমে
iii. গ্রামীন মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় এনে
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (ঘ)

২৩. ফেসবুক যারা ব্যবহার করেন তারা-
i. সামাজিক যোগাযোগ সাইটের সদস্য
ii. নেটিজেন
iii. ফলোয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (ক)

২৪. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক) স্টিভ জবস
খ) স্টিভ জজনিয়াক
গ) রোনাল্ড ওয়েন
ঘ) সবগুলো


উত্তর: (ঘ)

২৫. তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে?
ক) ইন্টারনেট
খ) সামাজিক যোগাযোগ
গ) ই-কর্মাস
ঘ) ই-লার্নিং


উত্তর: (খ)

২৬. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
ক) স্টিভ জবস
খ) চার্লস ব্যাবেজ
গ) আ্যাডা লাভলেস
ঘ) লর্ড বায়রন


উত্তর: (গ)

২৭. তথ্য প্রযুুক্তি বিষয়ে জ্ঞান আহরণ বর্তমানে অনেক সহজ কারণ-
ক) e-learning ব্যবস্থার কারণে
খ) ইন্টারনেটের কারণে
গ) তথ্য শেয়ারের কারণে
ঘ) উপরের সবগুলো


উত্তর: (ঘ)

২৮. ইন্টারনেটকে কেন্দ্র করে-
i. নেটওর্য়াক তৈরি হয়
ii. শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে
iii. নানা ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিকশিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i iii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (গ)

২৯. কোনটিকে কাজে লাগানোর জন্য অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন?
ক) এনালির্টিক্যাল ইঞ্জিন
খ) ডিফারেন্স ইঞ্জিন
গ) রেডিও
ঘ) ই-মেইল


উত্তর: (ক)
৩০. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
ক) ফ্রিল্যান্সার
খ) আউটসোর্সার
গ) আউটসোসিং
ঘ) ফেসবুকিং


উত্তর: (গ)

নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও:
সারা পৃথিবীতে ই-লার্নিংয়ের জন্য নান উপকরণ তৈরি হয়েছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স উন্মুক্ত করে দিয়েছে।

৩১. উক্ত পদ্ধতিতে কোর্স কোথায় উন্মুক্ত করা হয়েছে?
ক) অনলাইনে
খ) পত্র পত্রিকায়
গ) টেলিভিশনে
ঘ) রেডিওতে


উত্তর: (ক)

৩২. উক্ত পদ্ধতিতে কোর্সটি?
i. এর মাধ্যমে হোমওয়ার্ক জমা দেওয়া যায় না
ii. যে কেউ গ্রহণ করতে পারে
iii. এর মাধ্যমে পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ii
খ) i ii
গ) ii iii
ঘ) i , ii iii


উত্তর: (গ)
=============================


১।   ডাটা বেইসকে কী বলা হয়?
     ক) জ্ঞানভাণ্ডার            খ) তথ্যভাণ্ডার
     গ) শস্যভাণ্ডার       ঘ) ভাণ্ডার
২।   ডাটা বেইসকে কী হিসেবে উল্লেখ করা যায়?
     ক) তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি
     খ) তথ্য আহরণ পদ্ধতি
     গ) তথ্য বিশ্লেষণ পদ্ধতি
     ঘ) তথ্য পাচার পদ্ধতি
৩।   ডাটা বেইস মূলত কিসের সমন্বয়ে গঠিত?
     ক) কলাম ও সারি         খ) কলাম ও কলাম
     গ) সারি ও সারি          ঘ) ফিল্ড ও রেকর্ড
৪।   নিচের কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া?
     ক) প্রকাশনা        খ) ছবি আঁকা
     গ) সিনেমা         ঘ) খেলা
৫।   প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে কী বলে?
     ক) রেঞ্জ          খ) রেজল্যুশন
     গ) ডট           ঘ) কমা
৬।   কোনটি সত্য নয়?
     ক) শিক্ষকরা শুধু দিকনির্দেশকারী
খ) শিক্ষার্থীদের নিজেদের সব কিছু শিখতে হয়
     গ) শিক্ষকরা শিক্ষার্থীদের সব কিছু শেখান  
ঘ) শিক্ষার্থীদের তাদের উপযোগী সঠিক পথ বেছে নিতে হয়
৭।   নিচের কোনটি সত্য?
     ক) ইন্টারনেট থাকলেই ছাত্র-ছাত্রীরা শিক্ষিত হবে   
খ) ইন্টারনেটের সাহায্যে শুধুই গেমস খেলা যায়
     গ) ইন্টারনেটের খুব ভালো Content থাকলেই শিক্ষার হার বাড়বে  
ঘ) ইন্টারনেট থেকে বই ডাউনলোড করে নেওয়া যাবে
৮।   বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানী কে?
     ক) ম্যাক্সওয়েল            খ) মার্কনি
     গ) টমলিনসন       ঘ) জগদীশ চন্দ্র বসু
৯।   ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন?
     ক) F1           খ) Scroll lock
     গ) Caps lock           ঘ) Pause
১০। ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ কী?
     ক) শব্দ প্রক্রিয়াকরণ        খ) বর্ণ প্রক্রিয়াকরণ
     গ) বাক্য প্রক্রিয়াকরণ       ঘ) শব্দ প্রতিস্থাপন
১১। বানান সংশোধনের কাজকে বলা হয়—
     ক) ডিবাগিং        খ) এডিটিং
     গ) প্রুফ দেখা       ঘ) এনকোডিং
১২।  স্প্রেডশিটে ভাগ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
     ক) -       খ) *
     গ) /       ঘ) =
১৩। জটিল হিসাবের জন্য কোনটির ওপর নির্ভর করা যায় না?
     ক) সুপার কম্পিউটার        খ) কম্পিউটার
     গ) ল্যাপটপ        ঘ) ক্যালকুলেটর
১৪। স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী?
     ক) গুটানো কাগজ         খ) ছড়ানো কাগজ    গ) জড়ানো কাগজ         ঘ) ছেঁড়া কাগজ
১৫। রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করলে আইসিটি যন্ত্রটি—
     ক) ঠিকভাবে কাজ করবে
     খ) মাঝে মাঝে কাজ করবে
     গ) ঠিকভাবে কাজ করবে না
     ঘ) দ্রুত কাজ করবে
১৬। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কী ফাইল তৈরি হয়?
     ক) পার্মানেন্ট ফাইল        খ) টেম্পোরারি ফাইল গ) ওপেন ফাইল          ঘ) সফট ফাইল  
১৭। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে—
     ক) দ্রুত করে দেয়         খ) ধীরে করে দেয়
     গ) মন্থর করে দেয়         ঘ) দ্রুত করে দেয় না
১৮। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন?
     ক) ২ নভেম্বর ১৮৫৮       খ) ১০ নভেম্বর ১৮৫৮
     গ) ২০ নভেম্বর ১৮৫৮      ঘ) ৩০ নভেম্বর ১৮৫৮
১৯।  বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কখন মৃত্যুবরণ করেন?
     ক) ৩০ নভেম্বর ১৮৫৮      খ) ২২ ডিসেম্বর ১৮৫৯
     গ) ২৩ নভেম্বর ১৯৩৭      ঘ) ২২ নভেম্বর ১৯৩৭
২০।  কত সালে জগদীশ চন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?
     ক) ১৭৯৫         খ) ১৭৯৮
     গ) ১৮১৭         ঘ) ১৮৯৫
২১। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শিক্ষণীয় তথ্যগুলো আরো বৃদ্ধি করে কোনটি?
     ক) মোবাইল        খ) ইন্টারনেট
     গ) ল্যাপটপ        ঘ) কম্পিউটার
২২। ইন্টারনেট থেকে বই ডাউনলোডের ক্ষেত্রে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে?
     ক) ঠিকভাবে ডাউনলোড হলো কি না
     খ) পাঠ্য বই ঠিক আছে কি না
     গ) বিনা মূল্যে কি না
     ঘ) কপিরাইট আইন ভঙ্গ করছে কি না
২৩। অজানা বই সম্পর্কে ধারণার ভাণ্ডার কোনটি?
     ক) ইন্টারনেট       খ) পুস্তক
     গ) ই-মেইল        ঘ) শিক্ষক
২৪। সারা বিশ্বের সব ছাত্র-ছাত্রী কিভাবে একটি ক্লাবের সদস্য হতে পারে?
     ক) এনজিওর সাহায্যে
     খ) ইন্টারনেটের সাহায্যে
     গ) পাঠ্য বইয়ের সাহায্যে
     ঘ) কম্পিউটারের সাহায্যে
২৫।  মাল্টিমিডিয়া বর্ণ কেমন হতে পারে?
     ক) চলমান         খ) ত্রিমাত্রিক
     গ) চলমান ও ত্রিমাত্রিক      ঘ) কোনোটি নয়


====================================================================


১। E- Mail-এর পূর্ণরূপ কোনটি?
(ক) Electronic Mail (খ) Electric Method
(গ) Electric Mail
(ঘ) Electronic Method
২। বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা কত?
(ক) প্রায় পাঁচ কোটি (খ) প্রায় সাড়ে সাত কোটি
(গ) প্রায় দশ কোটি (ঘ) প্রায় সাড়ে দশ কোটি
৩। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
(ক) গুগল (খ) মৌমাছি (গ) পিপীলিকা (ঘ) আরশোলা
৪। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কোনটি?
(ক) রেডিও (খ) কম্পিউটার (গ) টেলিভিশন (ঘ) ফ্যাক্স
৫। প্রথম স্প্রেডশিট সফ্টওয়্যার কোনটি?
(ক) মাইক্রোসফ্ট এক্সেল (খ) ভিসিক্যালক
(গ) কে-স্প্রেড
(ঘ) ওপেন অফিস ক্যালক
৬। ইন্টারনেটে পাঠ্যবই পড়ার সুযোগ করে দিয়েছে কোনটি?
(ক) ই-বুক (খ) ট্যাক্সটবুক (গ) টুইটার (ঘ) ফেসবুক
৭। ‘ইলেকট্রনিক পয়েন্ট অব সেল’কে সংক্ষেপে কী বলে?
(ক) EOPS (খ) ECOP (গ) EPOS (ঘ) EPS
৮। আউটসোর্সিং করার জন্য প্রয়োজন-
i) কম্পিউটার ii) ইন্টারনেট iii) কলসেন্টার
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। ওয়াই-ফাই কী?
(ক) সার্চ-ইঞ্জিন (খ) তারবিহীন ইন্টারনেট
(গ) ই-মেইল (ঘ) ই-বুক
নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
মিতু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললে। সে তার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি কঠিন পাসওয়ার্ড ব্যবহার করল।
১০। মিতুর কঠিন পাসওয়ার্ড ব্যবহার করার কারণ-
(ক) ভাইরাস থেকে রক্ষার জন্য (খ) হ্যাকিং থেকে বাঁচার জন্য
(গ) ভুলে না যাওয়ার জন্য (ঘ) সব সময় মনে রাখার জন্য
১১। পাসওয়ার্ড সুরক্ষার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কী?
(ক) Capta (খ) Chapter (গ) Captcha (ঘ) Canda
১২। কোন টপোলজিতে একটা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটারকে জুড়ে দেয়া হয়?
(ক) মেশ (খ) বাস (গ) স্টার (ঘ) ট্রি
১৩। তথ্য ইন্টারনেটে খুঁজে দেখা হল-
(ক) সার্ফিং (খ) ক্লাউডিং (গ) ব্রাউজিং (ঘ) সাইনিং
১৪। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বড় যোগাযোগ মাধ্যম ছিল?
(ক) টেলিভিশন (খ) টেলিফোন
(গ) কম্পিউটার (ঘ) রেডিও
১৫। টাকা স্থানন্তরের বর্তমানে প্রচলিত পদ্ধতি হল-
i) পোস্টাল ক্যাশকার্ড
ii) মোবাইল ব্যাংকিং
iii) ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। ল্যানকার্ড কোথায় সংযুক্ত থাকে?
(ক) র‌্যাম (খ) হার্ডডিস্ক (গ) মাদার বোর্ড (ঘ) রম
১৭। হাব ব্যবহার করা হয় কোন টপোলজিতে?
(ক) স্টার (খ) মেশ (গ) বাস (ঘ) রিং
১৮। ম্যালওয়ার এক ধরনের-
(ক) সিডি (খ) ক্ষতিকর সফ্টওয়্যার
(গ) সার্চ ইঞ্জিন (ঘ) হার্ডডিস্ক
১৯। সংরক্ষিত স্প্রেডশিটকে কী বলা বলা হয়?
(ক) ওয়ার্কশিট (খ) ওয়ার্কবুক (গ) শিট (ঘ) উইন্ডো
২০। কাগজে ছাপা বইয়ের জায়গায় এসেছে-
(ক) ই-সেবা (খ) ই-রিডার (গ) ই-বুক (ঘ) ই-লার্নার
২১। GPS প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে-
i) E-mail পাঠাতে ii) গাড়ি চালাতে
iii) কোনো প্রয়োজনীয় প্রতিষ্ঠান খুঁজে বের করতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। অনলাইন ই-বুকে কতগুলো পাঠ্যপুস্তক রয়েছে?
(ক) ৪০০টি (খ) ৩০০টি (গ) ২৫০টি (ঘ) ২০০টি।
২৩। যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় না কোন টপোলজিতে?
i) বাস ii) রিং iii) স্টার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে?
(ক) সেল (খ) কলাম (গ) সারি (ঘ) ওয়ার্কশিট
২৫। কোনো বাঙালি শিক্ষাবিদ এমআইটির অধ্যাপক?
(ক) ড. জাবেদ ওমর
(খ) ড. কায়কোবাদ
(গ) ড. মো. জাফর ইকবাল
(ঘ) ড. ইকবাল কাদির




উত্তর : ১.ক, ২.ঘ, ৩.গ, ৪.খ, ৫.খ, ৬.ক, ৭.গ, ৮.খ, ৯.খ, ১০.খ, ১১.গ, ১২.খ, ১৩.গ, ১৪.ঘ, ১৫.ঘ, ১৬.গ, ১৭.ক, ১৮.খ, ১৯.খ, ২০.গ, ২১.গ, ২২.খ, ২৩.খ, ২৪.ক, ২৫.ঘ।